যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলে আগামী ১০ নভেম্বর রোববার ১০৮ সমবেত কন্ঠে শ্রীমদ্ভগবত গীতাপাঠ উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজক আন্তর্জাতিক হিন্দু পরিষদ। উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও মুখপাত্র হারান কান্তি সেন জানান, গীতা পাঠে সবাইকে আগ্রহী করতে বিশেষ করে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে গীতার মর্মার্থ পৌঁছে দিতে আমাদের এ আয়োজন। অনুষ্ঠানটি সুন্দর ও সফল করতে সবার সহযোগিতা তিনি কামনা করেছেন। গীতাপাঠ রোববার দুপুরে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে আন্তর্জাতিক হিন্দু পরিষদের নের্তৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ভক্তগণের পোষাক হবে পুরুষ সাদা পাঞ্জাবী/ধুতি বা পায়জামা, নারীরা লাল পাড়ের শাড়ী বা এই সাদৃশ কামিজ এবং বিধবাদের ক্ষেত্রে সাদা পাড় শাড়ী। অংশগ্রহনকারী ভক্তগণ ১০ নভেম্বর, রোববার দুপুর ১২ টা’র আগে দুর্গা টেম্পলে উপস্হিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা। গীতাপাঠে যারা অংশগ্রহন করবেন তারা হচ্ছেন, ১.শ্রী মহিতোষ ভৌমিক ২.শ্রী
সন্তোষ ভৌমিক, ৩.শ্রীমতি শিবানী ভৌমিক ৪ শ্রীমতি রিবা রানী ভৌমিক ৫.শ্রী পারিন্দ্র চক্রবর্তী ৬.শ্রী অমল কৃষ্ণ দেব ৭.শ্রী বিজয় কৃষ্ণ দত্ত ৮.শ্রীমতি ঝর্ণা দত্ত ৯.শ্রীমতি দেবী রানী দেব ১০শ্রী হীরা লাল কপালী ১১.শ্রী নিত্য লাল দত্ত ১২.শ্রীমতি প্রতিভা কপালী ১৩.শ্রী সুব্রত ধর ১৪.শ্রী আশুতোষ চৌধুরী ১৫.শ্রী নিহার চক্রবর্তী ১৬.শ্রী অরুণ আচার্য্য ১৭.শ্রী আশিষ চক্রবর্তী ১৮.শ্রী দেবব্রত ভট্টাচার্য্য ১৯.শ্রী তমাল প্রিয় গৌর দাস ২০.শ্রী রনজিৎ কুমার ঘোষ ২১.শ্রী শান্তি লাল বিশ্বাস ২২.শ্রী জিতেন্দ্র গোপ ২৩.শ্রী বিশ্বেশ্বর চন্দ ২৪.শ্রী সুধাংশু দেব ২৫.শ্রী প্রেমতোষ ভৌমিক ২৬.শ্রীমতি নমিতা বর্ধন ২৭.শ্রীমতি বাসন্তী দাস ২৮.শ্রীমতি ঝর্ণা দত্ত ২৯.শ্রীমতি দিপালী মিত্র ৩০.শ্রীমতি কৃষ্ণা পাল ৩১.শ্রী রামকৃষ্ণ পাল ৩২.শ্রীমতি স্বপ্না দাশ ৩৩.শ্রীমতি মাধুরী দেব ৩৪.শ্রীমতি অর্পণা সুত্রধর ৩৫.শ্রীমতি রিপা দেব ৩৬.শ্রী সঞ্জয় দেব ৩৭.শ্রী জয়ন্ত দেব ৩৮.শ্রীমতি শান্তা চৌধুরী ৩৯.শ্রী বিকাশ দেবনাথ ৪০.শ্রীমতি অর্পণা রানী নাথ ৪১.শ্রীমতি লাভলী দাস ৪২.শ্রী ভানু দাস ৪৩.শ্রী রুমা রানী দাশ ৪৪.শ্রীমতি শক্তি মজুমদার ৪৫.শ্রীমতি প্রাপ্তি ভৌমিক ৪৬.শ্রী অভি সেন ৪৭.শ্রী অমিত সেন ৪৮.শ্রী মনীষ ভট্টাচার্য্য ৪৯.শ্রীমতি মাধুরী চক্রবর্তী ৫০.শ্রীমতি মৌমিতা পাল ৫১.শ্রী অংকুর দেব মুগ্ধ ৫২.শ্রীমতি দিপালী চক্রবর্তী ৫৩.শ্রী চন্দন তরফদার ৫৪.শ্রী মিঠুন রায় ৫৫.শ্রী সঞ্জয় সুত্রধর ৫৬.শ্রীমতি শিখা কুন্ডু ৫৭.শ্রীমতি সবিতা বৈদ্য ৫৮.শ্রীমতি রিনা রায় ৫৯.শ্রী বকুল পাল ৬০.শ্রী নির্মল কান্তি বিশ্বাস ৬১.শ্রী নিপুল বিশ্বাস ৬২.শ্রীমতি মিনতি চৌধুরী ৬৩.শ্রীমতি অদিতি দেব মৌমি ৬৪.শ্রী রনবিজিত দাশ রাজু ৬৫.শ্রীমতি পূজা দেব ৬৬.শ্রীমতি সংযুক্তা দিশা ৬৭.শ্রীমতি মেরি ধর ৬৮.শ্রীমতি মিনাক্ষী ধর ৬৯.শ্রীমতি চম্পা দত্ত ৭০.শ্রীমতি শেলী চন্দ ৭১.শ্রীমতি বিজয়া চৌধুরী ৭২.শ্রী পার্থ দেব ৭৩.শ্রীমতি ডলি দেব ৭৪.শ্রীমতি চম্পা ছত্রী ৭৫.শ্রী প্রদ্যোন্ন চন্দ ৭৬.শ্রীমতি প্রীতি চৌধুরী ৭৭.শ্রীমতি শিখা ধর ৭৮.শ্রীমতি তাপসী মজুমদার ৭৯.শ্রী বিজন দেবনাথ ৮০.শ্রীমতি অনিমা দেবনাথ ৮১.শ্রীমতি সঞ্চিতা দাশ ৮২.শ্রী অপু পাল ৮৩.শ্রীমতি ঝর্ণা রায় ৮৪.শ্রীমতি গোপা পাল ৮৫.শ্রীমতি হেপি দেব ৮৬.শ্রী শিমূল দেব রায় ৮৭.শ্রীমতি শোভনা রাউত ৮৮.শ্রীমতি ঝর্ণা নাথ ৮৯.শ্রীমতি জ্যোৎস্না গুপ্ত ৯০.শ্রীমতি তৃষ্ণা সরকার ৯১.শ্রীমতি ঝর্ণা দাশ ৯২.শ্রীমতি আভা চৌধুরী ৯৩.শ্রীমতি আরতী চৌধুরী ৯৪.শ্রী যুগল সূত্রধর ৯৫.শ্রী অজিত ধর ৯৬.শ্রীমতি নুপুর ধর ৯৭.শ্রীমতি রুবি ধর ৯৮.শ্রী প্রসেনজিৎ দে ৯৯.শ্রী বিজয় দত্ত ১০০.শ্রী অসীম দাশ ১০১.শ্রীমতি পলি গোপ ১০২.শ্রীমতি চম্পা সেন ১০৩.শ্রীমতি শতাব্দী সেন ১০৪.শ্রীমতি পুষ্পিতা পাল ১০৫.শ্রীমতি পিউ সেন ১০৬ শ্রীমতি শর্মিলা দেব শর্মী ১০৭শ্রীমতি মৌটুসী দাম ১০৮ শ্রীমতি নিপা রানী দেব।