১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
মর্মান্তিক

নিহত জাহাঙ্গীর আলী সাজু কি কার রেসের স্বীকার? দুর্ঘটনায় দুই বাঙালি যুবক অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে গত সপ্তাহান্তে কার রেসিং এর সময়ে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হওয়ার দুর্ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে ওয়ারেন পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, তায়াসুকা আয়মান (২০) ও গোলাম চৌধুরীকে(২২) গত বুধবার, ২৮ ফেব্রুয়ারি ওয়ারেনের ৩৭তম জেলা আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালনার কারণে মৃত্যুর জন্য ১৫ বছরের সাজা, বেপরোয়া গাড়ি চালনার কারণে গুরুতর আহত হওয়ার জন্য ৫ বছরের সাজার জন্য অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। তায়াসুকা আয়মান ও গোলাম চৌধুরী দুজনেরই প্রত্যেকের ৫০ হাজার ডলার বন্ড নির্ধারণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুজনের কারো বিরুদ্ধে কোন অপরাধমূলক ইতিহাস নেই তবে আয়মানের বিরুদ্ধে কয়েকটি ট্র্যাফিক ভায়লেশান ও ক্র্যাশের রেকর্ড রয়েছে। বিবাদীরা বন্ড পোস্ট করলে তাদের একটি জিপিএস টিথার পরতে হবে এবং তাদের পাসপোর্ট জমা দিতে হবে। বিচারক তাদের পরবর্তী আদালতের শুনানির জন্য ১৪ মার্চ তারিখ নির্ধারণ করেছেন বলে খবর প্রকাশ করেছে দ্যা ডেট্রয়েট নিউজ।

পুলিশ সূত্রে জানা গেছে,ওয়ারেন সিটির টেন মাইল ও রায়ান রোড এলাকায়  গত ২৫ ফেব্রুয়ারি রোববার বিকেলে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলী সাজু(৫৩) নামের এক ব্যক্তি নিহত ও অন্য দুইজন মারাত্মক আহত হন। পুলিশ অভিযোগ করে যে আয়মান একটি কালো হোন্ডা অ্যাকর্ড চালাচ্ছিলেন এবং চৌধুরী ১০ মাইলের কাছে উত্তরগামী রায়ান রোডে একটি ধূসর টয়োটা ক্যামরি চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে যে দুটি গাড়ি দ্রুত গতিতে ছিল, বেপরোয়াভাবে চালাচ্ছিল এবং সম্ভবত রেস করছিল।

দুটি গাড়ি টেন মাইলের কাছে আসার সময় আরেকটি হোন্ডা অ্যাকর্ড রায়ান রোডে তিনজন লোকসহ টিম হর্টনের পার্কিং লটে বাম দিকে মোড় নেয়ার সময় আয়মানের গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলী সাজু(৫৩) নামের এক ব্যক্তি মারা যান এবং অন্য দুজন আহত হন। এরা দুজন হচ্ছেন গাড়ি দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর আলী সাজুর ছেলে ও মেয়ে। নিহত জাহাঙ্গীর আলী সাজুর মেয়ে সানজিদা জাহাঙ্গীর মমো গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

ওয়ারেন সিটি নিবাসী প্রয়াত জাহাঙ্গীর আলী সাজু ছিলেন খুব মিশুক স্বভাবের মানুষ। তার অকাল মৃত্যুতে ওয়ারেন, ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক শহরের প্রবাসী বাঙালি কমিউনিটিতে  শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন সিলেটের একজন সফল ব্যবসায়ী। তার নামাজে জানাজা গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ যোহর ডেট্রয়েট শহরের নূর মসজিদ এ অনুষ্ঠিত হয়েছে।

গত কয়েকদিন যাবৎ কার রেস এবং এ অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে ডেট্রয়েটের মূলধারার সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সংবাদ পরিবেশিত হচ্ছে।

 

Tag :
About Author Information

মিশিগানে মা দিবস উদযাপিত

মর্মান্তিক

নিহত জাহাঙ্গীর আলী সাজু কি কার রেসের স্বীকার? দুর্ঘটনায় দুই বাঙালি যুবক অভিযুক্ত

আপডেট টাইম : ১০:৫১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে গত সপ্তাহান্তে কার রেসিং এর সময়ে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হওয়ার দুর্ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে ওয়ারেন পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, তায়াসুকা আয়মান (২০) ও গোলাম চৌধুরীকে(২২) গত বুধবার, ২৮ ফেব্রুয়ারি ওয়ারেনের ৩৭তম জেলা আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালনার কারণে মৃত্যুর জন্য ১৫ বছরের সাজা, বেপরোয়া গাড়ি চালনার কারণে গুরুতর আহত হওয়ার জন্য ৫ বছরের সাজার জন্য অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। তায়াসুকা আয়মান ও গোলাম চৌধুরী দুজনেরই প্রত্যেকের ৫০ হাজার ডলার বন্ড নির্ধারণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুজনের কারো বিরুদ্ধে কোন অপরাধমূলক ইতিহাস নেই তবে আয়মানের বিরুদ্ধে কয়েকটি ট্র্যাফিক ভায়লেশান ও ক্র্যাশের রেকর্ড রয়েছে। বিবাদীরা বন্ড পোস্ট করলে তাদের একটি জিপিএস টিথার পরতে হবে এবং তাদের পাসপোর্ট জমা দিতে হবে। বিচারক তাদের পরবর্তী আদালতের শুনানির জন্য ১৪ মার্চ তারিখ নির্ধারণ করেছেন বলে খবর প্রকাশ করেছে দ্যা ডেট্রয়েট নিউজ।

পুলিশ সূত্রে জানা গেছে,ওয়ারেন সিটির টেন মাইল ও রায়ান রোড এলাকায়  গত ২৫ ফেব্রুয়ারি রোববার বিকেলে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলী সাজু(৫৩) নামের এক ব্যক্তি নিহত ও অন্য দুইজন মারাত্মক আহত হন। পুলিশ অভিযোগ করে যে আয়মান একটি কালো হোন্ডা অ্যাকর্ড চালাচ্ছিলেন এবং চৌধুরী ১০ মাইলের কাছে উত্তরগামী রায়ান রোডে একটি ধূসর টয়োটা ক্যামরি চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে যে দুটি গাড়ি দ্রুত গতিতে ছিল, বেপরোয়াভাবে চালাচ্ছিল এবং সম্ভবত রেস করছিল।

দুটি গাড়ি টেন মাইলের কাছে আসার সময় আরেকটি হোন্ডা অ্যাকর্ড রায়ান রোডে তিনজন লোকসহ টিম হর্টনের পার্কিং লটে বাম দিকে মোড় নেয়ার সময় আয়মানের গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলী সাজু(৫৩) নামের এক ব্যক্তি মারা যান এবং অন্য দুজন আহত হন। এরা দুজন হচ্ছেন গাড়ি দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর আলী সাজুর ছেলে ও মেয়ে। নিহত জাহাঙ্গীর আলী সাজুর মেয়ে সানজিদা জাহাঙ্গীর মমো গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

ওয়ারেন সিটি নিবাসী প্রয়াত জাহাঙ্গীর আলী সাজু ছিলেন খুব মিশুক স্বভাবের মানুষ। তার অকাল মৃত্যুতে ওয়ারেন, ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক শহরের প্রবাসী বাঙালি কমিউনিটিতে  শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন সিলেটের একজন সফল ব্যবসায়ী। তার নামাজে জানাজা গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ যোহর ডেট্রয়েট শহরের নূর মসজিদ এ অনুষ্ঠিত হয়েছে।

গত কয়েকদিন যাবৎ কার রেস এবং এ অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে ডেট্রয়েটের মূলধারার সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সংবাদ পরিবেশিত হচ্ছে।