০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
স্বপ্ন পূরণের পথে

মিশিগানে ১.৬ মিলিয়ন ডলার ব্যয়ে  নতুন দুর্গা মন্দিরের কাজ শুরু

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে ১.৬ ( এক দশমিক ছয়) মিলিয়ন ডলার ব্যয়ে দুর্গা টেম্পলের নতুন মন্দিরের কাজ শুরু হয়েছে। জানা গেছে, কয়েক মাস আগে  মন্দিরের প্রাথমিক কাজ শুরু হয়েছে এবং আগামী রোববার ১৫ অক্টোবর মন্দিরের কাজ দৃশ্যমান হবে। আড়ম্বরপূর্ণ এক অনুষ্টানের মাধ্যমে মন্দিরের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ। তিনি জানান, বর্তমান মন্দিরটিতে স্থান সংকুলান হয় না, বিশেষ করে বড় বড় ইভেন্টগুলোতে মন্দিরের ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় থাকে, সামারে মানুষজন মন্দিরের ভিতরে ও বাইরে থাকায় সমস্যা হয় না কিন্তু শীতে বিরাট সমস্যা দেখা দেয়। তাই একটি নতুন বিল্ডিং

মন্দিরের নকশা ছবি : পার্থ দেব

করা জরুরি হয়ে পড়েছে। একটি নতুন মন্দির ভক্তদের দীর্ঘ দিনের স্বপ্ন। আমরা সেই স্বপ্ন পূরণের দিকে ‌এগিয়ে যাচ্ছি। তিনি আরো জানান, প্রকল্পের ফেজ ১ (সাইট সার্ভে, আর্কিস্ট্রাকচারাল ডিজাইন ) এর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।  গত মাসে ডেট্রয়েট জোনিং বিভাগ থেকে সাইট প্ল্যান অনুমোদিত হয়েছে। ফেজ ২ (পরিবেশগত সাইট মূল্যায়ন করা, লোড বহন করার ক্ষমতা, মাটি পরিক্ষা) এর কাজ শুরু হয়েছে। দুর্গা মন্দিরে গত ১ অক্টোবর বিকেলে ‘ডিএমসি কন্সট্রাকশান ইনক’ এর প্রেসিডেন্ট মনিষ (মাইক) চৌধুরী  

মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ

নির্মিতব্য বিল্ডিং সম্পর্কে উপস্থিত সবাইকে বিস্তারিত জানান এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, “এখন কাজ শুরু করে কিছুটা এগিয়ে রাখা যাবে এবং মার্চ এপ্রিল নাগাদ মূল কাজ ধরা যাবে।” মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ মন্দিরের ভক্তদেরে সমর্থন ও আর্থিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। দুর্গা টেম্পল বৃহত্তর ডেট্রয়েট এলাকায় একমাত্র সর্বজনীন মন্দির, মন্দিরটি গত ১৭ বছর যাবত বাংলা, বাঙালি সংস্কৃতি, সনাতন ধর্মের ঐতিহ্য রক্ষা করে চলেছে, দিক নির্দেশনা দিচ্ছে নতুন প্রজন্মকে।

Tag :
About Author Information

মিশিগানে মা দিবস উদযাপিত

স্বপ্ন পূরণের পথে

মিশিগানে ১.৬ মিলিয়ন ডলার ব্যয়ে  নতুন দুর্গা মন্দিরের কাজ শুরু

আপডেট টাইম : ১০:৩৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে ১.৬ ( এক দশমিক ছয়) মিলিয়ন ডলার ব্যয়ে দুর্গা টেম্পলের নতুন মন্দিরের কাজ শুরু হয়েছে। জানা গেছে, কয়েক মাস আগে  মন্দিরের প্রাথমিক কাজ শুরু হয়েছে এবং আগামী রোববার ১৫ অক্টোবর মন্দিরের কাজ দৃশ্যমান হবে। আড়ম্বরপূর্ণ এক অনুষ্টানের মাধ্যমে মন্দিরের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ। তিনি জানান, বর্তমান মন্দিরটিতে স্থান সংকুলান হয় না, বিশেষ করে বড় বড় ইভেন্টগুলোতে মন্দিরের ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় থাকে, সামারে মানুষজন মন্দিরের ভিতরে ও বাইরে থাকায় সমস্যা হয় না কিন্তু শীতে বিরাট সমস্যা দেখা দেয়। তাই একটি নতুন বিল্ডিং

মন্দিরের নকশা ছবি : পার্থ দেব

করা জরুরি হয়ে পড়েছে। একটি নতুন মন্দির ভক্তদের দীর্ঘ দিনের স্বপ্ন। আমরা সেই স্বপ্ন পূরণের দিকে ‌এগিয়ে যাচ্ছি। তিনি আরো জানান, প্রকল্পের ফেজ ১ (সাইট সার্ভে, আর্কিস্ট্রাকচারাল ডিজাইন ) এর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।  গত মাসে ডেট্রয়েট জোনিং বিভাগ থেকে সাইট প্ল্যান অনুমোদিত হয়েছে। ফেজ ২ (পরিবেশগত সাইট মূল্যায়ন করা, লোড বহন করার ক্ষমতা, মাটি পরিক্ষা) এর কাজ শুরু হয়েছে। দুর্গা মন্দিরে গত ১ অক্টোবর বিকেলে ‘ডিএমসি কন্সট্রাকশান ইনক’ এর প্রেসিডেন্ট মনিষ (মাইক) চৌধুরী  

মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ

নির্মিতব্য বিল্ডিং সম্পর্কে উপস্থিত সবাইকে বিস্তারিত জানান এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, “এখন কাজ শুরু করে কিছুটা এগিয়ে রাখা যাবে এবং মার্চ এপ্রিল নাগাদ মূল কাজ ধরা যাবে।” মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ মন্দিরের ভক্তদেরে সমর্থন ও আর্থিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। দুর্গা টেম্পল বৃহত্তর ডেট্রয়েট এলাকায় একমাত্র সর্বজনীন মন্দির, মন্দিরটি গত ১৭ বছর যাবত বাংলা, বাঙালি সংস্কৃতি, সনাতন ধর্মের ঐতিহ্য রক্ষা করে চলেছে, দিক নির্দেশনা দিচ্ছে নতুন প্রজন্মকে।