মিশিগানের ডেট্রয়েটে দুই দলের মধ্যে সংঘর্ষের জেরে গুলিতে এক বাংলাদেশি বংশোদ্ভোত ব্যক্তির মৃত্যু ও তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ডেট্রয়েট পুলিশ ও স্থানীয় সংবাদপত্র মাধ্যমে জানা গেছে, গত রোববার ২৫ মে রাত প্রায় সাড়ে দশটার দিকে ডেট্রয়েট শহরের ইষ্ট সাউডের জেইন পার্কের কাছে এ ঘটনা ঘটে। গুলিতে নিহত ব্যক্তির নাম আব্দুল আহাদ বলে জানা গেছে। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, আহত তিনজনের মধ্যে একজন গুলিবিদ্ধ, একজন ছুরিকাহত ও অন্যজন গাড়ীর ধাক্কায় আহত হয়েছেন। কি কারণে এ ঘটনা ঘটেছে তা বলতে পারেনি ডেট্রয়েট পুলিশ তবে ডেট্রয়েট পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দায়ী ব্যক্তিদের কোন খোঁজ পাওয়া গেলে সাথে সাথে পুলিশকে জানানোর অনুরোধ করেছে। এ ঘটনায় বৃহত্তর ডেট্রয়েটের বাঙালি কমুউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সর্বত্রই এ ঘটনা নিয়ে আলোচনা চলছে। মাসজিদউন নূর মসজিদে ২৬ মে সোমবার আব্দুল আহাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন। নিহত আব্দুল আহাদের গ্রামের বাড়ী সুনামগঞ্জ বলে জানা গেছে। আব্দুল আহাদের দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
স্থানীয় সংবাদ
মিশিগানে গুলিতে এক বাংলাদেশি নিহত, আহত ৩
-
মিশিগান দর্পণ ডেস্ক
- আপডেট টাইম : ১০:৩৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- 104
Tag :
জনপ্রিয় সংবাদ