০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
সংস্কৃতি

মিশিগানের ডেট্রয়েটে অনুষ্ঠিত হয়ে গেল রাগপ্রধান সংগীতানুষ্ঠান

  • আহমেদ শফিক
  • আপডেট টাইম : ০৯:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • 100

মিশিগানের ডেট্রয়েটে ‘Music fills the infinite between two souls’ শিরোনামে এক রাগপ্রধান সংগীতানুষ্ঠান।

জানা গেছে মিশিগানের বাংলা স্কুল অব মিউজিক এর উদ্যোগে গত রোববার ১৫ জুন বিকেলে ডেট্রয়েট মরান ষ্ট্রীটের প্লে হাউস অডিটোরিয়ামে এ রাগপ্রধান সংগীতানুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রথমে বাংলা স্কুল অব মিশিগানের প্রতিষ্ঠাতা সভাপতি আকরাম হোসেন আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলা স্কুলের শিক্ষার্থীরা একাধিক সঙ্গীত পরিবেশন করেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলা স্কুল অব মিশিগানের সেক্রেটারী ড.নাজমুল আনোয়ার। আনন্দ সেন অনুষ্ঠানে আগত শিল্পীদের পরিচয় করিয়ে দেন। ক্ল্যাসিকেল শিল্পী  এশা বন্দোপাধ্যায় বেশ কয়েকটি রাগপ্রধান গান পরিবেশনা করেন। ক্ল্যাসিকেল সেতার বাদক পন্ডিত পার্থ বোস তাঁর রাগাশ্রয়ী সেতার বাজনা পরিবেশ করেন। তাঁকে তবলায় সাহায্য  করেন অমিত চ্যাটার্জী। অনুষ্ঠানটির উপস্হাপনায় ছিলেন সামিরা আলম।

উল্লেখ্য মিশিগানে বাংলা সংগীত চর্চায় ১৯৯৬ সাল থেকে বাংলা স্কুল অব মিশিগান অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে, আর এর নেপথ্য রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আকরাম হোসেন।

 

 

Tag :
About Author Information

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

সংস্কৃতি

মিশিগানের ডেট্রয়েটে অনুষ্ঠিত হয়ে গেল রাগপ্রধান সংগীতানুষ্ঠান

আপডেট টাইম : ০৯:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

মিশিগানের ডেট্রয়েটে ‘Music fills the infinite between two souls’ শিরোনামে এক রাগপ্রধান সংগীতানুষ্ঠান।

জানা গেছে মিশিগানের বাংলা স্কুল অব মিউজিক এর উদ্যোগে গত রোববার ১৫ জুন বিকেলে ডেট্রয়েট মরান ষ্ট্রীটের প্লে হাউস অডিটোরিয়ামে এ রাগপ্রধান সংগীতানুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রথমে বাংলা স্কুল অব মিশিগানের প্রতিষ্ঠাতা সভাপতি আকরাম হোসেন আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলা স্কুলের শিক্ষার্থীরা একাধিক সঙ্গীত পরিবেশন করেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলা স্কুল অব মিশিগানের সেক্রেটারী ড.নাজমুল আনোয়ার। আনন্দ সেন অনুষ্ঠানে আগত শিল্পীদের পরিচয় করিয়ে দেন। ক্ল্যাসিকেল শিল্পী  এশা বন্দোপাধ্যায় বেশ কয়েকটি রাগপ্রধান গান পরিবেশনা করেন। ক্ল্যাসিকেল সেতার বাদক পন্ডিত পার্থ বোস তাঁর রাগাশ্রয়ী সেতার বাজনা পরিবেশ করেন। তাঁকে তবলায় সাহায্য  করেন অমিত চ্যাটার্জী। অনুষ্ঠানটির উপস্হাপনায় ছিলেন সামিরা আলম।

উল্লেখ্য মিশিগানে বাংলা সংগীত চর্চায় ১৯৯৬ সাল থেকে বাংলা স্কুল অব মিশিগান অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে, আর এর নেপথ্য রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আকরাম হোসেন।