০১:১৫ অপরাহ্ন, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
উৎসব

ডেট্রয়েট মাতিয়ে গেলেন শুচিস্মিতা চক্রবর্তী ও সৌরভ দাশ

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলে প্রতিবারের মতো এবারো দুর্গা পূজা উদযাপিত হয়েছে গত ১৯ অক্টোবর শনিবার। মন্দিরে  তিথি মতো পূজা হয়েছে ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত। তিথি মতো পূজা  হয় সপ্তাহের কর্ম দিবসে তাই অনেকে এ পূজায় অংশ নিতে না পারায় আবার ১৯ অক্টোবর শনিবার পূজা উদযাপন করা হয়েছে। এতে ছিল পূজা, প্রসাদ বিতরণ,আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টানাদি। পূজা করেন মন্দিরের প্রধান পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী এছাড়াও দুর্গা পূজার দিনগুলোতে তাকে সাহায্য করেন নিহার রঞ্জন চক্রবর্তী, আশীষ চক্রবর্তী ও প্রদীপ চক্রবর্তী। মন্দিরের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ চৌধুরীর তত্ত্বাবধানে বিকেল ৫টা থেকে রাত অবধি ছিল সাংস্কৃতি অনুষ্ঠান। প্রথমেই ছিল কবিতা আবৃতি এতে অংশ গ্রহণ করেন প্রতিভা চৌধুরী, হারান কান্তি সেন, দেবাশীষ দাশ, নারায়ন গুপ্ত, সুবিমল সেনাপতি, শর্মিলা দেব ও পূজা দেব, অনুষ্ঠানটি সঞ্চালন করেন সঞ্জয় দেব, কবিতা আবৃতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পার্থ দেব, অনুষ্ঠানে কয়েকজনকে সন্মাননা

জানানো হয়। স্থানীয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন  বিজয়া চৌধুরী, অনামিকা দাশ, অদিতি দেব, অতশী চৌধুরী,  নিনতু তরফদার, অংকুর দেবসহ আরো অনেকে। নৃত্য পরিবেশন করেন বৈশালী দেব, উর্মিলা সুত্রধর, তনুশ্রী সুত্রধর, পিহু দেব, অনন্যা ছন্দা, মৌমিতা রায়, রিয়া রায়, অর্পিতা পুরকায়স্থ, রাই দাশ, অর্চিতা ছত্রী, অমি দাশ, তনিমা বিশ্বাস, অভয় ধর, রিসান পাল, তান সেন, নীল সেন, প্রত্যুষ ধর, রণেশ ধর, অষ্মি সু্ত্রধর  নিহি সুত্রধরসহ আরো অনেকে। শ্রুতি নাটক পরিবেশন করেন ডলি দেব ও পার্থ দেব। মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর মন্দিরের বিভিন্ন কর্মকান্ডের বর্ণনা  দেন, নির্মাণাধীন নতুন মন্দিরের অগ্রগতির বিস্তারিত ভক্তদের জানান, সপ্তাহব্যাপী পূজায় যে সব নারী ভক্তরা মন্দিরে মায়ের

পূজায় সাহায্য, সহযোগিতা করেছেন তাদেরে ধন্যবাদ জানান। মন্দিরের পাবলিকেশান ও মিডিয়া ডাইরেক্টর পার্থ সারথী দেব পূজার সবকটি দিন যারা মায়ের ভোগের রান্না করেছেন বিশেষ করে মহেশ সুত্রধর, সুভাষ দাশ, চাম্পা দেবসহ যারা এই কাজে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সবশেষে ছিল কলকাতা থেকে আগত অতিথি শিল্পী সুপার সিঙ্গার ৩ চ্যাম্পিয়ান শুচিস্মিতা চক্রবর্তী ও সারেগামাপা’র বিজয়ী সৌরভ দাশের সঙ্গীত সন্ধ্যা, তাদের সাথে ছিলেন কলকাতার প্রখ্যাত মিউজিশিয়ান পার্থ চক্রবর্তী। তারা প্রথমে বাংলা জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন পরে দর্শক শ্রোতাদের অনুরোধে হিন্দী গান গেয়ে সবাইকে মুগ্ধ করে ডেট্রয়েটের দর্শকদের মাতিয়ে গেলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শ্রাবণী দাশ ও টিনা গোস্বামী। । সবার অংশ গ্রহণে সুন্দর ভাবে এবারের পূজা উদযাপন করায় সকলকে ধন্যবাদ ও বিজয়ার শুভেচ্ছা জানান মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ ও ভাইস প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর।

Tag :
About Author Information

ইরানে পোশাক বিধির প্রতিবাদে অন্তর্বাস পরে রাস্তায়

উৎসব

ডেট্রয়েট মাতিয়ে গেলেন শুচিস্মিতা চক্রবর্তী ও সৌরভ দাশ

আপডেট টাইম : ১০:৪৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলে প্রতিবারের মতো এবারো দুর্গা পূজা উদযাপিত হয়েছে গত ১৯ অক্টোবর শনিবার। মন্দিরে  তিথি মতো পূজা হয়েছে ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত। তিথি মতো পূজা  হয় সপ্তাহের কর্ম দিবসে তাই অনেকে এ পূজায় অংশ নিতে না পারায় আবার ১৯ অক্টোবর শনিবার পূজা উদযাপন করা হয়েছে। এতে ছিল পূজা, প্রসাদ বিতরণ,আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টানাদি। পূজা করেন মন্দিরের প্রধান পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী এছাড়াও দুর্গা পূজার দিনগুলোতে তাকে সাহায্য করেন নিহার রঞ্জন চক্রবর্তী, আশীষ চক্রবর্তী ও প্রদীপ চক্রবর্তী। মন্দিরের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ চৌধুরীর তত্ত্বাবধানে বিকেল ৫টা থেকে রাত অবধি ছিল সাংস্কৃতি অনুষ্ঠান। প্রথমেই ছিল কবিতা আবৃতি এতে অংশ গ্রহণ করেন প্রতিভা চৌধুরী, হারান কান্তি সেন, দেবাশীষ দাশ, নারায়ন গুপ্ত, সুবিমল সেনাপতি, শর্মিলা দেব ও পূজা দেব, অনুষ্ঠানটি সঞ্চালন করেন সঞ্জয় দেব, কবিতা আবৃতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পার্থ দেব, অনুষ্ঠানে কয়েকজনকে সন্মাননা

জানানো হয়। স্থানীয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন  বিজয়া চৌধুরী, অনামিকা দাশ, অদিতি দেব, অতশী চৌধুরী,  নিনতু তরফদার, অংকুর দেবসহ আরো অনেকে। নৃত্য পরিবেশন করেন বৈশালী দেব, উর্মিলা সুত্রধর, তনুশ্রী সুত্রধর, পিহু দেব, অনন্যা ছন্দা, মৌমিতা রায়, রিয়া রায়, অর্পিতা পুরকায়স্থ, রাই দাশ, অর্চিতা ছত্রী, অমি দাশ, তনিমা বিশ্বাস, অভয় ধর, রিসান পাল, তান সেন, নীল সেন, প্রত্যুষ ধর, রণেশ ধর, অষ্মি সু্ত্রধর  নিহি সুত্রধরসহ আরো অনেকে। শ্রুতি নাটক পরিবেশন করেন ডলি দেব ও পার্থ দেব। মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর মন্দিরের বিভিন্ন কর্মকান্ডের বর্ণনা  দেন, নির্মাণাধীন নতুন মন্দিরের অগ্রগতির বিস্তারিত ভক্তদের জানান, সপ্তাহব্যাপী পূজায় যে সব নারী ভক্তরা মন্দিরে মায়ের

পূজায় সাহায্য, সহযোগিতা করেছেন তাদেরে ধন্যবাদ জানান। মন্দিরের পাবলিকেশান ও মিডিয়া ডাইরেক্টর পার্থ সারথী দেব পূজার সবকটি দিন যারা মায়ের ভোগের রান্না করেছেন বিশেষ করে মহেশ সুত্রধর, সুভাষ দাশ, চাম্পা দেবসহ যারা এই কাজে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সবশেষে ছিল কলকাতা থেকে আগত অতিথি শিল্পী সুপার সিঙ্গার ৩ চ্যাম্পিয়ান শুচিস্মিতা চক্রবর্তী ও সারেগামাপা’র বিজয়ী সৌরভ দাশের সঙ্গীত সন্ধ্যা, তাদের সাথে ছিলেন কলকাতার প্রখ্যাত মিউজিশিয়ান পার্থ চক্রবর্তী। তারা প্রথমে বাংলা জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন পরে দর্শক শ্রোতাদের অনুরোধে হিন্দী গান গেয়ে সবাইকে মুগ্ধ করে ডেট্রয়েটের দর্শকদের মাতিয়ে গেলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শ্রাবণী দাশ ও টিনা গোস্বামী। । সবার অংশ গ্রহণে সুন্দর ভাবে এবারের পূজা উদযাপন করায় সকলকে ধন্যবাদ ও বিজয়ার শুভেচ্ছা জানান মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ ও ভাইস প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর।