০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
প্রতিবাদ

ইরানে পোশাক বিধির প্রতিবাদে অন্তর্বাস পরে রাস্তায়

ইরানের কড়া পোশাক বিধির প্রতিবাদে অন্তর্বাস পরে রাস্তায় নেমেছিলেন এক তরুণী। অ্যামনেস্টি শনিবার বলেছে যে তরুণী তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে পোষাক কোডের “অপমানজনক প্রয়োগের” প্রতিবাদ করার পরে গ্রেফতারের

ছবি : সংগৃহিত

পর উধাও তরুণী, বিশ্ব জুড়ে উদ্বেগ। বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শনিবার তুলে নিয়ে যাওয়া হয়েছিল তরুণীকে। পরে জানা যায়, তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তরুণীকে কোথায় রাখা হয়েছে, কী অবস্থায় রয়েছেন, তাঁর নাম পরিচয় এখনও কিছুই  জানা যায়নি। এএফপি, সিএনএন সূত্রের খবর।

 

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মিশিগানে দুর্গা টেম্পলের বিজয়া পূনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবাদ

ইরানে পোশাক বিধির প্রতিবাদে অন্তর্বাস পরে রাস্তায়

আপডেট টাইম : ১২:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

ইরানের কড়া পোশাক বিধির প্রতিবাদে অন্তর্বাস পরে রাস্তায় নেমেছিলেন এক তরুণী। অ্যামনেস্টি শনিবার বলেছে যে তরুণী তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে পোষাক কোডের “অপমানজনক প্রয়োগের” প্রতিবাদ করার পরে গ্রেফতারের

ছবি : সংগৃহিত

পর উধাও তরুণী, বিশ্ব জুড়ে উদ্বেগ। বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শনিবার তুলে নিয়ে যাওয়া হয়েছিল তরুণীকে। পরে জানা যায়, তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তরুণীকে কোথায় রাখা হয়েছে, কী অবস্থায় রয়েছেন, তাঁর নাম পরিচয় এখনও কিছুই  জানা যায়নি। এএফপি, সিএনএন সূত্রের খবর।