০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
স্থানীয় সংবাদ

হ্যামট্রাম্যাকে এক বাঙালিকে হত্যার উদ্দেশ্যে হামলা, গুলি, সশস্ত্র ডাকাতি, গ্রেফতার এক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরের এক বাঙালিকে হত্যার উদ্দেশ্যে হামলা, গুলি, সশস্ত্র  ডাকাতি করার অভিযোগে হ্যামট্রাম্যাক পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সুত্রে জানা গেছে গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে আটটার পরে এডিউন স্ট্রীটের ৩৮০০ ব্লকে  সশস্ত্র এক যুবক, বাঙালি ঐ ব্যক্তিকে পথ রোধ করে এবং গান ধরে মানি দিতে বলে, মানি দিতে অস্বীকার করলে সে পায়ে গুলি করে। ভাগ্যক্রমে গুলি পায়ে লাগেনি। এরপর তিনি দৌড় দিয়ে সেখান থেকে পালাতে চাইলে আবারো গুলি করে, তবে গুলি তার শরীরে লাগেনি। বাঙালি ঐ ব্যক্তি চিৎকার দিয়ে দৌড়াতে থাকেন, পিছু পিছু সশস্ত্র ব্যক্তিও দৌড়াতে থাকে এবং মানি ব্যাগ দেয়ার জন্য বলতে থাকে। এক পর্যায়ে তিনি দৌড়ে একটি বাসার বারান্দায় ওঠেন। সশস্ত্র ব্যক্তি তার মানিব্যাগ নিয়ে চলে যায়। এ ঘটনার খবর ও সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসী আতংকিত হয়ে পড়েন। পরদিন ২৯ ডিসেম্বর হ্যামট্রাম্যাক শহরের মেয়র যোগাযোগ মাধ্যমে জানান, তিনি এ বিষয়ে অবগত আছেন এবং হ্যামট্রাম্যাক পুলিশ এ ব্যাপারে কাজ করছে এবং দ্রুত অপরাধীকে ধরতে চেষ্টা করছে। হ্যামট্রাম্যাক পুলিশ জানিয়েছে, ওয়েন কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় কর্তৃক আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর গত মঙ্গলবার ১৩ জানুয়ারী  ৩২ বছর বয়সী ইস্টপয়েন্টের এক বাসিন্দাকে হত্যার উদ্দেশ্যে হামলা, সশস্ত্র ডাকাতি এবং সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে। ডেপুটি চিফ মাইলেস্কি এই মামলায় কঠোর পরিশ্রমের জন্য হ্যামট্রাম্যাক পুলিশ বিভাগের পুরুষ ও মহিলা সদস্যদের ধন্যবাদ জানান, বিশেষ করে গোয়েন্দা ব্যুরোর সদস্যদের। সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তার করার ক্ষেত্রে তাঁদের নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি জানান।

Tag :
About Author Information

হ্যামট্রাম্যাকে এক বাঙালিকে হত্যার উদ্দেশ্যে হামলা, গুলি, সশস্ত্র ডাকাতি, গ্রেফতার এক

স্থানীয় সংবাদ

হ্যামট্রাম্যাকে এক বাঙালিকে হত্যার উদ্দেশ্যে হামলা, গুলি, সশস্ত্র ডাকাতি, গ্রেফতার এক

আপডেট টাইম : ১২:২৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরের এক বাঙালিকে হত্যার উদ্দেশ্যে হামলা, গুলি, সশস্ত্র  ডাকাতি করার অভিযোগে হ্যামট্রাম্যাক পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সুত্রে জানা গেছে গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে আটটার পরে এডিউন স্ট্রীটের ৩৮০০ ব্লকে  সশস্ত্র এক যুবক, বাঙালি ঐ ব্যক্তিকে পথ রোধ করে এবং গান ধরে মানি দিতে বলে, মানি দিতে অস্বীকার করলে সে পায়ে গুলি করে। ভাগ্যক্রমে গুলি পায়ে লাগেনি। এরপর তিনি দৌড় দিয়ে সেখান থেকে পালাতে চাইলে আবারো গুলি করে, তবে গুলি তার শরীরে লাগেনি। বাঙালি ঐ ব্যক্তি চিৎকার দিয়ে দৌড়াতে থাকেন, পিছু পিছু সশস্ত্র ব্যক্তিও দৌড়াতে থাকে এবং মানি ব্যাগ দেয়ার জন্য বলতে থাকে। এক পর্যায়ে তিনি দৌড়ে একটি বাসার বারান্দায় ওঠেন। সশস্ত্র ব্যক্তি তার মানিব্যাগ নিয়ে চলে যায়। এ ঘটনার খবর ও সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসী আতংকিত হয়ে পড়েন। পরদিন ২৯ ডিসেম্বর হ্যামট্রাম্যাক শহরের মেয়র যোগাযোগ মাধ্যমে জানান, তিনি এ বিষয়ে অবগত আছেন এবং হ্যামট্রাম্যাক পুলিশ এ ব্যাপারে কাজ করছে এবং দ্রুত অপরাধীকে ধরতে চেষ্টা করছে। হ্যামট্রাম্যাক পুলিশ জানিয়েছে, ওয়েন কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় কর্তৃক আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর গত মঙ্গলবার ১৩ জানুয়ারী  ৩২ বছর বয়সী ইস্টপয়েন্টের এক বাসিন্দাকে হত্যার উদ্দেশ্যে হামলা, সশস্ত্র ডাকাতি এবং সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে। ডেপুটি চিফ মাইলেস্কি এই মামলায় কঠোর পরিশ্রমের জন্য হ্যামট্রাম্যাক পুলিশ বিভাগের পুরুষ ও মহিলা সদস্যদের ধন্যবাদ জানান, বিশেষ করে গোয়েন্দা ব্যুরোর সদস্যদের। সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তার করার ক্ষেত্রে তাঁদের নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি জানান।