মিশিগানে সপ্তম শ্রেণীর এক ছাত্রের উপস্থিত বুদ্ধির দরুন বেঁচে গেছে প্রায় ৬০ জন ছাত্রছাত্রীর প্রাণ। ওয়ারেন কনসোলিডেটেড স্কুলের সুপারিটেনডেন্ট রবার্ট ডি লিভারনয়েস গতকাল বৃহস্পতিবার এক সাংবাদিক সন্মেলনে জানান, গত ২৬ এপ্রিল বুধবার মিশিগানের ওয়ারেন সিটির লুইস ই কার্টার মিডল স্কুল ছুটির পর বিকেলে ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলবাসে বাড়ী ফেরার পথে বাসের চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তিনি ফোনে (হোম বেস এলার্ট) বলেন, তার মাথা ঘুরাচ্ছে, পরিবহন বিভাগের কেউ যেন তাকে সাহায্য করে গাড়ীর চালকের দায়িত্ব নেয়, এক পর্যায়ে তিনি চেতনা হারিয়ে ফেলেন। এ কথা শুনার পরপরই বাসে থাকা সপ্তম শ্রেণীর ছাত্র ডিলন রিভস
(১৩) সাথে সাথে চালকের আসনের কাছে যান এবং সাহসিকতার সাথে বাসের স্টেয়ারিং ধরে এবং ব্রেক ধরে গাড়ীটি থামিয়ে প্রায় ৬০ জন ছাত্রছাত্রীর প্রাণ বাঁচায়। এতে কেউ আহত হয়নি বা কোন সম্পত্তির ক্ষতি হয়নি বলে জানান ফায়ার কমিশনার স্কিপ ম্যাকএডামস । বাসটি ছিল ৬৬ জন যাত্রীর ধারণ ক্ষমতা সম্পন্ন এবং এ সময় বাসটি ছাত্রছাত্রীতে পূর্ণ ছিল। ওয়ারেন পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান এবং অন্য একটি বাসে করে ছাত্রছাত্রীদের বাড়ী পৌঁছানোর ব্যবস্থা করেন। ৪০ বছর বয়েসী নারী বাস চালককে সাথে সাথে হাসপাতালে জরুরি বিভাগে পাঠানো হয়।
ডিলনের মা বাবা খুবই আনন্দিত ও গর্বিত তাদের ছেলের এ নায়কোচিত কাজে, তারা তাকে ‘লিটল হিরো’ বলে প্রশংসা করেছেন।
ওয়ারেন কনসোলিডেটেড স্কুলের সুপারিটেনডেন্ট রবার্ট ডি লিভারনয়েস বলেছেন, স্কুল বোর্ড ডিলন রিভসকে আগামী স্কুল বোর্ডের সভায় সন্মানিত করার পরিকল্পনা করেছে।
ওয়ারেন সিটির মেয়র জেমস ফাউটস বলেছেন, ডিলন রিভসকে তার বীরত্বপূর্ণ কাজের জন্য সন্মান জানানো হবে।