০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
রামসুতো। রাম-রাজনীতি!

যিনি রাম, তিনিই মোদী! ভারত-ভোটের নব রামায়ণ

আগামীকাল সোমবার ২২ জানুয়ারি যিনি রামলালার মূর্তিতে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন তিনি তো আসলে নেমেছেন ধর্মের সুচারু মোড়কে দেশ জুড়ে লোকসভা ভোটের আগে নব রামায়ণ রচনা করতে। নইলে যে মন্দির এখনও সম্পূর্ণ হয়নি, কেন তা হুড়োতাড়া করে ভোটের দু’মাস আগে খুলে দেওয়া হচ্ছে?

স্বাধীন ভারতের ইতিহাসে পাঁচটি সবচেয়ে মোড়-ঘোরানো ঘটনার মধ্যে সম্ভবত অন্যতম হতে চলেছে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। যার প্রধান ঋত্বিক মোদী স্বয়ং।

যে অঙ্কে দুইয়ে-দুইয়ে চার হয়। রাজনীতির অঙ্ক তা বলে না। রাজনীতির অঙ্ক বলে, দুইয়ে-দুইয়ে কখনও কখনও তিন হতে পারে। আবার কখনও কখনও পাঁচ।

সেই অঙ্ক কষেই সোমবার ভারত-ভোটের ‘নব রামায়ণ’ লেখা শুরু করবেন নরেন্দ্র দামোদরদাস মোদী। ‘আদিকাণ্ড’ নয়, সে রামায়ণ শুরু হবে ‘অযোধ্যাকাণ্ড’ দিয়ে। সে রামায়ণে কার আঙুলে বাঁধা রামসুতো? সে রামায়ণের যুগন্ধর এবং পুরুষোত্তম কে?

উপরের লেখাগুলো ভারতের প্রতিথযশা ও প্রভাবশালী সাংবাদিক অনিন্দ্য জানা’র। প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

অযোধ্যার রাম মন্দিরে এখন দৃষ্টি সারা ভারতের। ভারতের সকল রাস্তা যেন এক হয়ে মিলিত হয়েছে রাম মন্দিরে। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা পুরো রাম মন্দির এলাকা।

Tag :
About Author Information

রামসুতো। রাম-রাজনীতি!

যিনি রাম, তিনিই মোদী! ভারত-ভোটের নব রামায়ণ

আপডেট টাইম : ০১:০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

আগামীকাল সোমবার ২২ জানুয়ারি যিনি রামলালার মূর্তিতে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন তিনি তো আসলে নেমেছেন ধর্মের সুচারু মোড়কে দেশ জুড়ে লোকসভা ভোটের আগে নব রামায়ণ রচনা করতে। নইলে যে মন্দির এখনও সম্পূর্ণ হয়নি, কেন তা হুড়োতাড়া করে ভোটের দু’মাস আগে খুলে দেওয়া হচ্ছে?

স্বাধীন ভারতের ইতিহাসে পাঁচটি সবচেয়ে মোড়-ঘোরানো ঘটনার মধ্যে সম্ভবত অন্যতম হতে চলেছে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। যার প্রধান ঋত্বিক মোদী স্বয়ং।

যে অঙ্কে দুইয়ে-দুইয়ে চার হয়। রাজনীতির অঙ্ক তা বলে না। রাজনীতির অঙ্ক বলে, দুইয়ে-দুইয়ে কখনও কখনও তিন হতে পারে। আবার কখনও কখনও পাঁচ।

সেই অঙ্ক কষেই সোমবার ভারত-ভোটের ‘নব রামায়ণ’ লেখা শুরু করবেন নরেন্দ্র দামোদরদাস মোদী। ‘আদিকাণ্ড’ নয়, সে রামায়ণ শুরু হবে ‘অযোধ্যাকাণ্ড’ দিয়ে। সে রামায়ণে কার আঙুলে বাঁধা রামসুতো? সে রামায়ণের যুগন্ধর এবং পুরুষোত্তম কে?

উপরের লেখাগুলো ভারতের প্রতিথযশা ও প্রভাবশালী সাংবাদিক অনিন্দ্য জানা’র। প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

অযোধ্যার রাম মন্দিরে এখন দৃষ্টি সারা ভারতের। ভারতের সকল রাস্তা যেন এক হয়ে মিলিত হয়েছে রাম মন্দিরে। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা পুরো রাম মন্দির এলাকা।