যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে প্রতিবারের মতো এবারো তিন দিনব্যাপী (২, ৩ ও ৪ সেপ্টেম্বর) লেবার ডে ফ্যাষ্টিভ্যাল অনুষ্টিত হয়েছে। জানা গেছে এবার মেলার ৪৩তম বর্ষ উদযাপন করা হয়েছে। মেলা অনুষ্টিত হয়েছে শহরের ডাউন টাউনের জোসেফ ক্যাম্পু সড়কে। তিন দিনের এ মেলাতে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন, রাজ্যের বিভিন্ন শহর থেকে এ
ঐতিহ্যবাহী মেলা দেখতে লোকজন এসেছিলেন। শিশু থেকে সিনিয়র সিটেজেন সব মানুষের জন্য ছিল বিনোদনের ব্যবস্থা। মেলায় ছিল কেনাকাটার জন্য রকমারী স্টল, গান, বাজনাসহ খাবারের দোকান। ছিল কার্নিভ্যাল রাইড, রেষ্টলিং প্রতিযোগিতা। ৪ সেপ্টেম্বর ছিল মেলার শেষ দিন এবং আকর্ষণীয় প্যারেড। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে, গেয়ে অংশ গ্রহণ করেন। প্যারেডটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাস্তার দুই পাশে দাড়িয়ে থাকা শতশত মানুষজন তাদেরে হাত নাড়িয়ে অভিনন্দন জানান। এ বছর প্রবাসী বাংলাদেশীদের একাধিক সংগঠন এতে অংশ গ্রহণ করে। দুর্গা টেম্পলের পক্ষ থেকে
একটি দল প্যারেডে অংশ গ্রহণ করেন। তারা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ঢোল, করতাল, হারমোনিয়াম, কাশর বাজিয়ে গান, কীর্তন করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। টেম্পলের পক্ষ থেকে রাস্তার দুইধারে দাড়িয়ে থাকা শিশু কিশোরদেরে ক্যান্ডি বিতরণ করতে দেখা যায়। এছাড়াও প্রবাসী বাংলাদেশীদের একাধিক সংগঠন বাদ্যযন্ত্রসহ বাংলা গান গেয়ে এবং ঐতিহ্যবাহী বাংলাদেশি পোশাক পরে আমেরিকান ও বাংলাদেশি পতাকা হাতে নিয়ে এ প্যারেডে অংশ গ্রহণ করেন। রাস্তার দুই পাশে অন্যান্যদের সাথে প্রবাসী বাঙ্গালিরা হাততালি দিয়ে ও হাত নাড়িয়ে তাদেরে উৎসাহিত করেন ও অভিনন্দন জানান।