০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
লেবার ডে ফ্যাষ্টিভাল

মিশিগানের  হ্যামট্রাম্যাক সিটিতে তিন দিনব্যাপী লেবার ডে ফ্যাষ্টিভাল অনুষ্টিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে প্রতিবারের মতো এবারো তিন দিনব্যাপী (৩, ৪ ও ৫ সেপ্টেম্বর) লেবার ডে ফ্যাষ্টিভ্যাল অনুষ্টিত হয়েছে। জানা গেছে এবার মেলার ৪২তম বর্ষ উদযাপন করা হয়েছে। মেলা অনুষ্টিত হয়েছে শহরের জোসেফ ক্যাম্পু সড়কে। তিন দিনের এ মেলাতে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন, রাজ্যের বিভিন্ন শহর থেকে এ ঐতিহ্যবাহী এ মেলা

হ্যামট্রাম্যাক সিটিতে  লেবার ডে ফ্যাষ্টিভালে দুর্গা টেম্পলের অংশ গ্রহণ ছবি : পার্থ দেব

দেখতে লোকজন এসেছিলেন। শিশু থেকে সিনিয়র সিটেজেন সব মানুষের জন্য ছিল বিনোদনের ব্যবস্থা। মেলায় ছিল কেনাকাটার জন্য রকমারী স্টল, গান, বাজনাসহ খাবারের দোকান। ছিল কার্নিভ্যাল রাইড, রেষ্টলিং প্রতিযোগিতা। ৫ সেপ্টেম্বর ছিল মেলার শেষ দিন এবং আকর্ষণীয় প্যারেড। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে, গেয়ে অংশ গ্রহণ করেন। প্যারেডটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাস্তার দুই পাশে দাড়িয়ে থাকা মানুষজন তাদেরে হাত নাড়িয়ে অভিনন্দন জানান। এ

 হ্যামট্রাম্যাক সিটিতে  লেবার ডে ফ্যাষ্টিভালে প্রবাসী বাংলাদেশীদের অংশ গ্রহণ ছবি : সংগৃহিত

বছর প্রবাসী বাংলাদেশীদের একাধিক সংগঠন এতে অংশ গ্রহণ করে। দুর্গা টেম্পলের পক্ষ থেকে বিরাট একটি দল প্যারেডে অংশ গ্রহণ করেন। তারা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ঢোল, করতাল, হারমোনিয়াম, কাশর বাজিয়ে গান, কীর্তন করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। টেম্পলের পক্ষ থেকে রাস্তার দুইধারে দাড়িয়ে থাকা শিশু কিশোরদেরে ক্যান্ডি বিতরণ করতে দেখা যায়। দুর্গা টেস্পলের প্রেসিডেন্ট

  হ্যামট্রাম্যাক সিটিতে  লেবার ডে ফ্যাষ্টিভালে বাংলাদেশী রিকশা ও যাত্রী ছবি : পার্থ দেব

পংকজ দাশ জানান, স্বল্প সময়ের প্রস্তুতিতে আমরা প্যারেডে অংশ গ্রহণ করি তারপরও অনেক মানুষ অংশ গ্রহণ করেছেন। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ, ঐতিহ্য তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।  

Tag :
About Author Information

লেবার ডে ফ্যাষ্টিভাল

মিশিগানের  হ্যামট্রাম্যাক সিটিতে তিন দিনব্যাপী লেবার ডে ফ্যাষ্টিভাল অনুষ্টিত

আপডেট টাইম : ১২:৪৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে প্রতিবারের মতো এবারো তিন দিনব্যাপী (৩, ৪ ও ৫ সেপ্টেম্বর) লেবার ডে ফ্যাষ্টিভ্যাল অনুষ্টিত হয়েছে। জানা গেছে এবার মেলার ৪২তম বর্ষ উদযাপন করা হয়েছে। মেলা অনুষ্টিত হয়েছে শহরের জোসেফ ক্যাম্পু সড়কে। তিন দিনের এ মেলাতে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন, রাজ্যের বিভিন্ন শহর থেকে এ ঐতিহ্যবাহী এ মেলা

হ্যামট্রাম্যাক সিটিতে  লেবার ডে ফ্যাষ্টিভালে দুর্গা টেম্পলের অংশ গ্রহণ ছবি : পার্থ দেব

দেখতে লোকজন এসেছিলেন। শিশু থেকে সিনিয়র সিটেজেন সব মানুষের জন্য ছিল বিনোদনের ব্যবস্থা। মেলায় ছিল কেনাকাটার জন্য রকমারী স্টল, গান, বাজনাসহ খাবারের দোকান। ছিল কার্নিভ্যাল রাইড, রেষ্টলিং প্রতিযোগিতা। ৫ সেপ্টেম্বর ছিল মেলার শেষ দিন এবং আকর্ষণীয় প্যারেড। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে, গেয়ে অংশ গ্রহণ করেন। প্যারেডটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাস্তার দুই পাশে দাড়িয়ে থাকা মানুষজন তাদেরে হাত নাড়িয়ে অভিনন্দন জানান। এ

 হ্যামট্রাম্যাক সিটিতে  লেবার ডে ফ্যাষ্টিভালে প্রবাসী বাংলাদেশীদের অংশ গ্রহণ ছবি : সংগৃহিত

বছর প্রবাসী বাংলাদেশীদের একাধিক সংগঠন এতে অংশ গ্রহণ করে। দুর্গা টেম্পলের পক্ষ থেকে বিরাট একটি দল প্যারেডে অংশ গ্রহণ করেন। তারা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ঢোল, করতাল, হারমোনিয়াম, কাশর বাজিয়ে গান, কীর্তন করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। টেম্পলের পক্ষ থেকে রাস্তার দুইধারে দাড়িয়ে থাকা শিশু কিশোরদেরে ক্যান্ডি বিতরণ করতে দেখা যায়। দুর্গা টেস্পলের প্রেসিডেন্ট

  হ্যামট্রাম্যাক সিটিতে  লেবার ডে ফ্যাষ্টিভালে বাংলাদেশী রিকশা ও যাত্রী ছবি : পার্থ দেব

পংকজ দাশ জানান, স্বল্প সময়ের প্রস্তুতিতে আমরা প্যারেডে অংশ গ্রহণ করি তারপরও অনেক মানুষ অংশ গ্রহণ করেছেন। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ, ঐতিহ্য তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।