যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে আগামী ২২ জুলাই থেকে দু’দিনব্যাপী ‘বাংলাদেশী আমেরিকান ফ্যাস্টিভ্যাল’ শুরু হচ্ছে। আয়োজকদের সুত্রে জানা গেছে, ওয়ারেন সিটির ‘সিটি স্কোয়ার’ এ মেলা অনুষ্টিত হবে। মেলার আয়োজক হচ্ছে মিশিগানস্থ বাংলাদেশ এসোসিয়েশান অফ মিশিগান (বিএএম)।
মেলায় থাকছে লাইভ মিউজিক, নজরুল ডকু ফিল্ম, কিডস অ্যাক্টিভিটি, ফ্যাশন শো, নৃত্য, ওয়াটার ফাউন্টেন, রকমারি স্টোর, র্যাফেল ড্র, খাবারসহ বিভিন্ন আয়োজন।
থাকছে লাইভ ওপেন কনসার্ট, গান গাইবেন বাংলাদেশী সংগীতশিল্পী, ড্রামবাদক, শাস্ত্রীয় তবলাবাদক ও সংগীতশিক্ষক পান্থ কানাই, বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়াসহ আরো অনেকে।
সিটি স্কোয়ারে আয়োজিত এই উৎসব ২২ জুলাই শনিবার বিকাল থেকে শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। একইভাবে পরদিন ২৩ জুলাই রোববার বিকালে শুরু হয়ে শেষ হবে রাত সাড়ে ১০টায়।