১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
উৎসব

মিশিগানে ৪ ও ৫ অক্টোবর দুর্গোৎসব উদযাপিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে তিথি মতো শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে গত ২৭ সেপ্টেবর থেকে ১ অক্টোবর পর্যন্ত। গত ৪ ও ৫ অক্টোবর বিভিন্ন মন্দিরে আবারো ভক্তদের সুবিধার্থে পূজা উদযাপন করা হয়। সপ্তাহের কাজের দিনে অনেকে অংশগ্রহণ করতে না পারার জন্য সপ্তাহান্তের  এ আয়োজন।

দুর্গা মন্দিরে আদি ও অকৃত্রিম ধামাইল পরিবেশনা : ছবি : পার্থ দেব

ডেট্রয়েটের দূর্গা মন্দিরে ৪ ও ৫ অক্টোবর দিনব্যাপী যথারীতি পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মকান্ড অনুষ্ঠিত হয়। পূজা করেন মন্দিরের প্রধান পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী এছাড়াও দুর্গা পূজার দিনগুলোতে তাকে সাহায্য করেন মন্দিরের অন্যান্য পুরোহিতগণ। সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ চৌধুরীর তত্ত্বাবধানে বিকেল ৫টা থেকে গভীর রাত পর্যন্ত ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিশু, কিশোর, কিশোরীরা, স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। এছাড়াও ছিল জনপ্রিয় হারান কমেডি শো, নাটক ‘জগাই মাধাই’, নৃত্য, আকর্ষণীয় কাঠিনাচ(ডান্ডিয়া), ঐতিহ্যবাহী ধূনূচি নাচ, ধামাইল। আদি ও অকৃত্রিম দুর্গা মন্দিরের এ  ধামাইল সবার নজর কেড়েছে, এই ধামাইল দেখার জন্য অঙ্গরাজ্যের বিভিন্ন শহর থেকে ভক্তরা এখানে সমবেত হয়েছিলেন। ধামাইল পরিবেশন করেন শর্মিলা দেব,    লাভলী দাশ,   উর্মিলা সুত্রধর, শংকরী চক্রবর্তী,  অর্পনা সুত্রধর,   শেলী শীল,   মিনতি চৌধুরী,    শিমুল দেবরায়, নিপা দে,  নির্মল বিশ্বাসসহ আরো অনেকে।  অতিথি শিল্পী হিসাবে সঙ্গীত পরিবেশন করেন কলকাতা থেকে আগত সুশ্বাতী মল্লিক। অনুষ্ঠান উপস্থাপনায় ৪ অক্টোবর  ছিলেন শ্রাবণী দাশ ও অনামিকা দাশ, ৫ অক্টোবর ছিলেন ডলি দেব ও পার্থ দেব। সবার অংশ গ্রহণে সুন্দর ভাবে এবারের পূজা উদযাপন করায় সকলকে ধন্যবাদ ও বিজয়ার শুভেচ্ছা জানান মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ, ভাইস প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর ও সাধারন সম্পাদক উজ্জল সুত্রধর। ৫ অক্টোবর বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহন করেন অর্চিতা ছত্রী, অমি দাশ, স্বস্তিকা রায় ও রাই সেন, নিপা দে, রাই দাশ, প্রত্যুষ ধর, রণেশ দে, প্রিয়ম চক্রবর্তী, তান সেন, নীল সেন রায়, ক্যামেলি ধর, অনুরাধা দে, নন্দিতা ঘোষ,অপূর্ব চৌধুরী,চিন্ময় তরফদার, অভিষেক পুরকায়স্থ, পিংকু দাশ, অভিষেক চক্রবর্তী, মোনালিসা দে, নিহারজিত দত্ত টিটো, রিশান পাল, রিধিমা পাল, কৃষ্ণা ছন্দা, পিহু দেব, অসমী সুত্রধর, তিলোত্তমা বিশ্বাস, ঐষী দাশ, সায়ন চৌধুরীসহ আরো অনেকে।

দুর্গা মন্দিরের কাঠিনাচের ( ডান্ডিয়া )শিল্পীরা

ডান্ডিয়াতে অংশ গ্রহণ করেছেন, পল্লবী তালুকদার, শ্রাবণী দাশ, অনুপমা দাশ, সুস্মিতা চৌধুরী, উর্মিলা সুত্রধর, তৃষিতা ধর, শুভমিতা দেব, চৈতী দত্ত, সরনা সুত্রধর, শ্বাশতী তালুকদার, জুঁই সুত্রধর ও অর্নি সুত্রধর।

হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পলে গত ৫ অক্টোবর পূজা উদযাপন করা হয়। এতে পূজাসহ মাাঙ্গলিক ক্রিয়া সম্পন্ন হয়, বিকেলে ছিল সাংস্কৃতি অনুষ্ঠান, এতে মন্দিরের সদস্য, সদস্যরা অংশগ্রহণ করেন। ছিল নৃত্য, গান, কবিতা আবৃতি, কৌতুক, ফ্যাশন শো ও নাটক ‘দক্ষযজ্ঞ’।

ওয়ারেনের কালীবাড়ীতে ৫ অক্টোবর পূজা উদযাপন করা হয়। এতে ছিল পূজা, অঞ্জলি, সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। অতিথি শিল্পী ছিলেন স্নেহা ভট্টাচার্য।

 

Tag :
About Author Information

উৎসব

মিশিগানে ৪ ও ৫ অক্টোবর দুর্গোৎসব উদযাপিত

আপডেট টাইম : ১০:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে তিথি মতো শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে গত ২৭ সেপ্টেবর থেকে ১ অক্টোবর পর্যন্ত। গত ৪ ও ৫ অক্টোবর বিভিন্ন মন্দিরে আবারো ভক্তদের সুবিধার্থে পূজা উদযাপন করা হয়। সপ্তাহের কাজের দিনে অনেকে অংশগ্রহণ করতে না পারার জন্য সপ্তাহান্তের  এ আয়োজন।

দুর্গা মন্দিরে আদি ও অকৃত্রিম ধামাইল পরিবেশনা : ছবি : পার্থ দেব

ডেট্রয়েটের দূর্গা মন্দিরে ৪ ও ৫ অক্টোবর দিনব্যাপী যথারীতি পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মকান্ড অনুষ্ঠিত হয়। পূজা করেন মন্দিরের প্রধান পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী এছাড়াও দুর্গা পূজার দিনগুলোতে তাকে সাহায্য করেন মন্দিরের অন্যান্য পুরোহিতগণ। সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ চৌধুরীর তত্ত্বাবধানে বিকেল ৫টা থেকে গভীর রাত পর্যন্ত ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিশু, কিশোর, কিশোরীরা, স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। এছাড়াও ছিল জনপ্রিয় হারান কমেডি শো, নাটক ‘জগাই মাধাই’, নৃত্য, আকর্ষণীয় কাঠিনাচ(ডান্ডিয়া), ঐতিহ্যবাহী ধূনূচি নাচ, ধামাইল। আদি ও অকৃত্রিম দুর্গা মন্দিরের এ  ধামাইল সবার নজর কেড়েছে, এই ধামাইল দেখার জন্য অঙ্গরাজ্যের বিভিন্ন শহর থেকে ভক্তরা এখানে সমবেত হয়েছিলেন। ধামাইল পরিবেশন করেন শর্মিলা দেব,    লাভলী দাশ,   উর্মিলা সুত্রধর, শংকরী চক্রবর্তী,  অর্পনা সুত্রধর,   শেলী শীল,   মিনতি চৌধুরী,    শিমুল দেবরায়, নিপা দে,  নির্মল বিশ্বাসসহ আরো অনেকে।  অতিথি শিল্পী হিসাবে সঙ্গীত পরিবেশন করেন কলকাতা থেকে আগত সুশ্বাতী মল্লিক। অনুষ্ঠান উপস্থাপনায় ৪ অক্টোবর  ছিলেন শ্রাবণী দাশ ও অনামিকা দাশ, ৫ অক্টোবর ছিলেন ডলি দেব ও পার্থ দেব। সবার অংশ গ্রহণে সুন্দর ভাবে এবারের পূজা উদযাপন করায় সকলকে ধন্যবাদ ও বিজয়ার শুভেচ্ছা জানান মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ, ভাইস প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর ও সাধারন সম্পাদক উজ্জল সুত্রধর। ৫ অক্টোবর বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহন করেন অর্চিতা ছত্রী, অমি দাশ, স্বস্তিকা রায় ও রাই সেন, নিপা দে, রাই দাশ, প্রত্যুষ ধর, রণেশ দে, প্রিয়ম চক্রবর্তী, তান সেন, নীল সেন রায়, ক্যামেলি ধর, অনুরাধা দে, নন্দিতা ঘোষ,অপূর্ব চৌধুরী,চিন্ময় তরফদার, অভিষেক পুরকায়স্থ, পিংকু দাশ, অভিষেক চক্রবর্তী, মোনালিসা দে, নিহারজিত দত্ত টিটো, রিশান পাল, রিধিমা পাল, কৃষ্ণা ছন্দা, পিহু দেব, অসমী সুত্রধর, তিলোত্তমা বিশ্বাস, ঐষী দাশ, সায়ন চৌধুরীসহ আরো অনেকে।

দুর্গা মন্দিরের কাঠিনাচের ( ডান্ডিয়া )শিল্পীরা

ডান্ডিয়াতে অংশ গ্রহণ করেছেন, পল্লবী তালুকদার, শ্রাবণী দাশ, অনুপমা দাশ, সুস্মিতা চৌধুরী, উর্মিলা সুত্রধর, তৃষিতা ধর, শুভমিতা দেব, চৈতী দত্ত, সরনা সুত্রধর, শ্বাশতী তালুকদার, জুঁই সুত্রধর ও অর্নি সুত্রধর।

হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পলে গত ৫ অক্টোবর পূজা উদযাপন করা হয়। এতে পূজাসহ মাাঙ্গলিক ক্রিয়া সম্পন্ন হয়, বিকেলে ছিল সাংস্কৃতি অনুষ্ঠান, এতে মন্দিরের সদস্য, সদস্যরা অংশগ্রহণ করেন। ছিল নৃত্য, গান, কবিতা আবৃতি, কৌতুক, ফ্যাশন শো ও নাটক ‘দক্ষযজ্ঞ’।

ওয়ারেনের কালীবাড়ীতে ৫ অক্টোবর পূজা উদযাপন করা হয়। এতে ছিল পূজা, অঞ্জলি, সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। অতিথি শিল্পী ছিলেন স্নেহা ভট্টাচার্য।