০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
শ্রীপঞ্চমী

মিশিগানে সরস্বতী পূজা উদযাপিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা ডেট্রয়েট, ওয়ারেন, হ্যামট্রাম্যাকসহ বিভিন্ন স্থানে বিদ্যাদেবীর পূজা অর্চনাসহ বিভিন্ন মাঙ্গলিক কর্মকাণ্ড পালন  করেছেন।

দুর্গা টেম্পল : ডেট্রয়েটে অবস্থিত দুর্গা মন্দিরে গত ১৩ ফেব্রুয়ারি তিথিমতো সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় পূজা, বেলা সাড়ে ১২টায় পুষ্পাঞ্জলি, বেলা ১টায় শিশুদের হাতেখড়ি ও বেলা দেড়টায় ভক্তবৃন্দদেরে প্রসাদ বিতরণ করা হয়। প্রতিকূল

দুর্গা মন্দিরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা : ছবি : মিশিগান দর্পণ

আবহাওয়া উপেক্ষা করে ভক্তবৃন্দরা মন্দিরে আসেন, অন্যান্য বারের মতো সপ্তাহান্তে  ১৮ ফেব্রুয়ারি রোববার মন্দিরে আবার পূজা উদ্‌যাপন করা হয়। এতে পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের ভাইস প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর জানান, ১৩ ফেব্রুয়ারি তিথিমতো সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে, এদিন অনেকের কাজ থাকায় আসতে পারেননি তবে তিথির পূজায় এবার যে ভক্ত সমাবেশ হয়েছে তা আশাতীত, নিকট অতীতে তিথির পূজায় এতো ভক্ত সমাবেশ হয়নি । ১৮ ফেব্রুয়ারি রোববার  বিকেলে ছিল শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তারা দেবী সরস্বতী, সরস্বতীর বাহন হাস, বাংলাদেশের পতাকা,

দুর্গা মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান: ছবি : মিশিগান দর্পণ

ফুল, গাছ, নৌকার ছবি আঁকে। এখানে বেড়ে ওঠা শিশুদের ছবি আঁকা দেখে অনেকেই প্রশংসা করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে মন্দিরের মিডিয়া ও পাবলিকেশন ডাইরেক্টর, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পার্থ সারথী দেব  বলেন, “প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা শিশু, কিশোর, কিশোরীরা যে ছবি এঁকেছে তা আমাকে মুগ্ধ করেছে, তাদের মনে প্রাণে বাংলা, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে আছে তা আমাদেরে আশান্বিত করেছে। তাদেরে দুর্গা টেম্পলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, তাছাড়া মা বাবারা যে শিশুদেরে এই শিক্ষা ও চর্চা অব্যাহত রেখেছেন তাদেরে অনেক অনেক ধন্যবাদ”।

দুর্গা মন্দিরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা : ছবি : মিশিগান দর্পণ

 অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পুরষ্কার প্রদান করেন মন্দিরের প্রেসিডেন্ট পঙ্কজ দাশ, বকুল পাল, পার্থ দেব। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রদীপ চৌধুরী, প্রতাপ ধর, পাপ্পু দাশ, সাকী ধর প্রমূখ।

এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা অংশ গ্রহণ করেন। সবশেষে ছিল ‘আউলা বাউলা শিল্পী গোষ্টীর সংগীত পরিবেশনা। এতে সঙ্গীত পরিবেশন করেন, প্রদীপ চৌধুরী, হারান সেন, সন্তোষ পাল প্রমূখ।

দুর্গা মন্দিরে পুষ্পাঞ্জলি : ছবি : মিশিগান দর্পণ

শিব মন্দির: ওয়ারেন সিটির শিব মন্দিরে তিথিমতো সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মন্দিরে আবার পূজা উদ্‌যাপন করা হয়। এতে পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে ছিল বিভিন্ন গ্রুপে বিভক্ত শিশু

দুর্গা মন্দিরে প্রসাদ গ্রহণ : ছবি : মিশিগান দর্পণ

কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অংশ গ্রহণকারী সকল প্রতিযোগীকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোররা গান ও নৃত্য পরিবেশন করে। এরপর স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। দেবী সরস্বতী

শিব মন্দিরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা : ছবি : সংগৃহিত

বিদ্যা, জ্ঞান ও শুভ্রতার বিশুদ্ধ প্রতীক। শিশু, কিশোর, তরুণ, তরুণী ও নারীরা শ্বেত শুভ্র জামা কাপড় ও শাড়ি পরে মন্দিরে এসেছিলেন।    

শিব মন্দিরে পুষ্পাঞ্জলি : ছবি : সংগৃহিত

এছাড়াও কালী মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন বাড়িতে নিজ নিজ উদ্যোগে তিথিমতো সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে  পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি ও প্রসাদ বিতরণ করা হয়।

Tag :
About Author Information

শ্রীপঞ্চমী

মিশিগানে সরস্বতী পূজা উদযাপিত

আপডেট টাইম : ১২:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা ডেট্রয়েট, ওয়ারেন, হ্যামট্রাম্যাকসহ বিভিন্ন স্থানে বিদ্যাদেবীর পূজা অর্চনাসহ বিভিন্ন মাঙ্গলিক কর্মকাণ্ড পালন  করেছেন।

দুর্গা টেম্পল : ডেট্রয়েটে অবস্থিত দুর্গা মন্দিরে গত ১৩ ফেব্রুয়ারি তিথিমতো সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় পূজা, বেলা সাড়ে ১২টায় পুষ্পাঞ্জলি, বেলা ১টায় শিশুদের হাতেখড়ি ও বেলা দেড়টায় ভক্তবৃন্দদেরে প্রসাদ বিতরণ করা হয়। প্রতিকূল

দুর্গা মন্দিরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা : ছবি : মিশিগান দর্পণ

আবহাওয়া উপেক্ষা করে ভক্তবৃন্দরা মন্দিরে আসেন, অন্যান্য বারের মতো সপ্তাহান্তে  ১৮ ফেব্রুয়ারি রোববার মন্দিরে আবার পূজা উদ্‌যাপন করা হয়। এতে পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের ভাইস প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর জানান, ১৩ ফেব্রুয়ারি তিথিমতো সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে, এদিন অনেকের কাজ থাকায় আসতে পারেননি তবে তিথির পূজায় এবার যে ভক্ত সমাবেশ হয়েছে তা আশাতীত, নিকট অতীতে তিথির পূজায় এতো ভক্ত সমাবেশ হয়নি । ১৮ ফেব্রুয়ারি রোববার  বিকেলে ছিল শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তারা দেবী সরস্বতী, সরস্বতীর বাহন হাস, বাংলাদেশের পতাকা,

দুর্গা মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান: ছবি : মিশিগান দর্পণ

ফুল, গাছ, নৌকার ছবি আঁকে। এখানে বেড়ে ওঠা শিশুদের ছবি আঁকা দেখে অনেকেই প্রশংসা করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে মন্দিরের মিডিয়া ও পাবলিকেশন ডাইরেক্টর, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পার্থ সারথী দেব  বলেন, “প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা শিশু, কিশোর, কিশোরীরা যে ছবি এঁকেছে তা আমাকে মুগ্ধ করেছে, তাদের মনে প্রাণে বাংলা, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে আছে তা আমাদেরে আশান্বিত করেছে। তাদেরে দুর্গা টেম্পলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, তাছাড়া মা বাবারা যে শিশুদেরে এই শিক্ষা ও চর্চা অব্যাহত রেখেছেন তাদেরে অনেক অনেক ধন্যবাদ”।

দুর্গা মন্দিরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা : ছবি : মিশিগান দর্পণ

 অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পুরষ্কার প্রদান করেন মন্দিরের প্রেসিডেন্ট পঙ্কজ দাশ, বকুল পাল, পার্থ দেব। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রদীপ চৌধুরী, প্রতাপ ধর, পাপ্পু দাশ, সাকী ধর প্রমূখ।

এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা অংশ গ্রহণ করেন। সবশেষে ছিল ‘আউলা বাউলা শিল্পী গোষ্টীর সংগীত পরিবেশনা। এতে সঙ্গীত পরিবেশন করেন, প্রদীপ চৌধুরী, হারান সেন, সন্তোষ পাল প্রমূখ।

দুর্গা মন্দিরে পুষ্পাঞ্জলি : ছবি : মিশিগান দর্পণ

শিব মন্দির: ওয়ারেন সিটির শিব মন্দিরে তিথিমতো সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মন্দিরে আবার পূজা উদ্‌যাপন করা হয়। এতে পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে ছিল বিভিন্ন গ্রুপে বিভক্ত শিশু

দুর্গা মন্দিরে প্রসাদ গ্রহণ : ছবি : মিশিগান দর্পণ

কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অংশ গ্রহণকারী সকল প্রতিযোগীকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোররা গান ও নৃত্য পরিবেশন করে। এরপর স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। দেবী সরস্বতী

শিব মন্দিরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা : ছবি : সংগৃহিত

বিদ্যা, জ্ঞান ও শুভ্রতার বিশুদ্ধ প্রতীক। শিশু, কিশোর, তরুণ, তরুণী ও নারীরা শ্বেত শুভ্র জামা কাপড় ও শাড়ি পরে মন্দিরে এসেছিলেন।    

শিব মন্দিরে পুষ্পাঞ্জলি : ছবি : সংগৃহিত

এছাড়াও কালী মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন বাড়িতে নিজ নিজ উদ্যোগে তিথিমতো সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে  পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি ও প্রসাদ বিতরণ করা হয়।