০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
উৎসব উদযাপন

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উদযাপন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে গত ৫ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

দুর্গা টেম্পল : গত ৫ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস উপলক্ষ্যে ডেট্রয়েটের দুর্গা মস্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এরমধ্যে সকালে পূজা ও বাল্যভোগ, দুপুরে গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এ গীতাযজ্ঞ দেখার জন্য অন্যান্য অঙ্গরাজ্য থেকেও ভক্তরা এ মন্দিরে আসেন। দুর্গা টেম্পলের এ গীতাযজ্ঞ দেখতে প্রতি বছরই  প্রচুর ভক্তমন্ডলী সমবেত হন, এবার করোনার বাধা নিষেধ না থাকায় উপচেপড়া ভীড় হয়েছিল দুর্গা মন্দিরে।মন্দিরের ভক্তরা গীতাপাঠে অংশ নেন। মন্দিরের প্রধাণ

পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী পূজা করেন। পুষ্পাঞ্জলির পর কীর্তন, পাঁচালীপাঠ, আরতি, লোকনাথের শতনাম জপ, লোকনাথ লীলাকীর্তন পরিবেশিত হয়। বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকালে স্থানীয় শিল্পীরা ভক্তিমূলক গান পরিবেশন করেন। দুর্গা টেম্পলের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, অন্যান্য বছরের তুলনায় এবার প্রচুর ভক্ত সমাগম হয়েছে, আবহাওয়া ছিল ভাল। এছাড়াও এবার পূজায় আমরা একটু বৈচিত্র আনার চেষ্টা করেছি।

শিব মন্দির : ওয়ারেন সিটির শিব মন্দিরে গত ৫ জুন  শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপন করা হয়েছে। এরমধ্যে ছিল গীতাপাঠ, বাল্যভোগ, পূজা, আরতি, অঞ্জলি, গীতাযজ্ঞ, কীর্তন, অষ্টোত্তর শতনাম, প্রসাদ বিতরণ।

এছাড়া ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্ন স্থানে গত ৫ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস পালন করা হয়।মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর প্রচুর ভক্ত রয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শেলবি টাউনশিপের জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতার

উৎসব উদযাপন

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উদযাপন

আপডেট টাইম : ১১:৩৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে গত ৫ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

দুর্গা টেম্পল : গত ৫ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস উপলক্ষ্যে ডেট্রয়েটের দুর্গা মস্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এরমধ্যে সকালে পূজা ও বাল্যভোগ, দুপুরে গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এ গীতাযজ্ঞ দেখার জন্য অন্যান্য অঙ্গরাজ্য থেকেও ভক্তরা এ মন্দিরে আসেন। দুর্গা টেম্পলের এ গীতাযজ্ঞ দেখতে প্রতি বছরই  প্রচুর ভক্তমন্ডলী সমবেত হন, এবার করোনার বাধা নিষেধ না থাকায় উপচেপড়া ভীড় হয়েছিল দুর্গা মন্দিরে।মন্দিরের ভক্তরা গীতাপাঠে অংশ নেন। মন্দিরের প্রধাণ

পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী পূজা করেন। পুষ্পাঞ্জলির পর কীর্তন, পাঁচালীপাঠ, আরতি, লোকনাথের শতনাম জপ, লোকনাথ লীলাকীর্তন পরিবেশিত হয়। বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকালে স্থানীয় শিল্পীরা ভক্তিমূলক গান পরিবেশন করেন। দুর্গা টেম্পলের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, অন্যান্য বছরের তুলনায় এবার প্রচুর ভক্ত সমাগম হয়েছে, আবহাওয়া ছিল ভাল। এছাড়াও এবার পূজায় আমরা একটু বৈচিত্র আনার চেষ্টা করেছি।

শিব মন্দির : ওয়ারেন সিটির শিব মন্দিরে গত ৫ জুন  শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপন করা হয়েছে। এরমধ্যে ছিল গীতাপাঠ, বাল্যভোগ, পূজা, আরতি, অঞ্জলি, গীতাযজ্ঞ, কীর্তন, অষ্টোত্তর শতনাম, প্রসাদ বিতরণ।

এছাড়া ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্ন স্থানে গত ৫ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস পালন করা হয়।মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর প্রচুর ভক্ত রয়েছেন।