আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে গত শনিবার ২৮ জুন ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত হয়েছে। জানা গেছে, মিশিগানের সনাতন সংঘের উদ্যোগে এ রথযাত্রার আয়োজন করা হয়েছে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এ রথযাত্রা অনুষ্টিত হয়েছে। বিকেল ৬টায় ভক্তদের উপস্থিতিতে বেলমন্ট ও গ্যালাগার পয়েন্ট থেকে রথের দড়িতে টান দেয়া হয়। রথটির সাথে বিরাট একটি শোভাযাত্রা ঢাক ঢোল, কাঁশর ও মন্দিরা বাজিয়ে কীর্তন করে নগরীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করে হ্যামট্রাম্যাক সিটি স্কয়ারে যায় সেখান থেকে আবার বেলমন্ট ও গ্যালাগার পয়েন্ট ফিরে আসে। এখানে আসার পর গান, কীর্তন পরিবেশন করা হয় এবং লুট দেয়া হয় রথটি শহরের বিভিন্ন পথ পরিক্রমার সময় রাস্তার দুই পাশে দাড়িয়ে মানুষজন হাত নাড়িয়ে তাদেরে অভ্যর্থনা জানান, কোন কোন গাড়ী চালক হর্ণ বাজিয়ে শোভাযাত্রার সাথে একাত্মতা প্রকাশ করতে দেখা যায়। হ্যামট্রাম্যাক শহরের পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিলেন। নারীরা হলুদ শাড়ি ও পুরুষদেরকে হলুদ পাঞ্জাবী পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। মা বাবার সাথে শিশু কিশোর, কিশোরীরা রং বেরং এর পোষাক পরে পায়ে হেটে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। অনেকের হাতে ছিল জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি। শিশু, কিশোর,যুবক, যুবতী, তরুণ, তরুণী, প্রবীণসহ সকল বয়সের মানুষ এতে অংশগ্রহণ করেন। সবশেষে শোভাযাত্রায় অংশগ্রহণকারী সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। সনাতন সংঘের কর্মকর্তা মৃদুল কান্তি সরকার জানান, গত কয়েক বছর যাবত তারা হ্যামট্রাম্যাক শহরে জগন্নাথ দেবের রথযাত্রা করে যাচ্ছেন, এতে প্রচুর সংখ্যক ভক্তমন্ডলী অংশ গ্রহণ করছেন।এছাড়া এখানে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম রথযাত্রাসহ সনাতন ধর্মের বিভিন্ন মাঙ্গলিক কর্মকান্ড চাক্ষুষ দেখতে পারছে, শিখতে ও জানতে পারছে নিজেদের ইতিহাস ঐতিহ্য।
০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
উৎসব
মিশিগানে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত
-
দর্পণ প্রতিবেদক
- আপডেট টাইম : ০৯:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- 72
Tag :
জনপ্রিয় সংবাদ