যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে গত ২৫ ফেব্রুয়ারি রোববার। এতে ছিল শহিদ দিবস নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অস্থায়ী শহিদ মিনারে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ড. দেবাশীষ মৃধা। তিনি ভাষা শহিদদের আত্মত্যাগের কথা ও অবদানের সংক্ষিপ্ত ইতিহাস উপস্থিত দর্শক শ্রোতাদের শুনান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ছিল ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানের সঙ্গে সমবেত নৃত্য। ছিল একক সঙ্গীত ও সমবেত সঙ্গীত।
কবিতা আবৃত্তি করেছেন অনন্ত সাইফ, পপি দাস ও জনা দাস।
সবশেষে ছিল মিশিগানের ব্যান্ড দল হৃদম অব বাংলাদেশ এর পরিবেশনা। অংশগ্রহণকারী শিশু, কিশোরদের মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের পক্ষ থেকে মেডেল প্রদান করা হয়।
এছাড়াও বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় ২৫ শে ফেব্রুয়ারি রোববার। এদিন দুপুরে হ্যামট্রাম্যাক সিটির একটি রেস্টুরেন্টে সংগঠনটি বিভিন্ন কর্মসূচী পালন করে। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সংগীত প্রতিযোগিতা।
সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে ও সঞ্জয় দেবের পরিচালনায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মিশিগান থেকে প্রকাশিত “বাংলা সংবাদ” পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস,সংগঠনের সহ-সভাপতি হারান কান্তি সেন,সাংবাদিক মাহমুদুল হক লিটু প্রমুখ। সংগীত পরিবেশন করেন শর্মিলা দেব শর্মী ও নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী দিয়া দত্ত। অনুষ্ঠানের সব প্রতিযোগিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।