০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
স্থানীয় সংবাদ

মিশিগানে বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের দুর্গা টেম্পলে গত ২৮ জুন, শনিবার  বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এরমধ্যে ছিল সকালে পূজা, দুপুরে যজ্ঞ, অঞ্জলি, বিপদনাশিনীর পাঁচালী পাঠ, প্রসাদ বিতরণ। আবহাওয়া ভাল থাকায় উপচেপড়া ভীড় হয়েছিল দুর্গা মন্দিরে।  মন্দিরের প্রধাণ পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী পূজা করেন। পুষ্পাঞ্জলির পর কীর্তন পরিবেশিত হয়। বেলা দেড়টায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহাপ্রসাদ স্পন্সর করেন  পার্থ দেব ও তার পরিবার। দুর্গা টেম্পলের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, অন্যান্য বছরের তুলনায় এবার প্রচুর ভক্ত সমাগম হয়েছে, বিপদনাশিনী পূজায় সাধারণত নারীরা অংশ গ্রহণ করেন, গত কয়েক বছর যাবত আমরা মন্দিরে এই পূজার আয়োজন করছি, এর উদ্যোক্তারা হচ্ছেন নারী ভক্তরা। তারাই এই পূজার যাবতীয় মাঙ্গলিক কর্মকান্ডসহ সব কিছুর আয়োজন করেন।

এছাড়াও ওয়ারেন সিটির শিব মন্দিরে বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে ছিল পূজা, যজ্ঞ, অঞ্জলি, প্রসাদ বিতরণ। মন্দিরের পুরোহিত অপু চক্রবর্তী পূজা করেন।

Tag :
About Author Information

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

স্থানীয় সংবাদ

মিশিগানে বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের দুর্গা টেম্পলে গত ২৮ জুন, শনিবার  বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এরমধ্যে ছিল সকালে পূজা, দুপুরে যজ্ঞ, অঞ্জলি, বিপদনাশিনীর পাঁচালী পাঠ, প্রসাদ বিতরণ। আবহাওয়া ভাল থাকায় উপচেপড়া ভীড় হয়েছিল দুর্গা মন্দিরে।  মন্দিরের প্রধাণ পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী পূজা করেন। পুষ্পাঞ্জলির পর কীর্তন পরিবেশিত হয়। বেলা দেড়টায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহাপ্রসাদ স্পন্সর করেন  পার্থ দেব ও তার পরিবার। দুর্গা টেম্পলের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, অন্যান্য বছরের তুলনায় এবার প্রচুর ভক্ত সমাগম হয়েছে, বিপদনাশিনী পূজায় সাধারণত নারীরা অংশ গ্রহণ করেন, গত কয়েক বছর যাবত আমরা মন্দিরে এই পূজার আয়োজন করছি, এর উদ্যোক্তারা হচ্ছেন নারী ভক্তরা। তারাই এই পূজার যাবতীয় মাঙ্গলিক কর্মকান্ডসহ সব কিছুর আয়োজন করেন।

এছাড়াও ওয়ারেন সিটির শিব মন্দিরে বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে ছিল পূজা, যজ্ঞ, অঞ্জলি, প্রসাদ বিতরণ। মন্দিরের পুরোহিত অপু চক্রবর্তী পূজা করেন।