মিশিগানে বসবাসরত প্রবাসী বাঙালিদের জন্য সুখবর নিয়ে এসেছে টার্কিস এয়ার লাইনস। এখন থেকে আর ঘন্টার পর ঘন্টা অন্য বিমান বন্দরে অপেক্ষা করতে হবে না পরবর্তী ফ্লাইট ধরার জন্য। এখন ডেট্রয়েট থেকে সরাসরি ইস্তাম্বুল এবং ইস্তাম্বুল থেকে ঢাকা। গতকাল বুধবার ১৫ নভেম্বর থেকে টার্কিস এয়ার লাইনসের একটি বিমান মিশিগানের ডেট্রয়েট থেকে ইস্তাম্বুল যাত্রা শুরু করেছে। টার্কিস এয়ার লাইনসের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, টার্কিস এয়ার লাইনস ডেট্রয়েট থেকে ইস্তাম্বুল ফ্লাইট শুরুর মাধ্যমে আমেরিকায় তাদের ১৩তম গেটওয়ে চালু করেছে। বিশ্বব্যাপী ৩৪০টিরও বেশী গন্তব্যের সাথে তাদের সংযোগ রয়েছে। এয়ার লাইনসের বোর্ড চেয়ারম্যান আহমেত বোলাত জানান, মধ্যপশ্চিম অঞ্চলে আরেকটি গেটওয়ে চালু করায় ডেট্রয়েটসহ বিভিন্ন এলাকার ভ্রমণকারীদের মধ্যে সংযোগ স্থাপন করবে। সাম্প্রতিক বছরগুলোতে টার্কিস এয়ার লাইনস ডালাস, সিয়াটল, ডেট্রয়েটে রুট খোলার
মাধ্যমে আমেরিকায় তাদের উপস্থিতি প্রসার করেছে। প্রতি সোম, বুধ ও শুক্রবার ডেট্রয়েট থেকে ইস্তাম্বুল ও ইস্তাম্বুল থেকে ডেট্রয়েট তিনটি ফ্লাইট যাওয়া আসা করবে বলে প্রেস রিলিজ থেকে জানা গেছে। ডেট্রয়েট থেকে ফ্লাইটগুলো ছেড়ে যাবে রাত ৯টা ৩৫মিনিটে এবং ইস্তাম্বুল পৌঁছাবে বেলা ৩টা ৩৫মিনিটে। অন্যদিকে ইস্তাম্বুল থেকে ফ্লাইট ছাড়বে বিকেল ৩টা ৪৫মিনিটে এবং ডেট্রয়েট পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে। ডিসেম্বরের ২৫ তারিখ থেকে শনিবারেও আরেকটি ফ্লাইট যুক্ত হবে বলে জানা গেছে। ওয়েন কাউন্টি এয়ারপোর্ট অথরিটি’র সিইও চ্যাড নিউটন জানান, টার্কি এয়ার লাইনসের ফ্লাইট সংযোজনের ফলে যাত্রীরা উপকৃত হবেন। এ ফ্লাইট চালু হওয়ায় মিশিগান প্রবাসী বাঙালিদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।
কারণ এ ফ্লাইট চালু হওয়ার আগে মিশিগান প্রবাসীরা ৬/৭ ঘন্টা বিভিন্ন এয়ারপোর্টে অপেক্ষা করতে হতো তাদের পরবর্তী কানেকটিং ফ্লাইট ধরার জন্য, এতে শিশু নারীসহ বয়স্ক মানুষদের দুর্ভোগ পোহাতে হতো। ডেট্রয়েট থেকে গতকাল রাতে ছেড়ে যাওয়া ফ্লাইটে বেশ কজন বাঙালি ছিলেন বলে জানা গেছে।