০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
স্থানীয় সংবাদ

মিশিগানে পিকনিকের ধূম, প্রতি শনি ও রোববার চার পাঁচটি পিকনিক

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্য প্রবাসী বাঙালিরা এ গ্রীষ্মে  মেতে উঠেছেন বিভিন্ন সংগঠনের বার্ষিক পিকনিক ও মিলন মেলায়। পিকনিকের যেন ধূম পড়েছে। প্রতি শনি ও রোববার মিশিগানে এখন চার পাঁচটি পিকনিক অনুষ্ঠিত হচ্ছে। স্কুল বন্ধ থাকায় শিশু, কিশোর, তরুণ তরুণীরাও এতে অংশ গ্রহণ করছে। পিকনিক আয়োজকেরা অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে বিভিন্ন ধরণের পুরষ্কার, রাফেল ড্রয়ের ব্যবস্থা  করেছেন, এতে থাকছে গাড়ী থেকে ডেট্রয়েট-ঢাকা-ডেট্রয়েট বিমান টিকেট, সোনার দামী অলংকারসহ বিভিন্ন সামগ্রী। এসব পিকনিকে থাকছে দেশী আড্ডা, সুস্বাদু খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধূলাসহ বিভিন্ন ইভেন্ট। আগামী মাসে বাঙালি অধ্যুষিত হ্যামট্রাম্যাক সিটিতে অনুষ্টিত হতে যাচ্ছে স্থানীয় নির্বাচন এ নির্বাচনে প্রার্থী

হয়েছেন বেশ কয়েকজন প্রবাসী বাঙালি, তারা তাদের নির্বাচনী প্রচারে ও সবার সাথে দেখা সাক্ষাত করতে এসব পিকনিকে উপস্থিত হতে দেখা গেছে।  পিকনিক পরিণত হয় মিলন মেলায়। এসব পিকনিক মিশিগানের বৃহত্তর ডেট্রয়েটের বিভিন্ন স্থানে অনুষ্টিত হচ্ছে। দুপুর থেকে সন্ধ্যা অবধি চলে এর কার্যক্রম। গত ১৩ জুলাই রোববার বেশ কটি পিকনিক অনুষ্ঠিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক মিশিগান ইউএসএ, তাদের পিকনিক অনুষ্ঠিত হয় ওয়ারেন সিটির হলমিচ পার্কে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পিকনিকের উদ্বোধন করা হয়, এতে ছিল আর্ষণীয় রাফেল ড্র, খেলাধূলা, মধ্যাহ্নভোজ। ওয়ারেন সিটির শ-পার্কে পিকনিক করেন সিলেট দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব

মিশিগানের সদস্যরা। এতে ছিল খেলাধূলা, প্রীতিভোজ, আলোচনা অনুষ্ঠান ও রাফেল ড্র। নবীগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ এর পিকনিক অনুষ্ঠিত হয় ওয়ারেন সিটির ১৩ মাইলের হলমিচ পার্কে। এতে ছিল খেলাধূলা, বিভিন্ন ধরণের সুস্বাদু খাবার, রাফেল ড্রসহ বিভিন্ন আয়োজন। মৌলভীবাজার এসোসিয়েশান অব মিশিগানের পিকনিক অনুষ্ঠিত হয় লেইক সেন্ট ক্লেয়ার মেট্রো পার্কে। এতে ছিল  খেলাধূলা, প্রীতিভোজ, পুরষ্কার বিতরণী, রাফেল ড্র।  রাফেল ড্র’র প্রথম পুরষ্কার ছিল একটি গাড়ী।  ওয়ারেন সিটির মিলার পার্কে অনুষ্ঠিত হয় শিব মন্দিরের পিকনিক। এতে ছিল খেলাধূলা, সুস্বাদু খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী,  রাফেল ড্র।

এসব পিকনিকে মিশিগান প্রবাসী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ, সদস্যসহ বিভিন্ন পেশার সকল শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করে আনন্দ উপভোগ করেন। বিভিন্ন সংগঠন এখনো পিকনিকের ভ্যানু ঠিক করতে পারছে না, কোথাও কোন পিকনিক স্পট পাওয়া যাচ্ছে না।

Tag :
About Author Information

মিশিগানে পিকনিকের ধূম, প্রতি শনি ও রোববার চার পাঁচটি পিকনিক

স্থানীয় সংবাদ

মিশিগানে পিকনিকের ধূম, প্রতি শনি ও রোববার চার পাঁচটি পিকনিক

আপডেট টাইম : ০৯:৫৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্য প্রবাসী বাঙালিরা এ গ্রীষ্মে  মেতে উঠেছেন বিভিন্ন সংগঠনের বার্ষিক পিকনিক ও মিলন মেলায়। পিকনিকের যেন ধূম পড়েছে। প্রতি শনি ও রোববার মিশিগানে এখন চার পাঁচটি পিকনিক অনুষ্ঠিত হচ্ছে। স্কুল বন্ধ থাকায় শিশু, কিশোর, তরুণ তরুণীরাও এতে অংশ গ্রহণ করছে। পিকনিক আয়োজকেরা অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে বিভিন্ন ধরণের পুরষ্কার, রাফেল ড্রয়ের ব্যবস্থা  করেছেন, এতে থাকছে গাড়ী থেকে ডেট্রয়েট-ঢাকা-ডেট্রয়েট বিমান টিকেট, সোনার দামী অলংকারসহ বিভিন্ন সামগ্রী। এসব পিকনিকে থাকছে দেশী আড্ডা, সুস্বাদু খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধূলাসহ বিভিন্ন ইভেন্ট। আগামী মাসে বাঙালি অধ্যুষিত হ্যামট্রাম্যাক সিটিতে অনুষ্টিত হতে যাচ্ছে স্থানীয় নির্বাচন এ নির্বাচনে প্রার্থী

হয়েছেন বেশ কয়েকজন প্রবাসী বাঙালি, তারা তাদের নির্বাচনী প্রচারে ও সবার সাথে দেখা সাক্ষাত করতে এসব পিকনিকে উপস্থিত হতে দেখা গেছে।  পিকনিক পরিণত হয় মিলন মেলায়। এসব পিকনিক মিশিগানের বৃহত্তর ডেট্রয়েটের বিভিন্ন স্থানে অনুষ্টিত হচ্ছে। দুপুর থেকে সন্ধ্যা অবধি চলে এর কার্যক্রম। গত ১৩ জুলাই রোববার বেশ কটি পিকনিক অনুষ্ঠিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক মিশিগান ইউএসএ, তাদের পিকনিক অনুষ্ঠিত হয় ওয়ারেন সিটির হলমিচ পার্কে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পিকনিকের উদ্বোধন করা হয়, এতে ছিল আর্ষণীয় রাফেল ড্র, খেলাধূলা, মধ্যাহ্নভোজ। ওয়ারেন সিটির শ-পার্কে পিকনিক করেন সিলেট দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব

মিশিগানের সদস্যরা। এতে ছিল খেলাধূলা, প্রীতিভোজ, আলোচনা অনুষ্ঠান ও রাফেল ড্র। নবীগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ এর পিকনিক অনুষ্ঠিত হয় ওয়ারেন সিটির ১৩ মাইলের হলমিচ পার্কে। এতে ছিল খেলাধূলা, বিভিন্ন ধরণের সুস্বাদু খাবার, রাফেল ড্রসহ বিভিন্ন আয়োজন। মৌলভীবাজার এসোসিয়েশান অব মিশিগানের পিকনিক অনুষ্ঠিত হয় লেইক সেন্ট ক্লেয়ার মেট্রো পার্কে। এতে ছিল  খেলাধূলা, প্রীতিভোজ, পুরষ্কার বিতরণী, রাফেল ড্র।  রাফেল ড্র’র প্রথম পুরষ্কার ছিল একটি গাড়ী।  ওয়ারেন সিটির মিলার পার্কে অনুষ্ঠিত হয় শিব মন্দিরের পিকনিক। এতে ছিল খেলাধূলা, সুস্বাদু খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী,  রাফেল ড্র।

এসব পিকনিকে মিশিগান প্রবাসী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ, সদস্যসহ বিভিন্ন পেশার সকল শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করে আনন্দ উপভোগ করেন। বিভিন্ন সংগঠন এখনো পিকনিকের ভ্যানু ঠিক করতে পারছে না, কোথাও কোন পিকনিক স্পট পাওয়া যাচ্ছে না।