যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ‘দেশী’ হলে গত ২১ শে এপ্রিল রোববার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগান এর উদ্যোগে বাংলা বর্ষবরণ ১৪৩১ উদযাপন ও নবগঠিত কমিটির (২০২৪–২০২৫) পরিচিতি অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মঈন। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সংগঠনের সার্বিক অবস্থার বিবরণ ও ২৭ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিকে (২০২৪-২০২৫) পরিচয় করিয়ে দেন। আহবায়ক প্রদ্যুন্ন চন্দের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আবুল কালাম আজাদ, জাবেদ চৌধুরী, লুত্ফুল বারী নিয়ন, মিল্টন বড়ুয়া, আমিনুর রশিদ চৌধুরী, শাহ আব্দুল খালিশ মিনার ও মাহমুদ রহমান প্রমূখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সালমীন চৌধুরী, সংগীতা বড়ুয়া, সৈয়দ শাফি আহমেদসহ আরো অনেকে। নৃত্যে ছিলেন নিশাত রহমান, তানিশা চৌধুরী প্রমূখ। শ্রুতিনাটক পরিবেশন করেন মিলটন বড়ুয়া, সংগীতা বড়ুয়া, মোহাম্মদ হোসেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আফতাব ও নুসরাত আরা ডলি। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মেয়র প্রটেম আবু মুসা, ফারুক আহমেদ চান,আব্দুস শুকুর মাখন, সেলিম আহমেদ, নুরুল হক, মাহবুব রাব্বি খান,মামুন উদ্দীন
শমছু, লৎফুর রহমান শেলু, তাহির উদ্দীন (লুৎফুর), মামুনুল হুদা খান, সুমন কবির, দেলোওয়ার আনসার, শাহীন খালেদ, আব্দুল বাছিত, রব্বানি তালুকদার , আহাদ আহমেদ , সৈয়দ মতিউর রহমান শিমু সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক এবং পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
পার্থ সারথী দেব। মিশিগান প্রতিনিধি: প্রথম আলো, উত্তর আমেরিকা
বিশেষ প্রতিনিধি: মিশিগান দর্পণ।