০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
সংস্কৃতি

মিশিগানে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ক্যান্টন সিটিতে প্রবাসী বাংলাদেশীরা গত ১৭ জুলাই রোববার ঈদ পূনর্মিলনীর অনুষ্ঠান করেছেন। জানা যায় ঐদিন সন্ধ্যায় শহরের মদিনা একটিভিটি সেন্টারে এ অনুষ্টানে মিশিগানের স্টেট সিনেটর ডাইনা পোলহান্কি, ক্যান্টন

সিটির বিভিন্ন কর্মকর্তাসহ রাজ্যের ক্যান্টন,  ট্রয়, নভাই, অ্যান আরবার শহর থেকে শতাধিক লোকজন উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন। অনুষ্টানের আয়োজক সালমা সাইফ জানান, তিনি ও সাইফ মাসুদ গত ৮ বছর যাবত এ অনুষ্টান আয়োজন করছেন। দিন দিন এর জনপ্রিয়তা ও অংশ গ্রহণের ব্যাপকতা বাড়ছে। অনুষ্টানের মাধ্যমে একের সাথে অন্যের যোগাযোগ বিশেষ করে নতুন প্রজন্ম আমাদের

ক্যান্টন সিটিতে ঈদ পূনর্মিলনী  ছবি : সংগৃহিত
 

বাঙ্গালি সংস্কৃতি সম্বন্ধে অনেক কিছু জানতে পারে। তিনি আরো জানান, এ অনুষ্টান আয়োজন করতে সহযোগিতা করেছেন, আফসানা কেয়া, আলম ভূঁইয়া, শেরিন আখতার, হাবিব জামান, মোহাম্মদ জামান, শামীম সাহেদ, শায়লা সিমি, সানজিদা বন্যা, ফারজানা সানিয়া, তানিয়া চৌধুরী, অনন্ত সাইফ, লায়লা ফারজানা, রওনাক আখতার সোহো আরো অনেকে। অনুষ্টানে অংশ গ্রহণকারী সবাইকে তিনি ধন্যবাদ জানান বিশেষ করে যারা ভলন্টিয়ারের দায়িত্ব পালন করেছেন তাদেরে কৃতজ্ঞতা জানিয়েছেন। অনুষ্টানে উপস্থিত

ক্যান্টন সিটিতে ঈদ পূনর্মিলনী  ছবি : সংগৃহিত
 

সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। ক্যান্টন সিটির কর্মকর্তা এন মারি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। স্টেট সিনেটর ডাইনা পোলহান্কি এমন একটি অনুষ্টানে উপস্থিত হয়ে খুবই আনন্দিত ও উচ্ছসিত হন, এ অনুষ্টানে তাঁকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান, বাঙ্গালি সংস্কৃতি ও এমন একটি অনুষ্টান উপহার দেয়ার জন্য সবার প্রশংসা করেন। 

ক্যান্টন সিটিতে ঈদ পূনর্মিলনী  ছবি : সংগৃহিত
 
Tag :
About Author Information

সংস্কৃতি

মিশিগানে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ক্যান্টন সিটিতে প্রবাসী বাংলাদেশীরা গত ১৭ জুলাই রোববার ঈদ পূনর্মিলনীর অনুষ্ঠান করেছেন। জানা যায় ঐদিন সন্ধ্যায় শহরের মদিনা একটিভিটি সেন্টারে এ অনুষ্টানে মিশিগানের স্টেট সিনেটর ডাইনা পোলহান্কি, ক্যান্টন

সিটির বিভিন্ন কর্মকর্তাসহ রাজ্যের ক্যান্টন,  ট্রয়, নভাই, অ্যান আরবার শহর থেকে শতাধিক লোকজন উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন। অনুষ্টানের আয়োজক সালমা সাইফ জানান, তিনি ও সাইফ মাসুদ গত ৮ বছর যাবত এ অনুষ্টান আয়োজন করছেন। দিন দিন এর জনপ্রিয়তা ও অংশ গ্রহণের ব্যাপকতা বাড়ছে। অনুষ্টানের মাধ্যমে একের সাথে অন্যের যোগাযোগ বিশেষ করে নতুন প্রজন্ম আমাদের

ক্যান্টন সিটিতে ঈদ পূনর্মিলনী  ছবি : সংগৃহিত
 

বাঙ্গালি সংস্কৃতি সম্বন্ধে অনেক কিছু জানতে পারে। তিনি আরো জানান, এ অনুষ্টান আয়োজন করতে সহযোগিতা করেছেন, আফসানা কেয়া, আলম ভূঁইয়া, শেরিন আখতার, হাবিব জামান, মোহাম্মদ জামান, শামীম সাহেদ, শায়লা সিমি, সানজিদা বন্যা, ফারজানা সানিয়া, তানিয়া চৌধুরী, অনন্ত সাইফ, লায়লা ফারজানা, রওনাক আখতার সোহো আরো অনেকে। অনুষ্টানে অংশ গ্রহণকারী সবাইকে তিনি ধন্যবাদ জানান বিশেষ করে যারা ভলন্টিয়ারের দায়িত্ব পালন করেছেন তাদেরে কৃতজ্ঞতা জানিয়েছেন। অনুষ্টানে উপস্থিত

ক্যান্টন সিটিতে ঈদ পূনর্মিলনী  ছবি : সংগৃহিত
 

সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। ক্যান্টন সিটির কর্মকর্তা এন মারি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। স্টেট সিনেটর ডাইনা পোলহান্কি এমন একটি অনুষ্টানে উপস্থিত হয়ে খুবই আনন্দিত ও উচ্ছসিত হন, এ অনুষ্টানে তাঁকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান, বাঙ্গালি সংস্কৃতি ও এমন একটি অনুষ্টান উপহার দেয়ার জন্য সবার প্রশংসা করেন। 

ক্যান্টন সিটিতে ঈদ পূনর্মিলনী  ছবি : সংগৃহিত