যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মোটর সিটি চ্যাম্পিয়ানশিপ (এমসিসি) ক্রিকেট টুর্নামেন্ট-২০২২।গতকাল ৫ আগস্ট ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনকারীরা এ তথ্য জানান। রাজ্যের ওয়ারেন এবং ডেট্রয়েট শহরের চারটি মাঠে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টটি ৪ সেপ্টেম্বর শেষ হবে। ।তবে ৫ সেপ্টেম্বরকে রিজার্ভ ডে (সংরক্ষিত দিবস) হিসেবে রাখা হয়েছে।আবহাওয়ার কারণে যদি নক আউট পর্বের খেলা সম্পন্ন না হয়, তাহলে ৫ সেপ্টেম্বর সেমিফাইনাল ও
ফাইনাল অনুষ্ঠিত হবে।এবারের টুর্নামেন্টে মোট ১০টি দল ২টি গ্রুপে অংশ নিবে। দলগুলো হচ্ছে, এশিয়া ইউনাইটেড, মিশিগান চিতা, র্যাপ্টরস, ডেট্রয়েট রয়্যালস, মোটরসিটি ইউনাইটেড, টার্মিনেটরস সিসি, লন্ডন রাইডার্স, জর্জিয়া টাইগার্স, বাংলাদেশ টাইগার্স এবং ফ্রেন্ডস ইউনাইটেড। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ সহ এবারের টুর্নামেন্টের প্রাইজ মানি নির্ধারিত হয়েছে ৫৫,০০০ ডলার। গত বছরের মত এবারের টুর্নামেন্টেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়েরা অংশ নিবেন বলে জানা গেছে। ।উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রাসেল, আমিন রিয়েলিটির প্রধান নির্বাহী সৌমিক আমিন, প্রেট্রা টাইটেল-এর প্রধান নির্বাহী সুভা আমিন, এমসিসি-এর অন্যতম প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ, এমসিসি-এর প্রেসিডেন্ট মুশারফ চৌধুরী, সাধারণ সম্পাদক তায়েফুর রহমান।এবার সেমিফাইনাল ও ফাইনাল মিলে মোট ২৩টি খেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিন তানিম।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী দলের খেলোয়াড়সহ মিশিগানের বিশিষ্ট জনেরা।এমসিসি-এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ব্যবসায়ী জগলুল হুদা সাংবাদিকদের বলেন, “গতবার এই টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা আশা করছি এবারও সবাই স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আয়োজনটিকে সাফল্যমন্ডিত করবেন।