ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিশিগানের বিভিন্ন স্থানে গত ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৯ দিন ব্যাপী বিভিন্ন সংগঠনে ও মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। জানা গেছে মিশিগানের বৃহত্তর ডেট্রয়েটের ডেট্রয়েট, ওয়ারেনসিটি, কমার্স চার্টার টাউনশিপসহ বিভিন্ন স্থানে ধুমধামের সহিত পূজা অনুষ্টিত হয়েছে। এবার পূজায় ছিল সুন্দর আবহাওয়া। সাধারণত এ সময়ে শীত পড়তে শুরু করে কিন্তু এবার ছিল নাতিশীতোষ্ণ আবহাওয়া। পূজা উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন ও মন্দিরগুলি বিভিন্ন অনুষ্টানের
আয়োজন করে এর মধ্যে ছিল পূজা, অঞ্জলি, আরাধনা, আরতি, যজ্ঞ, সন্ধি পূজা, সাংস্কৃতিক অনুষ্টান। সংগঠন ও মন্দির কমিটি পূজার সাংস্কৃতিক অনুষ্টান সুন্দর ও আকর্ষণীয় করতে কলকাতার বিভিন্ন জনপ্রিয় শিল্পী, কলাকুশলী ও ব্যান্ড দল এনে ছিলেন। পূজার প্রায় এক মাস আগ থেকেই পূজার প্রস্তুতি নিয়েছে মন্দির ও সংগঠনগুলো । প্রবাসের পূজা বেশীরভাগ সময়ই অনুষ্টিত হয় সপ্তাহের কর্ম দিবসে এবং উদযাপন করা হয় সপ্তাহান্তে। প্রবাসের পূজা মানে একে অন্যের সাথে দেখা, মত বিনিময়, আনন্দ উদযাপন।
দুর্গা মন্দিরের পূজা : ডেট্রয়েট শহরের দুর্গা মন্দিরের পূজা হয়েছে সপ্তাহব্যাপী, ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। তীথি মতো পূজা হয়েছে ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত এবং ৮ ও ৯ অক্টোবর পূজা উদযাপন করা হয়েছে। দুর্গা পূজা উপলক্ষ্যে দুর্গা মন্দির ব্যাপক কর্মসূচী নিয়েছিল। ছিল মায়ের বোধন, পূজা, অঞ্জলি, যজ্ঞ, সারা দিন ও রাত্রিব্যাপী প্রসাদ বিতরণ,আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টানাদি। ৩ অক্টোবর অষ্টমীর দিনে ১০৮টি সদ্য ফোটা পদ্মফুল ও ১০৮ টি প্রদীপ জালিয়ে সন্ধি পূজা করা হয়েছে। বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। পার্থ সারথী দেব এর সম্পাদনায় বহুবর্ণা বার্ষিক স্মরণিকা ‘শারদ অর্ঘ্য’ প্রকাশ করেছে দুর্গা মন্দির, এতে
দেশের ও প্রবাসের প্রথিতযশা লেখকদের প্রবন্ধ, কবিতা ছাঁপা হয়েছে। ৮ ও ৯ অক্টোবর বিকেল ৪টা থেকে রাত অবধি ছিল কবিতা আবৃতি, গান, নৃত্য, গীতিনাট্য, কাঠিনাচ, কমেডি শো। কানাডা থেকে আসা অতিথি শিল্পী সুমন সরকার ও মহুয়া গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করেন। এছাড়াও ছিল প্রদীপ চৌধুরীর নির্দেশনায় নাটক ‘কংস বধ’। সমসাময়িক বিষয় নিয়ে আকর্ষণীয় রম্য শ্রুতিনাটক পরিবেশন করেন ডলি দেব ও পার্থ দেব। প্রতিদিন ছিল আরতির সাথে ঐতিহ্যবাহী ধুনুচি নাচ। দুর্গা
মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ এই প্রতিনিধির সাথে আলাপকালে জানান, এবার পূজায় আবহাওয়া ভাল থাকায় প্রচুর জনসমাগম হয়েছে, আমরা মন্দিরের ভিতর ভক্তদের জায়গা দিতে না পেরে মাঠের মধ্যে বিকল্প ব্যবস্থা করেছি।। দুর্গা মন্দির হচ্ছে এ অঞ্চলে প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সবচেয়ে পুরানো সর্বজনীন মন্দির।
শিব মন্দিরের পূজা : মন্দিরটি গত বছর প্রতিষ্টিত হয়েছে।ওয়ারেন সিটিতে অবস্থিত শিব মন্দির দুর্গা পূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৯দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পূজা উদযাপন করেছে। প্রতিদিন ছিল পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি। সাংস্কৃতিক অনুষ্টান, ছিল কবিতা, গান, নাচ, গীতি আলেখ্য, ধামাইল, অতিথি শিল্পী শালিনী মুখার্জী একক সঙ্গীত পরিবেশন করেন।
বিচিত্রার পূজা : বিচিত্রা এবার দুই দিন ব্যাপী দুর্গোৎসব পালন করেছে। গত ১ ও ২ অক্টোবর কমার্স চার্টার টাউনশিপের ওয়ালড লেক সেনট্রাল হাই স্কুলে পূজা অনুষ্টিত হয়েছে। এতে ছিল পূজা, অঞ্জলি,প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্টান। এতে সঙ্গীত পরিবেশন করেন কলকাতা থেকে আগত অংকিতা ভট্রাচার্য ও চন্দ্রবিন্দু।
বিচিত্রা ইনকের পূজা : বিচিত্রা ইনক এবার দুর্গা পূজা করেছে তিনদিন । ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত।কমার্স টাউনশিপের ওয়ালড(Walled) লেক নর্থান হাই স্কুলে পূজা অনুষ্টিত হয়েছে। ছিল পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন কলকাতা থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী।
কালীবাড়ীর পূজা : ওয়ারেন সিটিতে অবস্থিত মিশিগান কালীবাড়ী ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৭ দিন ব্যাপী দুর্গা পূজা উদযাপন করেছে। এতে ছিল পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্টান, এতে সঙ্গীত পরিবেশন করেছেন কলকাতা থেকে আগত শিল্পী অমিত পাল।