যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে গত ২৮ জুলাই রোববার সন্ধ্যায় বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান (বাম) এর উদ্যোগে ১৫তম ‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল’ নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী।
তিনি আগামী ৩ ও ৪ আগষ্ট শনি ও রোববার ওয়ারেন সিটি স্কয়ারে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল’ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে মেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন দুই দিনের মেলায় ৩০/৩৫ হাজার লোক সমাগম হবে, বাংলাদেশ থেকে ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীরা মেলায় অংশ গ্রহণ করবেন, মেলায় সাংস্কৃতি অনুষ্ঠান, বাউল সন্ধ্যা, ব্যান্ড শো, ফ্যাশন শো, ট্যালেন্ট শো, ইয়থ ফোরাম, নৃত্য, রাফেল ড্র, দেশীয় আড্ডা, ৫০টিরও বেশী স্টল যাতে থাকবে বাংলাদেশি কাপড়, খেলনা, ঘর সাজানোর জিনিস ও রকমারি খাবারের দোকান। সংগঠনের স্বেচ্ছাসেবকসহ ওয়ারেন পুলিশ মেলার নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে তিনি জানান। আমেরিকার মূলধারার রাজনীতিবিদ, সিটি অফিসিয়েলসহ অনেকে এ মেলায় আসবেন বলে জানিয়েছেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, লুৎফুর বারী নিয়ন, মো: লুৎফর রহমান, বিজিত ধর মনি, সুমন কবির, কামাল উদ্দিন, সৈয়দ মঈন দীপুসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মাদ খালেদ।
মেলায় সঙ্গীত পরিবেশন করবেন চির সবুজ গায়ক কুমার বিশ্বজিত, বাউল কালা মিয়া, তানভীর শাহীন, ওয়াহিদ, তোসিবা, টেন এন্ড হাফ মাইলসহ আরো অনেকে।
অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন নিউইয়র্ক থেকে আগত টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। রাফেল ড্র’তে থাকবে একটি গাড়ীসহ আকর্ষণীয় পুরষ্কার।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান (বাম) এর কর্মকর্তা ও নেতৃবৃন্দসহ মিশিগানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক মেলা সার্থক ও সুন্দর করতে উপস্থিত সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলন শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।