যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির জেইন ফিল্ডে(বাংলা টাউন) গত ২৬, ২৭ ও ২৮ আগষ্ট (শুক্র, শনি ও রবিবার) অনুষ্টিত হয় নর্থ আমেরিকান বাংলাদেশী মেলা। জানা গেছে, নর্থ আমেরিকান বাংলাদেশী মেলা কমিটির উদ্যোগে ডেট্রয়েট সিটির বাংলা টাউন খ্যাত জেইন ফিল্ডে তিন দিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। এবার ছিল মেলার ২১তম বর্ষপূর্তি। করোনার কারণে গত দুই
বছর মানুষ ঘর থেকে বের হতে পারেনি তাই মেলায় প্রবাসী বাঙ্গালির ঢল নেমেছিল। গত রোববার বিকেলে মেলা প্রাঙ্গনে গিয়ে দেখা যায় বিশাল মাঠে প্রায় ৫ হাজারের বেশী মানুষের সমাবেশ। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবাকে নিয়ে অনেকে এসেছেন মেলা দেখতে। ছন্দে বাধা প্রবাস জীবনের নগর ব্যস্ততায় মেলার দিনগুলি হয়ে উঠেছিল আনন্দমূখর, মূলত সবার
সঙ্গে মিলিত হওয়ার, আড্ডা দেবার এক সুবর্ণ সুযোগ। এ মেলা পরিণত হয়েছিল মিলন মেলায়। শিশু কিশোরদেরকে দেখা যায় পার্কের সবুজ চত্বরে খেলাধূলা করতে। বয়স্করা মেতেছিলেন আড্ডায়।আয়োজকরা জানান, বাংলা, বাঙ্গালি সংস্কৃতি, কৃষ্টি,ঐতিহ্য, নতুন প্রজন্মকে জানানো ও তাদের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য এ মেলা। মেলায় ছিল রকমারি দোকানপাট। সেসব দোকানে ছিল বাংলাদেশী পণ্যের বাহার। শাড়ী, গহনা, খেলনা,খাবারের দোকান। বিক্রেতাদের সাথে আলাপ করে জানা যায় মেলায় ভাল বেচাকেনা হয়েছে।
মিশিগানের বৃহত্তর ডেট্রয়েটের হ্যামট্রাম্যাক, ডেট্রয়েট, ট্রয়, ওয়ারেন, ষ্টার্লিংহাইটস, মেডিসন হাইটস, রয়েল অক, অ্যান আরবার, লেন্সিং, ক্যান্টন, পন্টিয়াক শহরসহ বিভিন্ন স্থান থেকে প্রবাসী বাঙ্গালিরা মেলায় আসেন। মেলা কার্যত পরিণত হয় উৎসবে। প্রবাসে মেলা এখন বাঙ্গালির এক বিশেষ পার্বণ। মেলায় ছিল আকর্ষণীয় রাফেল ড্র। রাফেল ড্র’র প্রথম পুরষ্কার ছিল একটি গাড়ী, এছাড়াও
ছিল ডেট্রয়েট-ঢাকা-ডেট্রয়েট রিটার্ন টিকেট, মোটর সাইকেলসহ আকর্ষণীয় পুরষ্কার। মেলায় স্থানীয় শিল্পীরা অংশ গ্রহন করেন। নিউইয়র্ক থেকে আগত জনপ্রিয় শিল্পী নীলিমা শশি, শাহ মাহবুব ও ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীনের সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ হন মিশিগানবাসী। মেলায় ডেট্রয়েট ও হ্যামট্র্যাম্যাক সিটির বিভিন্ন কর্মকর্তা ও কাউন্সিলাররা উপস্থিত ছিলেন।