১৯৯৯ সাল থেকে ২০২৩ সাল। এ সময়ে বন্দুকধারীদের গুলিতে আমেরিকায় প্রায় ১৭৫ জন মানুষ নিহত হয়েছেন, এর একটা বড় অংশ হচ্ছে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। স্কুল কলেজের কোমলমতির ছাত্রছাত্রীদের হত্যাকান্ডগুলো মানুষের মনে গভীরভাবে প্রভাব ফেলে। শুধু স্কুল, কলেজ নয় স্টোর, থিয়েটার, কর্মক্ষেত্র, বারসহ বিভিন্ন স্থানে বন্দুকধারীদের গুলিতে শত শত মানুষ অসহায়ভাবে মারা গেছেন। এখানে শুধু স্কুল কলেজে বন্দুকধারীদের গুলিতে ছাত্রছাত্রীদের নিহত ও আহতদের কথা উল্লেখ করা হচ্ছে। অ্যাসোসিয়েট প্রেস, ইউএসএ টুডে ও নর্থ ইষ্টার্ন ইউনিভার্সিটি কর্তৃক সংকলিত এক ডাটাবেস থেকে এ তথ্য জানা যায়। ১৯৯৯ সালের কলম্বাইন হাই স্কুল থেকে টেনেসির ন্যাশভিলে গত সোমবার পর্যন্ত ১৫টি ঘটনায় ১৭৫ জন মারা গেছেন বলে জানা গেছে। এ ধরণের ঘটনাগুলো ঘটার পর পত্রপত্রিকা, টেলিভিষন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা, সমালোচনা হয়, বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ মতামত দেন কিন্তু এসব বন্ধে বড় কোন পদক্ষেপ নেয়া হয়েছে এমনটা চোখে পড়ে না।
১. ন্যাশভিলের একটি স্কুলে গতকাল সোমবার ২৮ বছর বয়েসী এক মহিলা অসল্ট স্টাইল রাইফেল ও একটি পিস্তল নিয়ে ঢুকে তিনজন ছাত্র ও তিনজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে হত্যা করে। পুলিশের গুলিতে সন্দেহভাজন মহিলা মারা গেছেন বলে জানা গেছে।
২. ২০২২ সালের মে মাসে টেক্সাসের উভালদের রাব এলিম্যান্টারী স্কুলে ১৮ বছর বয়েসী এক বন্দুকধারীর গুলিতে ১৯ জন শিশু ও দুইজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে বন্দুকধারী নিহত হয়েছেন বলে জানা গেছে।
৩. মিশিগানের অক্সফোর্ড হাই স্কুলে ২০২১ সালের নভেম্বরে এক বন্দুকধারী ছাত্র ৪ জনকে হত্যা ও কয়েক জনকে আহত করে।
৪. ২০১৮ সালের মে মাসে হিউস্টন এলাকার সান্টা ফি হাই স্কুলে ১৭ বছর বয়েসী এক বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন এর অধিকাংশই ছাত্র বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
৫. ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে ফ্লোরিডার পার্কল্যান্ডের মার্জারি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে এক বন্দুক হামলায় ১৪ জন ছাত্র ও তিন জন স্টাফ নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন। বন্দুকধারীকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে।
৬. ২০১৫ সালের অক্টোবর মাসের ১৫ তারিখ ওরিগনের রোজবার্গের একটি কমুউনিটি কলেজে এক বন্দুকধারী হামলা চালালে ৯ জন মারা যান এবং ৯ জন আহত হন। হামলাকারী পরে নিজে আত্মহত্যা করেন।
৭. ২০১৪ সালের অক্টোবর মাসে ওয়াশিংটন অঙ্গরাজ্যের মিরিসভিল পিলচাক হাই স্কুলে ১৫ বছর বয়েসী এক যুবক ৪ জন ছাত্রকে গুলি করে হত্যা করে নিজেও আত্মহত্যা করে।
৮. ২০১৪ সালের মে মাসে ক্যালিফোর্নিয়ার ইসলা ভিস্তাতে একটি স্কুলের কাছে ২২ বছর বয়েসী এক ছাত্র ৬ জন ছাত্রকে ছুরিকাঘাত বা বন্দুক দিয়ে গুলি করে হত্যা করেছে এবং আরে কয়েক জনকে আহত করেছে। পরে সে নিজেও আত্মহত্যা করেছে। জানা গেছে প্রেমে প্রত্যাখাত (Sexual Rejections) হয়ে হতাশায় সে কান্ড ঘটায়।
৯. ২০১২ সালের ২৭ ডিসেম্বর কানিকটিকাটের নিউ টাউনের ১৯ বছর বয়েসী এক ব্যক্তি বাড়ীতে তার মাকে হত্যা করে বাড়ীর পাশের স্যান্ডি হুক প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রথম শ্রেণীর ২০ জন ছাত্র ও ৬ জন শিক্ষককে হত্যা করে নিজেও আত্মহত্যা করে।
১০. ২০১২ সালের এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ার ইষ্ট ওকল্যান্ডের ছোট একটি বেসরকারী কলেজে প্রাক্তন নার্সিং এর ছাত্র ৭ জনকে গুলি করে হত্যা করেছে। পরে ২০১৯ সালে কারাগারে তিনি মারা যান বলে জানা গেছে।
১১. ২০০৮ সালের ফেব্রুয়ারী মাসে ইলিনয় অঙ্গরাজ্যের ডিকালবের একটি স্কুলে ২৭ বছর বয়েসী এক প্রাক্তন ছাত্র ৫ জনকে গুলি করে হত্যা করে এবং আরো ২০ জনকে আহত করে। পরে সে নিজেও আত্মহত্যা করে।
১২. ২০০৭ সালের এপ্রিল মাসে ভার্জিনিয়ার ব্ল্যাকসবার্গ ক্যাম্পাসে ২৩ বছর বয়েসী এক ছাত্র বন্দুক দিয়ে ৩২ জনকে হত্যা করেছিল। আহত হয়েছিলেন অনেকে। হত্যাকান্ডের পরে সে নিজেও আত্মহত্যা করে।
১৩. ২০০৬ সালের অক্টোবর মাসে পেনসিলভেনিয়ার লাঙ্কাস্টারের কাছে ৩২ বছর বয়েসী এক ব্যক্তি অ্যামিশ স্কুলে প্রবেশ করে গুলি করে ৫ জনকে হত্যা করে ও অন্য আরো ৫ জনকে আহত করে। ঘটনার পর সে নিজেও আত্মহত্যা করে।
১৪. ২০০৫ সালের মার্চ মাসে ১৬ বছর বয়েসী এক ছাত্র তার মিনেসোটার বাড়ীতে তার দাদু ও দাদুর সঙ্গীকে হত্যা করে বাড়ীর পাশের রেড লেক হাই স্কুলে যায়, সেখানে ৫ জন ছাত্র, একজন শিক্ষক, একজন নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে। এরপর নিজে আত্মহত্যা করে।
১৫. ১৯৯৯ সালের এপ্রিল মাসে কলোরাডোর লিটনটনের কলম্বিয়ান হাই স্কুলে দুই ছাত্র তাদের ১২জন সহপার্টিকে ও একজন শিক্ষককে হত্যা করেছে, আহত করেছে অনেককে। ঘটনার পর দুজনেই আত্মহত্যা করে।
উপরের শারণী একটু লক্ষ্য করলে দেখা যায় যারা হত্যাকারী এদের অধিকাংশের বয়স ১৫ বছর থেকে ২৫ বছর এবং অধিকাংশই ঘটনার পর আত্মহত্যা করেন। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এসব বন্দুকধারীদের গুলিতে যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশেরই বয়স ৫ থেকে ২৫ বছর।