এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটি সপ্তাহব্যাপী (২০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর) আলোর উৎসব পালন করছে। ‘মোমো চা’ ও ‘ডেট্রয়েট শিপিং কোম্পানী’সহ একাধিক স্থানে এ উৎসব পালন করা হচ্ছে। শান্তি ফাইন্ডেশনের সহায়তায় ‘দিওয়ালী ইন দ্যা ডি’র লক্ষ্য হলো সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি ও ডেট্রয়েটে নতুন ঐতিহ্য সৃষ্টি করা। শান্তি ফাইন্ডেশনের সুরভ দেব বলেন, দীপাবলী হচ্ছে নতুনের সূচনা, ঐক্য, আনন্দের একটি উৎসব। সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানে থাকবে নৃত্য, সঙ্গীত, থিয়েটার, ঐতিহ্যবাহী খাবার, শিল্পকর্ম, পরিবারবান্ধব বিভিন্ন কর্মকান্ড, নতুন দর্শকদের কাছে দীপাবলীর ঐতিহ্যের পরিচয় করিয়ে দেয়া, কর্মশালা ও প্রদর্শনী।
১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনাম :
উৎসব
প্রথমবারের মতো ডেট্রয়েট সিটি সপ্তাহব্যাপী আলোর উৎসব পালন করছে
-
পার্থ সারথী দেব - আপডেট টাইম : ০৬:০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- 56
Tag :
জনপ্রিয় সংবাদ









