০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

পৃথিবীর সর্ব বৃহৎ মোটর কোম্পানী ফোর্ড, জিএম, স্টেলান্টিসের কর্মীদের ধর্মঘট শুরু

আমেরিকার ইতিহাসে এই প্রথমবারের মতো মিশিগানে অবস্থিত পৃথিবীর সর্ব বৃহৎ মোটর কোম্পানী ফোর্ড, জিএম, স্টেলান্টিসের কর্মীরা ধর্মঘট ঘোষণা করেছে। ইউনিয়ন(ইউনাইটেড অটো ওয়ার্কারস) ও অটোমেকাররা নির্দিষ্ট সময়সীমার মধ্যে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এই ধর্মঘট। ফোর্ড মোটর কোম্পানি, জেনারেল মোটরস এবং স্টেলান্টিসের সাথে চুক্তির মেয়াদ গত ১৪ সেপ্টম্বর ১১:৫৯ মিনিটে শেষ হওয়ার পরে, ১৫ সেপ্টেম্বর শুক্রবার ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ধর্মঘট ঘোষণা করে।  অটোমেকাররা সম্প্রতি ইউনিয়নের দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা প্রস্তাব দিয়েছে, যা কয়েক সপ্তাহ আগে ঘোষণা করা হয়েছিল, কিন্তু ইউনিয়ন তিনটি কোম্পানির প্রস্তাবই প্রত্যাখ্যান করেছে। ইউনাইটেড অটো ওয়ার্কারস এর প্রেসিডেন্ট শন ফেইন বলেছেন, আমরা আমাদের কর্মীদের জন্য অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করার জন্য কঠোর পরিশ্রম করেছি কিন্তু ব্যর্থ হয়ে ইতিহাসে প্রথমবারের মতো আমরা একসঙ্গে তিনটি বিগ থ্রি-মোটর কোম্পানীতে ধর্মঘট ঘোষণা করেছি।  জুলাই মাসে আমরা আলোচনা শুরু করেছিলাম কিন্তু আলোচনা ছিল খুব ধীরগতির, দর কষাকষির প্রক্রিয়াটি তেমন এগোনো যায়নি যার ফলে এই ধর্মঘট, ফেইন বলেন, আমরা 
(ইউনিয়ন) সীমিত সংখ্যক কারখানায় ধর্মঘট  শুরু করেছি।  ইউনিয়ন এটিকে একটি "স্ট্যান্ড আপ স্ট্রাইক" বলে অভিহিত করছে। ফেইন আরো বলেছেন সাম্প্রতিক বছরগুলিতে জিএম, ফোর্ড এবং স্টেলান্টিস "রেকর্ড পরিমাণ লাভ"  করেছে কিন্তু কর্মীদের জন্য ভাল বেতন দেয়নি, ইউনিয়ন হিসাব করে দেখেছে, যে বিগ থ্রি কোম্পানী ২০২৩ সালের প্রথম ছয় মাসে মোট ২১ বিলিয়ন ডলার মুনাফা করেছে এবং গত ১০ বছরে  মুনাফা করেছে ২৫০ বিলিয়ন ডলার, কিন্তু কর্মচারীদের মজুরি গত চার বছরে বেড়েছে মাত্র ৬%। জীবনযাত্রা ব্যয়, দ্রব্য মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ইউনিয়ন ৪০% মজুরি বৃদ্ধির দাবী জানিয়েছে। জানা গেছে, সর্বশেষ প্রস্তাবে ফোর্ড সাড়ে চার বছরের জন্য ২০%,  জেনারেল মোটরস চার বছরের জন্য ১৮% এবং স্টেলান্টিস ১৭.৫% মজুরি বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলো কিন্তু  ফেইন বলেছেন যে জীবনযাত্রা ব্যয়, দ্রব্য মূল্য বৃদ্ধির খরচের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়।  ফোর্ড, জিএম এবং স্টেলান্টিস তিনটি মোটর কোম্পনীতে ইউনাইটেড অটো ওয়ার্কারস এর  ১৪৬০০০ সদস্য রয়েছে। ইউনিয়নের প্রায় সমস্ত অটোওয়ার্কার্স ৯৭%  ধর্মঘটের  পক্ষে ভোট দিয়েছেন। এদিকে বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেছেন, এ ধর্মঘট অর্থনীতিতে প্রভাব ফেলবে।মিশিগানের ডেট্রয়েটের ওয়েন স্টেট ইউনিভার্সিটির গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর শিক্ষক ইফ রাইটমার বলেন, যদি এ ধর্মঘট বেশী দিন স্থায়ী হয় তবে ছোটছোট ফ্যক্টরি, ব্যবসা প্রতিষ্টান ক্ষতিগ্রস্থ হবে এমন কি বন্ধ হয়ে যেতে পারে। এদিকে বৃহৎ তিনটি মোটর কোম্পানীতে ধর্মঘট শুরু হওয়ায় মিশিগান প্রবাসী বাঙ্গালিদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। মিশিগানে প্রায় ৮০ হাজার বাঙ্গালি বাস করেন এদের অধিকাংশই বিভিন্ন মোটর কোম্পানীতে চাকরি করেন। যদি এ ধর্মঘট বেশী দিন স্থায়ী হয় তবে কোম্পানীগুলো কর্মীদের লেইড অব দিবে। দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি পাওয়ায় মানুষ উদ্বিগ্ন।
Tag :
About Author Information

মিশিগানে ‘বাংলাটাউন’ নামক ফলকটিতে কে বা কারা বাংলাদেশের পতাকাটি মুছে দিয়েছে

পৃথিবীর সর্ব বৃহৎ মোটর কোম্পানী ফোর্ড, জিএম, স্টেলান্টিসের কর্মীদের ধর্মঘট শুরু

আপডেট টাইম : ১১:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
আমেরিকার ইতিহাসে এই প্রথমবারের মতো মিশিগানে অবস্থিত পৃথিবীর সর্ব বৃহৎ মোটর কোম্পানী ফোর্ড, জিএম, স্টেলান্টিসের কর্মীরা ধর্মঘট ঘোষণা করেছে। ইউনিয়ন(ইউনাইটেড অটো ওয়ার্কারস) ও অটোমেকাররা নির্দিষ্ট সময়সীমার মধ্যে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এই ধর্মঘট। ফোর্ড মোটর কোম্পানি, জেনারেল মোটরস এবং স্টেলান্টিসের সাথে চুক্তির মেয়াদ গত ১৪ সেপ্টম্বর ১১:৫৯ মিনিটে শেষ হওয়ার পরে, ১৫ সেপ্টেম্বর শুক্রবার ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ধর্মঘট ঘোষণা করে।  অটোমেকাররা সম্প্রতি ইউনিয়নের দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা প্রস্তাব দিয়েছে, যা কয়েক সপ্তাহ আগে ঘোষণা করা হয়েছিল, কিন্তু ইউনিয়ন তিনটি কোম্পানির প্রস্তাবই প্রত্যাখ্যান করেছে। ইউনাইটেড অটো ওয়ার্কারস এর প্রেসিডেন্ট শন ফেইন বলেছেন, আমরা আমাদের কর্মীদের জন্য অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করার জন্য কঠোর পরিশ্রম করেছি কিন্তু ব্যর্থ হয়ে ইতিহাসে প্রথমবারের মতো আমরা একসঙ্গে তিনটি বিগ থ্রি-মোটর কোম্পানীতে ধর্মঘট ঘোষণা করেছি।  জুলাই মাসে আমরা আলোচনা শুরু করেছিলাম কিন্তু আলোচনা ছিল খুব ধীরগতির, দর কষাকষির প্রক্রিয়াটি তেমন এগোনো যায়নি যার ফলে এই ধর্মঘট, ফেইন বলেন, আমরা 
(ইউনিয়ন) সীমিত সংখ্যক কারখানায় ধর্মঘট  শুরু করেছি।  ইউনিয়ন এটিকে একটি "স্ট্যান্ড আপ স্ট্রাইক" বলে অভিহিত করছে। ফেইন আরো বলেছেন সাম্প্রতিক বছরগুলিতে জিএম, ফোর্ড এবং স্টেলান্টিস "রেকর্ড পরিমাণ লাভ"  করেছে কিন্তু কর্মীদের জন্য ভাল বেতন দেয়নি, ইউনিয়ন হিসাব করে দেখেছে, যে বিগ থ্রি কোম্পানী ২০২৩ সালের প্রথম ছয় মাসে মোট ২১ বিলিয়ন ডলার মুনাফা করেছে এবং গত ১০ বছরে  মুনাফা করেছে ২৫০ বিলিয়ন ডলার, কিন্তু কর্মচারীদের মজুরি গত চার বছরে বেড়েছে মাত্র ৬%। জীবনযাত্রা ব্যয়, দ্রব্য মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ইউনিয়ন ৪০% মজুরি বৃদ্ধির দাবী জানিয়েছে। জানা গেছে, সর্বশেষ প্রস্তাবে ফোর্ড সাড়ে চার বছরের জন্য ২০%,  জেনারেল মোটরস চার বছরের জন্য ১৮% এবং স্টেলান্টিস ১৭.৫% মজুরি বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলো কিন্তু  ফেইন বলেছেন যে জীবনযাত্রা ব্যয়, দ্রব্য মূল্য বৃদ্ধির খরচের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়।  ফোর্ড, জিএম এবং স্টেলান্টিস তিনটি মোটর কোম্পনীতে ইউনাইটেড অটো ওয়ার্কারস এর  ১৪৬০০০ সদস্য রয়েছে। ইউনিয়নের প্রায় সমস্ত অটোওয়ার্কার্স ৯৭%  ধর্মঘটের  পক্ষে ভোট দিয়েছেন। এদিকে বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেছেন, এ ধর্মঘট অর্থনীতিতে প্রভাব ফেলবে।মিশিগানের ডেট্রয়েটের ওয়েন স্টেট ইউনিভার্সিটির গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর শিক্ষক ইফ রাইটমার বলেন, যদি এ ধর্মঘট বেশী দিন স্থায়ী হয় তবে ছোটছোট ফ্যক্টরি, ব্যবসা প্রতিষ্টান ক্ষতিগ্রস্থ হবে এমন কি বন্ধ হয়ে যেতে পারে। এদিকে বৃহৎ তিনটি মোটর কোম্পানীতে ধর্মঘট শুরু হওয়ায় মিশিগান প্রবাসী বাঙ্গালিদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। মিশিগানে প্রায় ৮০ হাজার বাঙ্গালি বাস করেন এদের অধিকাংশই বিভিন্ন মোটর কোম্পানীতে চাকরি করেন। যদি এ ধর্মঘট বেশী দিন স্থায়ী হয় তবে কোম্পানীগুলো কর্মীদের লেইড অব দিবে। দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি পাওয়ায় মানুষ উদ্বিগ্ন।