০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
হত্যাকাণ্ড

নিউইয়র্কের বাফেলোতে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত, বাফেলোতে বসবাসরত বাঙালিরা বিক্ষুব্ধ, ভীত ও বিচলিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বাফেলোতে বসবাসরত বাঙালিরা ক্ষুব্ধ ও ভীত বলে জানা গেছে।  শনিবার দুপুরের মর্মান্তিক ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবীতে গতকাল রোববার বাফেলোর ব্রডওয়ে ফিলমোরের বাফেলো মুসলিম সেন্টারে শত শত বাঙালি জড়ো হয়েছিলেন। দুই সন্তানের জনক আবু সালেহ মোহাম্মদ ইউসুফ এবং সাত সন্তানের জনক বাবুল মিয়ার প্রাণঘাতী গুলির ঘটনায় বাঙালি সম্প্রদায় ক্ষুব্ধ, ভীত ও বিচলিত। বাফেলো পুলিশ জানিয়েছে, গত শনিবার জেনার রোডের একটি বাড়ীতে দুইজন কাজ করছিলেন, দুপুরের দিকে ফোন কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় কে বা কারা এই দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। একজনকে বারান্দায় এবং অন্যজনকে গুলিবিদ্ধ অবস্থায়  রাস্তায়  পাওয়া যায়। পুলিশ ফুটেজ থেকে জানতে পেরেছে, অফিসাররা আসার আগেই সন্দেহভাজন পিছনের দরজা দিয়ে চলে গেছে।

মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবীতে গতকাল রোববার বাফেলোর ব্রডওয়ে ফিলমোরের বাফেলো মুসলিম সেন্টারে শত শত বাঙালি জড়ো হয়েছিলেন, ছবি সংগৃহিত

বাফেলো মুসলিম সেন্টারে জড়ো হওয়া বাঙালিদের উদ্দেশ্যে শহরের মেয়র বায়রন ব্রাউন বলেন সন্দেহভাজন ব্যক্তিকে বিচারের আওতায় আনার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এ সময় সমবেত সবাই “বিচার চাই, বিচার চাই” বলে উচ্চস্বরে শ্লোগান দিচ্ছিলেন। পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া জনতাকে আশ্বস্ত করেন যে তারা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করে দায়ী ব্যক্তিকে ধরার জন্য কাজ করে যাচ্ছেন। ডাউন টাউনে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া আবারো বলেন, সন্দেহভাজন ব্যক্তিকে ধরার জন্য তারা কাজ করে যাচ্ছেন। বাফেলো পুলিশ বিভাগ এক ব্যক্তির ছবি প্রকাশ করে ওকে শনাক্ত করতে জনসাধারণের সাহায্য চাইছে। শনিবারের হত্যাকান্ড নিয়ে অজানা বিষয় নিয়ে কথা বলতে চায়।

বাফেলো পুলিশ বিভাগ এই ব্যক্তির ছবি প্রকাশ করে ওকে শনাক্ত করতে জনসাধারণের সাহায্য চাইছে : ছবি : সংগৃহিত

এদিকে ক্রাইম স্টপারস ডব্লিউএনওয়াই বাবুল মিয়া ও আবু ইউসুফের হত্যাকান্ডের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার বা অভিযুক্ত করার জন্য তথ্যের জন্য ৭ হাজার ৫০০ ডলার পুরষ্কার ঘোষণা করেছে।

প্রতিবেদনটি তৈরী করতে বাফেলো ম্যাগাজিন, দি বাফেলো নিউজ, ২ডব্লিউজি আরজে’র সাহায্য নেয়া হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শেলবি টাউনশিপের জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতার

হত্যাকাণ্ড

নিউইয়র্কের বাফেলোতে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত, বাফেলোতে বসবাসরত বাঙালিরা বিক্ষুব্ধ, ভীত ও বিচলিত

আপডেট টাইম : ১১:৩৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বাফেলোতে বসবাসরত বাঙালিরা ক্ষুব্ধ ও ভীত বলে জানা গেছে।  শনিবার দুপুরের মর্মান্তিক ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবীতে গতকাল রোববার বাফেলোর ব্রডওয়ে ফিলমোরের বাফেলো মুসলিম সেন্টারে শত শত বাঙালি জড়ো হয়েছিলেন। দুই সন্তানের জনক আবু সালেহ মোহাম্মদ ইউসুফ এবং সাত সন্তানের জনক বাবুল মিয়ার প্রাণঘাতী গুলির ঘটনায় বাঙালি সম্প্রদায় ক্ষুব্ধ, ভীত ও বিচলিত। বাফেলো পুলিশ জানিয়েছে, গত শনিবার জেনার রোডের একটি বাড়ীতে দুইজন কাজ করছিলেন, দুপুরের দিকে ফোন কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় কে বা কারা এই দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। একজনকে বারান্দায় এবং অন্যজনকে গুলিবিদ্ধ অবস্থায়  রাস্তায়  পাওয়া যায়। পুলিশ ফুটেজ থেকে জানতে পেরেছে, অফিসাররা আসার আগেই সন্দেহভাজন পিছনের দরজা দিয়ে চলে গেছে।

মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবীতে গতকাল রোববার বাফেলোর ব্রডওয়ে ফিলমোরের বাফেলো মুসলিম সেন্টারে শত শত বাঙালি জড়ো হয়েছিলেন, ছবি সংগৃহিত

বাফেলো মুসলিম সেন্টারে জড়ো হওয়া বাঙালিদের উদ্দেশ্যে শহরের মেয়র বায়রন ব্রাউন বলেন সন্দেহভাজন ব্যক্তিকে বিচারের আওতায় আনার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এ সময় সমবেত সবাই “বিচার চাই, বিচার চাই” বলে উচ্চস্বরে শ্লোগান দিচ্ছিলেন। পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া জনতাকে আশ্বস্ত করেন যে তারা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করে দায়ী ব্যক্তিকে ধরার জন্য কাজ করে যাচ্ছেন। ডাউন টাউনে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া আবারো বলেন, সন্দেহভাজন ব্যক্তিকে ধরার জন্য তারা কাজ করে যাচ্ছেন। বাফেলো পুলিশ বিভাগ এক ব্যক্তির ছবি প্রকাশ করে ওকে শনাক্ত করতে জনসাধারণের সাহায্য চাইছে। শনিবারের হত্যাকান্ড নিয়ে অজানা বিষয় নিয়ে কথা বলতে চায়।

বাফেলো পুলিশ বিভাগ এই ব্যক্তির ছবি প্রকাশ করে ওকে শনাক্ত করতে জনসাধারণের সাহায্য চাইছে : ছবি : সংগৃহিত

এদিকে ক্রাইম স্টপারস ডব্লিউএনওয়াই বাবুল মিয়া ও আবু ইউসুফের হত্যাকান্ডের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার বা অভিযুক্ত করার জন্য তথ্যের জন্য ৭ হাজার ৫০০ ডলার পুরষ্কার ঘোষণা করেছে।

প্রতিবেদনটি তৈরী করতে বাফেলো ম্যাগাজিন, দি বাফেলো নিউজ, ২ডব্লিউজি আরজে’র সাহায্য নেয়া হয়েছে।