যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের দুর্গা টেম্পল থেকে দুই দিনের এক তীর্থযাত্রার আয়োজন করেছেন মন্দিরের নির্বাহী কমিটি। এ তীর্থযাত্রায় ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন মন্দিরের সভাপতি পংকজ দাশ। আগামী মেমোরিয়েল ডে সপ্তাহান্তে ২৮ ও ২৯ মে শনি ও রবিবার এ তীর্থ যাত্রার দিন ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের সহসভাপতি নৃপেশ সুত্রধর। তীর্থ ভ্রমণে ৫টি মন্দির দর্শন করা হবে শনিবার, মন্দিরগুলো হচ্ছে, গ্রেটার ক্লিভল্যান্ড শিব বিষ্ণু টেম্পল, শ্রী ভেঙ্কেটেশ্বর (বালাজী) টেম্পল, শ্রী স্বামী নারায়ন হিন্দু টেম্পল, বিএপিএস স্বামী নারায়ন মন্দির, ক্লিভল্যান্ড ও জৈন সোসাইটি অব গ্রেটার ক্লিভল্যান্ড। রোববার সকালে কাইহোগা ভ্যালী ন্যাশন্যাল পার্ক, ব্রেন্ডীওয়াইন ফলস ট্রেলহেড পরিদর্শন করা হবে।
শনিবার সকাল ৮টায় ডেট্রয়েট দুর্গা টেম্পল পার্কিং লট থেকে বাস ছাড়বে এবং পরদিন রোববার বিকেল ৫টায় বাস এসে পৌঁছবে দুর্গা টেম্পল পার্কিং লটে। পার্কিং লটে গাড়ী রাখা যাবে। সিকিউরিটির ব্যবস্থা থাকবে। শনিবার রাত হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। শনিবার দুপুরে ও রাতে নিরামিষ খাবারের ব্যবস্থা থাকবে। রোববার সকাল ও দুপুরেও নিরামিষ খাবার পরিবেশন করা হবে। চাঁদা জনপ্রতি ১৫০.০০ডলার, ১০ বছরের নীচে যাদের বয়স তাদের জন্য ১২৫.০০ডলার। যারা এই তীর্থ ভ্রমণে যেতে ইচ্ছুক তারা নীচের ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। ফোন : ৩১৩-৪১৫-৪০৬৩, ৩১৩-৭৭৫-৪২৮২, ৩১৩-২০৮-৫৪১১, ৩১৩-৩১২-২৩৭৩।