যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের দুর্গা টেম্পলে গতকাল ১৪মে শনিবার ছিল এক ঐতিহাসিক দিন। এদিন মন্দিরের সম্প্রসারণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘদিন এই ক্ষণটির প্রতিক্ষায় ছিলেন দুর্গা মন্দিরের ভক্তমন্ডলি। সেই প্রতিক্ষার অবসান হয়েছে গতকাল। উল্লেখ্য দুর্গা টেম্পলে গত ১৬ এপ্রিল বাংলা বর্ষ বরণের দিন মন্দির সম্প্রসারণের জন্য ভূমি পূজা অনুষ্ঠিত হয়। ভূমি পূজার মাধ্যমে দুর্গা টেম্পলের এক নতুন যাত্রা শুরু হয়। এর ধারাবাহিকতায় গতকাল কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে সিজেপি ইঞ্জিনিয়ারিং এন্ড ডিজাইন এর সাথে কনট্রাক্ট সাইন করেছেন দুর্গা টেম্পলের প্রেসিডেন্ট পংকজ দাশ।
এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের বোর্ড সদস্যসহ মন্দিরের ভক্তমন্ডলি। করতালি ও জয় মা দুর্গার জয়ধ্বনীর মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সংস্থাটি মন্দিরের ভূ-সংস্থান-সংক্রান্ত জরিপ(Topographical survey) পরিচালনা করবে। বর্তমান কমিটি ক্ষমতা গ্রহণকালে মন্দিরের ভক্তমন্ডলিকে কথা দিয়েছিলেন সুন্দর একটি সমাজ গঠনের লক্ষ্যে তারা কাজ করে যাবেন, পরিবর্তন আনবেন, করবেন মন্দির সম্প্রসারণের কাজ, আর এই লক্ষ্যেই কমিটি কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই মন্দির সম্প্রসারণের উদ্দেশে ভক্তবৃন্দরা আর্থিক সহযোগিতা ও দান করেছেন, দিয়েছেন ব্যাপক সাড়া।যারা এখনো দান করতে পারেননি তাদের প্রতি মন্দিরের সভাপতিসহ কমিটির সদস্যরা অনুরোধ করেছেন এই স্বপ্ন পূরণের যাত্রায় আপনি/আপনারাও হোন আমাদের সহযাত্রী। এ মন্দিরই আমাদের ঠিকানা। আমাদের পরিচয়। আমাদের শিকড়। আমাদের সবার প্রিয় সর্বজনীন মন্দির।