১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
উৎসব

দুর্গা টেম্পলে শারদ উৎসবের প্রস্তুতি সভা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে গত রোববার ৭ সেপ্টেম্বর দুর্গা মন্দিরে আসন্ন সপ্তাহব্যাপী শারদ উৎসবের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্দিরের নির্বাহী কমিটির সভাপতি পংকজ দাশ, সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর। সভায় উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি নিপেশ সুত্রধর,কমিটির সদস্য পার্থ দেব, অমল দেব, সুব্রত ধর, মহিতোষ ভৌমিক, সুভাষ দাশ প্রদীপ চৌধুরী, আশু ছত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন মন্দিরের পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী, রণজিত ঘোষ,  নিত্য দত্ত, হিমাংশু চৌধুরী, সুবিমল সেনাপতি, হারান সেন, সঞ্জয় দেব, বিশ্বেস্বর চন্দ, চন্দন গুপ্ত, স্বপ্না দাশ, রুবি ধর, সাথী সুত্রধরসহ আরো অনেকে। পূজা যাতে সুন্দর ও আকর্ষণীয় হয় সেই লক্ষ্যে সবার সম্মতিক্রমে ভক্তদেরে বিভিন্ন কাজের দায়িত্ব অর্পণ করা হয়। এছাড়াও যে কোন ভক্ত তাদের নাম নিবন্ধন করে এসব কর্মকান্ড অংশগ্রহণ করতে পারবেন।

আপ্যায়ন : নিত্য দত্ত, রণজিত ঘোষ, বিনয় ভূষন সুত্রধর, সুবিমল সেনাপতি।

মহাপ্রসাদ প্রস্তুতি : সুভাষ দাশ, চম্পা দেব, শান্তিলাল বিশ্বাস, মহেশ সুত্রধর, নিতাই দাশ, সন্তোষ ভৌমিক, শম্ভু পাল, বিপ্লব পাল, সুভাষ ধর, নিহার ধর, নিরঞ্জন দাস, উত্তম দত্ত।

পূজার প্রারম্ভিক কাজ : সুব্রত ধর, অমল কৃষ্ণ দেব, মহিতোষ ভৌমিক, মলয় পাল, সুব্রত পাল, প্রীতি সুত্রধর, স্বপ্না দাশ, দিপালী মিত্র, রুবি ধর, শীলা পাল।

চাঁদা ও অনুদান সংগ্রহে : মৃদুল রায়, হিমাংশু চৌধুরী, পার্থ দেব, সুধাংশু দেব।

মায়ের ভোগ প্রস্তুতিতে : নিশা সুত্রধর, ডলি দেব, লাভলী দাশ(১), লাভলী দাশ(২), শক্তি সেনাপতি, বেবী দেব, অর্পনা সুত্রধর, শিপ্রা দেব, চম্পা ছত্রী, রুমা ভৌমিক, রেবা দাশ, রিপা দাস, শিবানী দাশ, দিপা সুত্রধর, শেলী শীল, মেরী গুপ্তা, গোপা পাল চৌধুরী, ঝর্না দত্ত, লিলি দেব, সাথী সুত্রধর।

সার্বিক দায়িত্বে : বিশ্বেস্বর চন্দ, হারান কান্তি সেন।

 

Tag :
About Author Information

উৎসব

দুর্গা টেম্পলে শারদ উৎসবের প্রস্তুতি সভা

আপডেট টাইম : ১০:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে গত রোববার ৭ সেপ্টেম্বর দুর্গা মন্দিরে আসন্ন সপ্তাহব্যাপী শারদ উৎসবের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্দিরের নির্বাহী কমিটির সভাপতি পংকজ দাশ, সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর। সভায় উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি নিপেশ সুত্রধর,কমিটির সদস্য পার্থ দেব, অমল দেব, সুব্রত ধর, মহিতোষ ভৌমিক, সুভাষ দাশ প্রদীপ চৌধুরী, আশু ছত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন মন্দিরের পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী, রণজিত ঘোষ,  নিত্য দত্ত, হিমাংশু চৌধুরী, সুবিমল সেনাপতি, হারান সেন, সঞ্জয় দেব, বিশ্বেস্বর চন্দ, চন্দন গুপ্ত, স্বপ্না দাশ, রুবি ধর, সাথী সুত্রধরসহ আরো অনেকে। পূজা যাতে সুন্দর ও আকর্ষণীয় হয় সেই লক্ষ্যে সবার সম্মতিক্রমে ভক্তদেরে বিভিন্ন কাজের দায়িত্ব অর্পণ করা হয়। এছাড়াও যে কোন ভক্ত তাদের নাম নিবন্ধন করে এসব কর্মকান্ড অংশগ্রহণ করতে পারবেন।

আপ্যায়ন : নিত্য দত্ত, রণজিত ঘোষ, বিনয় ভূষন সুত্রধর, সুবিমল সেনাপতি।

মহাপ্রসাদ প্রস্তুতি : সুভাষ দাশ, চম্পা দেব, শান্তিলাল বিশ্বাস, মহেশ সুত্রধর, নিতাই দাশ, সন্তোষ ভৌমিক, শম্ভু পাল, বিপ্লব পাল, সুভাষ ধর, নিহার ধর, নিরঞ্জন দাস, উত্তম দত্ত।

পূজার প্রারম্ভিক কাজ : সুব্রত ধর, অমল কৃষ্ণ দেব, মহিতোষ ভৌমিক, মলয় পাল, সুব্রত পাল, প্রীতি সুত্রধর, স্বপ্না দাশ, দিপালী মিত্র, রুবি ধর, শীলা পাল।

চাঁদা ও অনুদান সংগ্রহে : মৃদুল রায়, হিমাংশু চৌধুরী, পার্থ দেব, সুধাংশু দেব।

মায়ের ভোগ প্রস্তুতিতে : নিশা সুত্রধর, ডলি দেব, লাভলী দাশ(১), লাভলী দাশ(২), শক্তি সেনাপতি, বেবী দেব, অর্পনা সুত্রধর, শিপ্রা দেব, চম্পা ছত্রী, রুমা ভৌমিক, রেবা দাশ, রিপা দাস, শিবানী দাশ, দিপা সুত্রধর, শেলী শীল, মেরী গুপ্তা, গোপা পাল চৌধুরী, ঝর্না দত্ত, লিলি দেব, সাথী সুত্রধর।

সার্বিক দায়িত্বে : বিশ্বেস্বর চন্দ, হারান কান্তি সেন।