যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির পুলিশের জালে চার শতাধিক অপরাধী ধরা পড়েছে। গত বুধবার ২৮ জুন ওয়ারেন সিটির পুলিশ কমিশনার উইলিয়াম ডোয়ার এক সংবাদ সন্মেলনে জানান, ওয়ারেন সিটির পুলিশ চার শতাধিক অপরাধীকে গ্রেফতার করেছে, মে মাসের ২৯ তারিখ থেকে এ গ্রেফতার অভিযান শুরু হয়। তিনি বলেন, ওয়ারেন সিটি যে কোন অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স নীতি রয়েছে।এখানে অপরাধ বা অপকর্ম করলে তার মাশুল দিতে হবে। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে

৩৯৩টি অপরাধমূলক অভিযোগ, ৩২৫টি অপকর্মের অভিযোগ, ৩৩৯টি অনিষ্পন্ন ওয়ারেন্ট, ৬৮টি বন্দুক জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে ৭৩টি গাড়ী, ২৪টি চুরি যাওয়া গাড়ী উদ্ধার করা হয়েছে এছাড়াও ২ হাজার ট্রাফিক টিকেট ইস্যু করা হয়েছে।
পার্থ সারথী দেব 








