সিনেমার পরিচালক হিসাবে সত্যজিত রায়ের পর সবচেয়ে আলোচিত ব্যক্তিটি সম্ভবত ঋতুপর্ণ ঘোষ। তার কর্ম বিশেষ করে চলচ্চিত্র বাঙ্গালির হ্রদয়ে থাকবে ততদিন যতদিন বাংলা চলচ্চিত্র নির্মাণ করা হবে। ছিলেন অর্থনীতির ছাত্র হলেন চলচ্চিত্র পরিচালক। দুই দশকে তিনি বারোটি জাতীয় পুরস্কারের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিলেন। তার প্রথম ছবি হীরের আংটি। উনিশে

এপ্রিল, তিতলি, নৌকাডুবি, চিত্রাঙ্গদাসহ অসংখ্য ভাল ভাল ছবি পরিচালনা করেছেন। যা দর্শক হ্রদয়ে দাগ কেটেছে।বয়স ৫০ পেরোনোর আগেই ২০১৩ সালের ৩০মে চলে গেলেন অনন্তযাত্রায়। তিনি পুরুষতান্ত্রিকতার বিরোধী ছিলেন। নিজেকে একজন মানুষ হিসেবে পরিচয় দিতে ভালবাসতেন।
বিনোদন প্রতিবেদক 









