যুক্তরাষ্ট্রে সরকারি সফরে আগত বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত দে মিশিগানে বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। ১৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় হ্যামট্রামিকের হলব্রুকে অবস্থিত বাংলা সংবাদের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ এর সভাপতি, মিশিগান দর্পণ পত্রিকার বিশেষ প্রতিনিধি পার্থ দেব। বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, নিউজ ২৪ টেলিভিশনের মিশিগান প্রতিনিধি জুয়েল খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, ভয়েস অব মিশিগানের সম্পাদক শফিক রহমান। বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি ইকবাল ফেরদৌস, এন টিভির মিশিগান প্রতিনিধি মাহমুদুল হক লিটু। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মানবেশ রায় ও আবাসন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সুব্রত কুমার দে অভিবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে যাচ্ছেন। এই প্রতিযোগিতা মুলক বিশ্বে বাংলাদেশিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে বিদেশের মাটিতে একটা সম্মানজনক জায়গা করে নিয়েছেন এটা আমাদের জন্য গর্বের। শুরুতেই প্রধান অতিথি সুব্রত কুমার দে’কে স্বাগত জানান বাংলা সংবাদের সম্পাদক ও প্রকাশক ইকবাল ফেরদৌস। এ সময় ফুল দিয়ে অতিথি সুব্রত কুমার দে’কে বরণ করেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।এ সময় অতিথি সুব্রত কুমার দে’কে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
স্থানীয় সংবাদ
মিশিগানে সাংবাদিকদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত দে’র মতবিনিময়
-
আহমেদ শফিক - আপডেট টাইম : ০১:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- 124
Tag :









