১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
উৎসব

মিশিগানে কালীপূজা ও দিওয়ালী উদযাপিত

মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন শহরের মন্দিরগুলোতে গত ২০ অক্টোবর সোমবার রাতে কালীপূজা ও দিওয়ালী উদযাপন করা হয়েছে। জানা গেছে, ডেট্রয়েট দুর্গা মন্দিরে সন্ধ্যায় পূজা অনুষ্ঠিত হয়, রাত ৮টায় অঞ্জলি, আলোকসজ্জা, সবশেষে ছিল প্রসাদ বিতরণ। গত ২৫ অক্টোবর শনিবার  মন্দিরে আবার পূজা উদযাপন করা হয়, এতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ছিল বিভিন্ন পরিবেশনা।

ওয়ারেন সিটির শিব মন্দিরে পূজা অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬:৩০মি:, প্রদীপ প্রজ্জালন ৭:৩০মি:, অঞ্জলি এবং সবশেষে প্রসাদ বিতরণ করা হয়। আগামী ২৬ অক্টোবর রোববার  পূজাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, এতে বৃন্দাবন দাশের নাটক ‘দড়ির খেলা’ মঞ্চস্থ হবে।

ওয়ারেন সিটির কালী মন্দিরে ১৯ ও ২০ অক্টোবর দুইদিন ব্যাপী কালী পূজা অনুষ্ঠিত হয়। এতে  অঞ্জলি, ভক্তিমূলক গান, দীপাবলীর প্রদীপ প্রজ্জালন, আলোকসজ্জা, আরতি, সবশেষে ছিল প্রসাদ বিতরণ।

হ্যামট্রাম্যাক সিটির রাধাকৃষ্ণ টেম্পলে ১৯ ও ২০ অক্টোবর রোবাবার ও সোমবার দুইদিন ব্যাপী কালী পূজা অনুষ্ঠিত হয়। এতে ছিল গীতাপাঠ, কীর্তন, পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ওয়ারেন সিটির রামকৃষ্ণ আশ্রমে ২০ অক্টোবর কালী পূজা অনুষ্ঠিত হয়। এতে  অঞ্জলি, ভক্তিমূলক গান, দীপাবলীর প্রদীপ প্রজ্জালন, আলোকসজ্জা, সবশেষে ছিল প্রসাদ বিতরণ।

এছাড়াও বিভিন্ন মন্দির, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সপ্তাহব্যাপী দিওয়ালী, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। এতে অংশগ্রহণ করছেন ভারত থেকে আগত বিভিন্ন সঙ্গীত শিল্পী ও কলাকুশলীরা।

Tag :
About Author Information

মিশিগানে জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের গণসংবর্ধনা, জাতির উদ্দেশ্যে ৪১টি অঙ্গীকার

উৎসব

মিশিগানে কালীপূজা ও দিওয়ালী উদযাপিত

আপডেট টাইম : ০৬:১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন শহরের মন্দিরগুলোতে গত ২০ অক্টোবর সোমবার রাতে কালীপূজা ও দিওয়ালী উদযাপন করা হয়েছে। জানা গেছে, ডেট্রয়েট দুর্গা মন্দিরে সন্ধ্যায় পূজা অনুষ্ঠিত হয়, রাত ৮টায় অঞ্জলি, আলোকসজ্জা, সবশেষে ছিল প্রসাদ বিতরণ। গত ২৫ অক্টোবর শনিবার  মন্দিরে আবার পূজা উদযাপন করা হয়, এতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ছিল বিভিন্ন পরিবেশনা।

ওয়ারেন সিটির শিব মন্দিরে পূজা অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬:৩০মি:, প্রদীপ প্রজ্জালন ৭:৩০মি:, অঞ্জলি এবং সবশেষে প্রসাদ বিতরণ করা হয়। আগামী ২৬ অক্টোবর রোববার  পূজাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, এতে বৃন্দাবন দাশের নাটক ‘দড়ির খেলা’ মঞ্চস্থ হবে।

ওয়ারেন সিটির কালী মন্দিরে ১৯ ও ২০ অক্টোবর দুইদিন ব্যাপী কালী পূজা অনুষ্ঠিত হয়। এতে  অঞ্জলি, ভক্তিমূলক গান, দীপাবলীর প্রদীপ প্রজ্জালন, আলোকসজ্জা, আরতি, সবশেষে ছিল প্রসাদ বিতরণ।

হ্যামট্রাম্যাক সিটির রাধাকৃষ্ণ টেম্পলে ১৯ ও ২০ অক্টোবর রোবাবার ও সোমবার দুইদিন ব্যাপী কালী পূজা অনুষ্ঠিত হয়। এতে ছিল গীতাপাঠ, কীর্তন, পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ওয়ারেন সিটির রামকৃষ্ণ আশ্রমে ২০ অক্টোবর কালী পূজা অনুষ্ঠিত হয়। এতে  অঞ্জলি, ভক্তিমূলক গান, দীপাবলীর প্রদীপ প্রজ্জালন, আলোকসজ্জা, সবশেষে ছিল প্রসাদ বিতরণ।

এছাড়াও বিভিন্ন মন্দির, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সপ্তাহব্যাপী দিওয়ালী, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। এতে অংশগ্রহণ করছেন ভারত থেকে আগত বিভিন্ন সঙ্গীত শিল্পী ও কলাকুশলীরা।