১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
স্থানীয় সংবাদ

মিশিগানে দুই দিনব্যাপী পূজা ফেষ্ট অনুষ্ঠিত

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির নাইন মাইল এর  দেশী মার্কেটের উদ্যোগে দেশী হলে গত ৬ ও ৭ সেপ্টেম্বর (শনি ও রোববার) দুইদিনব্যাপী পূজা ফেষ্ট অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত অবধি পূজার বাজারের কার্যক্রম চলেছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবাকে নিয়ে মিশিগান প্রবাসী বাঙালিরা মিলিত হয়েছিলেন এ মিলন মেলায়। প্রতিদিনই বিকেলে পর মানুষের সমাগম হয়েছিল। ছন্দে বাধা  প্রবাস জীবনের  নগর ব্যস্ততায়  এই পূজার বাজারে সবার সঙ্গে মিলিত হওয়ার, আড্ডা দেবার ছিল এক সুবর্ণ সুযোগ। সেখানে ছিল রকমারি দোকানপাট, সেসব দোকানে ছিল শাড়ি, কাপড়, গহনা, খেলনা, ঘর সাজানোর জিনিস,খাবারের দোকান। পূজা উপলক্ষে দোকানগুলোতে ছিল প্রচুর জিনিসপত্র, জামা কাপড়ের আমদানি। দোকানগুলোতে বিভিন্ন ধরনের নতুন ডিজাইনের ভিন্ন ভিন্ন দামের  জামা কাপড়, শাড়ি লেহেঙ্গা পাঞ্জাবী উঠেছিল। একি ছাদের নিচে রকমারি দোকান থাকায় ক্রেতারা যাচাই বাছাই করে পছন্দের জিনিসটি কিনতে পেরেছেন। তাছাড়া জামা, কাপড়ের দাম ছিল তুলনামূলক কম। এছাড়াও ছিল সঙ্গীতানুষ্ঠান। কেনাকাটার পাশাপাশি ক্রেতারা সঙ্গীত উপভোগ করেন।

 

Tag :
About Author Information

স্থানীয় সংবাদ

মিশিগানে দুই দিনব্যাপী পূজা ফেষ্ট অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির নাইন মাইল এর  দেশী মার্কেটের উদ্যোগে দেশী হলে গত ৬ ও ৭ সেপ্টেম্বর (শনি ও রোববার) দুইদিনব্যাপী পূজা ফেষ্ট অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত অবধি পূজার বাজারের কার্যক্রম চলেছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবাকে নিয়ে মিশিগান প্রবাসী বাঙালিরা মিলিত হয়েছিলেন এ মিলন মেলায়। প্রতিদিনই বিকেলে পর মানুষের সমাগম হয়েছিল। ছন্দে বাধা  প্রবাস জীবনের  নগর ব্যস্ততায়  এই পূজার বাজারে সবার সঙ্গে মিলিত হওয়ার, আড্ডা দেবার ছিল এক সুবর্ণ সুযোগ। সেখানে ছিল রকমারি দোকানপাট, সেসব দোকানে ছিল শাড়ি, কাপড়, গহনা, খেলনা, ঘর সাজানোর জিনিস,খাবারের দোকান। পূজা উপলক্ষে দোকানগুলোতে ছিল প্রচুর জিনিসপত্র, জামা কাপড়ের আমদানি। দোকানগুলোতে বিভিন্ন ধরনের নতুন ডিজাইনের ভিন্ন ভিন্ন দামের  জামা কাপড়, শাড়ি লেহেঙ্গা পাঞ্জাবী উঠেছিল। একি ছাদের নিচে রকমারি দোকান থাকায় ক্রেতারা যাচাই বাছাই করে পছন্দের জিনিসটি কিনতে পেরেছেন। তাছাড়া জামা, কাপড়ের দাম ছিল তুলনামূলক কম। এছাড়াও ছিল সঙ্গীতানুষ্ঠান। কেনাকাটার পাশাপাশি ক্রেতারা সঙ্গীত উপভোগ করেন।