যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বৃহত্তর ডেট্রয়েটে আজ ২৮ জুন শনিবার বিপদনাশিনী পূজা ও রথযাত্রা অনুষ্ঠিত হবে। বিপদনাশিনী পূজা উপলক্ষ্যে দুর্গা টেম্পলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরমধ্যে রয়েছে সকালে পূজা, দুপুরে যজ্ঞ, অঞ্জলি, প্রসাদ বিতরণ। মন্দিরের প্রধাণ পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী পূজা করবেন। পুষ্পাঞ্জলির পর কীর্তন পরিবেশিত হবে। আজকের মহাপ্রসাদ স্পন্সর করেছেন ডলি দেব ডল ও পার্থ দেব। দুর্গা টেম্পলের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, আবহাওয়া ভাল থাকায় প্রচুর ভক্ত সমাগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর জানান, বিপদনাশিনী পূজায় সাধারণত নারীরা অংশ গ্রহণ করেন, গত কয়েক বছর যাবত আমরা মন্দিরে এই পূজার আয়োজন করছি, এর উদ্যোক্তারা হচ্ছেন নারী ভক্তরা। তারাই এই পূজার যাবতীয় মাঙ্গলিক কর্মকান্ডসহ সব কিছুর আয়োজন করেন।
এদিকে আজ সনাতন সংঘের উদ্যোগে হ্যামট্রাম্যাকে রথযাত্রা অনুষ্ঠিত হবে। বিকেল ৬টায় রথের দড়িতে টান দেয়া হবে বলে সংগঠন সুত্রে জানা গেছে। বেলমন্ট ও গ্যালাগার পয়েন্ট থেকে যাত্রা শুরু হবে। রথটির সাথে বিরাট একটি শোভাযাত্রা ঢাক ঢোল, কাঁশর ও মন্দিরা বাজিয়ে কীর্তন করে নগরীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করবে বলে জানা গেছে।
এছাড়াও আজ ইসকন ফার্মিংটন হিলস এর উদ্যোগে ক্যান্টন শহরে রথযাত্রা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হবে। এতে থাকবে গান, কীর্তন, শিশুদের অনুষ্ঠান, প্রসাদ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেনাকাটার জন্য থাকবে দোকানপাট।