১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
বিনোদন

দুর্গা টেম্পলের পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলের বার্ষিক পিকনিক গত ৪ আগষ্ট রোববার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্টিত হয়। সেন্টার লেইন সিটির মেমোরিয়েল পার্কে বেলা ১১টা থেকে বিকেল ৭টা পর্যন্ত বিভিন্ন পর্বে বিভক্ত পিকনিকে বিপুল সংখ্যক লোকজন  অংশ গ্রহণ করেন। এদিন আবহাওয়া ছিল খুব সুন্দর। প্রবাসের নগর ব্যস্ততায় পিকনিকের এ দিনটি মূলত সবার সঙ্গে মিলিত হওয়ার এক মাহেন্দ্রক্ষণ। বছরের এই দিনেই অনেকের সঙ্গে দেখা হয়। কথা হয়। দেশ

থেকে নতুন কেউ এলে তাঁর সঙ্গে পরিচিত হওয়া যায়। বনভোজনে ছিল পুরোপুরি দেশীয় আমেজ। প্রবাসে বনভোজনও  এখন বাঙালির এক বড় পার্বণ। পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়। শুরুতে ছিল শিশুদের খেলাধূলা, জমজমাট আড্ডা, বারবিকিউ, ফুটবল,ভলিবল, বালিশ দৌড় খেলা। দুপুরে ছিল বিভিন্নপদের খাবার। খেলায় ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদেরকে পুরষ্কার প্রদান করা হয়। সবশেষে ছিল রাফেল ড্র। এতে বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার দেয়া হয়। এতে প্রথম

পুরষ্কার ছিল একটি সোনার নেকলেস এছাড়াও ছিল  ল্যাপটপ, টিভি, টেবলেট, প্রেশার কুকার, ডিনার সেট, মাইক্রোয়েভ, সোলার লাইট সেট, এয়ার ফ্রায়ারসহ আরো অনেক পুরষ্কার। দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, এবার পিকনিকে প্রচুর লোক সমাগম হয়েছে। বিশেষ করে দেশ থেকে আসা অনেক লোকজন এতে অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণকারী সকলকে তিনি ধন্যবাদ জানান। অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী পর্বটি পরিচালনা করেন মন্দিরের মিডিয়া ডাইরেক্টার ও বিশিষ্ট সাংবাদিক পার্থ সারথী দেব,  রাফেল ড্র পর্বটি পরিচালনা করেন মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর। তিনি মন্দিরের বিভিন্ন বিষয়  উপস্থিত ভক্তমন্ডলিকে অবহিত করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শেলবি টাউনশিপের জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতার

বিনোদন

দুর্গা টেম্পলের পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়

আপডেট টাইম : ১০:৫৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলের বার্ষিক পিকনিক গত ৪ আগষ্ট রোববার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্টিত হয়। সেন্টার লেইন সিটির মেমোরিয়েল পার্কে বেলা ১১টা থেকে বিকেল ৭টা পর্যন্ত বিভিন্ন পর্বে বিভক্ত পিকনিকে বিপুল সংখ্যক লোকজন  অংশ গ্রহণ করেন। এদিন আবহাওয়া ছিল খুব সুন্দর। প্রবাসের নগর ব্যস্ততায় পিকনিকের এ দিনটি মূলত সবার সঙ্গে মিলিত হওয়ার এক মাহেন্দ্রক্ষণ। বছরের এই দিনেই অনেকের সঙ্গে দেখা হয়। কথা হয়। দেশ

থেকে নতুন কেউ এলে তাঁর সঙ্গে পরিচিত হওয়া যায়। বনভোজনে ছিল পুরোপুরি দেশীয় আমেজ। প্রবাসে বনভোজনও  এখন বাঙালির এক বড় পার্বণ। পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়। শুরুতে ছিল শিশুদের খেলাধূলা, জমজমাট আড্ডা, বারবিকিউ, ফুটবল,ভলিবল, বালিশ দৌড় খেলা। দুপুরে ছিল বিভিন্নপদের খাবার। খেলায় ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদেরকে পুরষ্কার প্রদান করা হয়। সবশেষে ছিল রাফেল ড্র। এতে বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার দেয়া হয়। এতে প্রথম

পুরষ্কার ছিল একটি সোনার নেকলেস এছাড়াও ছিল  ল্যাপটপ, টিভি, টেবলেট, প্রেশার কুকার, ডিনার সেট, মাইক্রোয়েভ, সোলার লাইট সেট, এয়ার ফ্রায়ারসহ আরো অনেক পুরষ্কার। দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, এবার পিকনিকে প্রচুর লোক সমাগম হয়েছে। বিশেষ করে দেশ থেকে আসা অনেক লোকজন এতে অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণকারী সকলকে তিনি ধন্যবাদ জানান। অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী পর্বটি পরিচালনা করেন মন্দিরের মিডিয়া ডাইরেক্টার ও বিশিষ্ট সাংবাদিক পার্থ সারথী দেব,  রাফেল ড্র পর্বটি পরিচালনা করেন মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর। তিনি মন্দিরের বিভিন্ন বিষয়  উপস্থিত ভক্তমন্ডলিকে অবহিত করেন।