০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
উৎসব

মিশিগানের দুর্গা টেম্পলে বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের দুর্গা টেম্পলে গত ১৩ জুলাই বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এরমধ্যে ছিল সকালে পূজা, দুপুরে যজ্ঞ, অঞ্জলি, প্রসাদ বিতরণ। আবহাওয়া

মিশিগানে দুর্গা টেম্পলে বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত ছবি : মিশিগান দর্পণ

ভাল থাকায় উপচেপড়া ভীড় হয়েছিল দুর্গা মন্দিরে।  মন্দিরের প্রধাণ পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী পূজা করেন। পুষ্পাঞ্জলির পর কীর্তন পরিবেশিত হয়। বেলা আড়াইটায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহাপ্রসাদ স্পন্সর করেন ডলি দেব ও পার্থ দেব। দুর্গা

মিশিগানে দুর্গা টেম্পলে বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত ছবি : মিশিগান দর্পণ

টেম্পলের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, অন্যান্য বছরের তুলনায় এবার প্রচুর ভক্ত সমাগম হয়েছে। স্টেটের অন্যান্য শহর থেকে ভক্তরা এসে পূজায় অংশ গ্রহণ করেন। বর্তমান নিবাহী কমিটি বিভিন্ন প্রক্রিয়া শেষে  নতুন মন্দির নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে। গত ৭ জুলাই দুপুরে নতুন মন্দির নির্মাণের কাজ শুরুসহ বিভিন্ন বিষয় নিয়ে এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

উৎসব

মিশিগানের দুর্গা টেম্পলে বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৩৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের দুর্গা টেম্পলে গত ১৩ জুলাই বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এরমধ্যে ছিল সকালে পূজা, দুপুরে যজ্ঞ, অঞ্জলি, প্রসাদ বিতরণ। আবহাওয়া

মিশিগানে দুর্গা টেম্পলে বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত ছবি : মিশিগান দর্পণ

ভাল থাকায় উপচেপড়া ভীড় হয়েছিল দুর্গা মন্দিরে।  মন্দিরের প্রধাণ পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী পূজা করেন। পুষ্পাঞ্জলির পর কীর্তন পরিবেশিত হয়। বেলা আড়াইটায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহাপ্রসাদ স্পন্সর করেন ডলি দেব ও পার্থ দেব। দুর্গা

মিশিগানে দুর্গা টেম্পলে বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত ছবি : মিশিগান দর্পণ

টেম্পলের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, অন্যান্য বছরের তুলনায় এবার প্রচুর ভক্ত সমাগম হয়েছে। স্টেটের অন্যান্য শহর থেকে ভক্তরা এসে পূজায় অংশ গ্রহণ করেন। বর্তমান নিবাহী কমিটি বিভিন্ন প্রক্রিয়া শেষে  নতুন মন্দির নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে। গত ৭ জুলাই দুপুরে নতুন মন্দির নির্মাণের কাজ শুরুসহ বিভিন্ন বিষয় নিয়ে এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।