যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির হলমিচ পার্কে গত ৭ জুলাই রোববার ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগান এর চতুর্থতম পিকনিক। এতে ছিল খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র, জমজমাট আড্ডা ।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের উদ্ভোধন করেন পিকনিক কমিটির আহবায়ক লুত্ফুল বারী নিয়ন। সংগঠনের পক্ষ থেকে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি সৈয়দ মঈন দিপু ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান। পিকনিকের বিশেষ আকর্ষণ ছিল কুইজ (সাধারণ জ্ঞানের প্রশ্ন) প্রতিযোগিতা। পনের মিনিটের শিক্ষনীয় এ প্রতিযোগিতার বিচারক ছিলেন উপদেষ্টা শাহ খালিশ মিনার ও সহকারী অধ্যাপক আমিনুল হক। দিনব্যাপী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আফতাব, প্রদ্যন্ন চন্দ, সহযোগিতায় ছিলেন আবুল কালাম আজাদ ও ঈসা সালাউদ্দিন । সঙ্গীত পরিবেশন করেন আমজাদ হোসেন, সৈয়দ সাফি ও মোহাম্মদ হোসেন চৌধুরী। পিকনিকে উপস্থিত ছিলেন
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, হ্যামট্টাম্যাক সিটির কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ গন্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও রাফেল ড্র বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে পিকনিকে অংশ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে পিকনিকের সমাপ্তি ঘোষণা করা হয় ।
পার্থ সারথী দেব : প্রাবন্ধিক, মিশিগান প্রতিনিধি : প্রথম আলো, উত্তর আমেরিকা, বিশেষ প্রতিনিধি : মিশিগান দর্পণ, সহ সভাপতি : বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএ।