০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
উৎসব

হ্যামট্রাম্যাকে জগন্নাথ দেবের রথযাত্রা ৭ জুলাই

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে আগামী ৭ জুলাই রোববার জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। জানা গেছে, শহরের বেলমন্ট সনাতন সংঘের উদ্যোগে এ রথযাত্রার আয়োজন করা হচ্ছে। আয়োজকদের সুত্রে জানা গেছে ‌দুই বছর আগে এ রথযাত্রা শুরু হয়। সহস্রাধিক মানুষের উপস্থিতিতে গত বছর এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে গত ১৫ জুন শনিবার হ্যামট্রাম্যাকে সনাতন সংঘের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফনি ভূষন দেব। সভায় রথযাত্রার প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রথযাত্রা যেন সুন্দর, আকর্ষণীয় ও স্বতস্ফূর্ত হয় সে ব্যাপারে সংগঠনের বিভিন্ন সদস্যকে বিভিন্ন দায়িত্ব বন্টন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৃদুল কান্তি সরকার। ৭ জুলাই বিকেল ৫টায়

হ্যামট্রাম্যাক শহরের বেলমন্ট স্ট্রীট থেকে রথযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। উক্ত রথযাত্রায় সকলকে অংশ গ্রহণের ‌আহবান জানিয়েছেন বেলমন্ট সনাতন সংঘ। উক্ত সভায় উপস্থিত ছিলেন ফনি ভূষন দেব, রজত চক্রবর্তী,  মৃদুল কান্তি সরকার, হারান সেন, টেম্পু ছত্রী, বিধান চন্দ্র রায়, পরেশ দেবনাথ, সবিতা বৈদ্য,  অতুল দস্তিদার, চম্পা ছত্রী, অনিল বৈদ্য, মৌসুমী দত্ত, বাবুল পাল,  গঙ্গা ছত্রী,  সিদ্ধার্থ রায়, কানন পাল, জ্যোতিষ দত্ত, বিমান জ্যোতি সেন, রঞ্জিত দাস, সুভাষ দাস,

দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ, বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক পার্থ সারথী দেব

উদয়ন ধর, প্রদীপ দস্তিদার, জিতেশ আচার্য্য, অমলেশ পুরকায়স্ত, তপন বিশ্বাস প্রমূখ। রথযাত্রার ব্যাপারে কথা হয় দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশের সাথে, তিনি জানান, সনাতন সংঘের এটা একটা ভাল উদ্যোগ। বাড়ীর কাছে হওয়ায় সবাই এতে অংশ গ্রহণ করতে পারেন। বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক পার্থ সারথী দেব এ ব্যাপারে আলাপকালে জানান, আমাদের ১২ মাসে ১৩ পার্বন। মন্দিরগুলোতে সব সময়ই বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, সনাতন সংঘের এই উদ্যোগ খুবই সুন্দর। আগে আমরা রথযাত্রা দেখতে দূরের নভাই সিটিতে যেতে হতো এখন হ্যামট্রাম্যাকে আমরা রথযাত্রা উদযাপন করতে পারছি।

Tag :
About Author Information

উৎসব

হ্যামট্রাম্যাকে জগন্নাথ দেবের রথযাত্রা ৭ জুলাই

আপডেট টাইম : ১০:৫০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে আগামী ৭ জুলাই রোববার জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। জানা গেছে, শহরের বেলমন্ট সনাতন সংঘের উদ্যোগে এ রথযাত্রার আয়োজন করা হচ্ছে। আয়োজকদের সুত্রে জানা গেছে ‌দুই বছর আগে এ রথযাত্রা শুরু হয়। সহস্রাধিক মানুষের উপস্থিতিতে গত বছর এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে গত ১৫ জুন শনিবার হ্যামট্রাম্যাকে সনাতন সংঘের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফনি ভূষন দেব। সভায় রথযাত্রার প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রথযাত্রা যেন সুন্দর, আকর্ষণীয় ও স্বতস্ফূর্ত হয় সে ব্যাপারে সংগঠনের বিভিন্ন সদস্যকে বিভিন্ন দায়িত্ব বন্টন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৃদুল কান্তি সরকার। ৭ জুলাই বিকেল ৫টায়

হ্যামট্রাম্যাক শহরের বেলমন্ট স্ট্রীট থেকে রথযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। উক্ত রথযাত্রায় সকলকে অংশ গ্রহণের ‌আহবান জানিয়েছেন বেলমন্ট সনাতন সংঘ। উক্ত সভায় উপস্থিত ছিলেন ফনি ভূষন দেব, রজত চক্রবর্তী,  মৃদুল কান্তি সরকার, হারান সেন, টেম্পু ছত্রী, বিধান চন্দ্র রায়, পরেশ দেবনাথ, সবিতা বৈদ্য,  অতুল দস্তিদার, চম্পা ছত্রী, অনিল বৈদ্য, মৌসুমী দত্ত, বাবুল পাল,  গঙ্গা ছত্রী,  সিদ্ধার্থ রায়, কানন পাল, জ্যোতিষ দত্ত, বিমান জ্যোতি সেন, রঞ্জিত দাস, সুভাষ দাস,

দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ, বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক পার্থ সারথী দেব

উদয়ন ধর, প্রদীপ দস্তিদার, জিতেশ আচার্য্য, অমলেশ পুরকায়স্ত, তপন বিশ্বাস প্রমূখ। রথযাত্রার ব্যাপারে কথা হয় দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশের সাথে, তিনি জানান, সনাতন সংঘের এটা একটা ভাল উদ্যোগ। বাড়ীর কাছে হওয়ায় সবাই এতে অংশ গ্রহণ করতে পারেন। বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক পার্থ সারথী দেব এ ব্যাপারে আলাপকালে জানান, আমাদের ১২ মাসে ১৩ পার্বন। মন্দিরগুলোতে সব সময়ই বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, সনাতন সংঘের এই উদ্যোগ খুবই সুন্দর। আগে আমরা রথযাত্রা দেখতে দূরের নভাই সিটিতে যেতে হতো এখন হ্যামট্রাম্যাকে আমরা রথযাত্রা উদযাপন করতে পারছি।