০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
ইদ বাজার

নারী উদ্যোক্তাদের উদ্যোগে মিশিগানে দুইদিনব্যাপী ইদ বাজার অনুষ্ঠিত

ইদ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির কনান্ট অ্যাভিনিউ এর গেইটস অব কলম্বাসে গত ২৩ ও ২৪ মার্চ (শনি ও রোববার) দুইদিনব্যাপী ইদ বাজার অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত অবধি ইদ বাজারের কার্যক্রম চলেছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবাকে নিয়ে মিশিগান প্রবাসী বাঙালিরা মিলিত হয়েছিলেন এ মিলন মেলায়। প্রতিদিনই ইফতারের পর মানুষের সমাগম হয়েছিল। ছন্দে বাধা প্রবাস জীবনের নগর ব্যস্ততায় ইদ বাজারে সবার সঙ্গে মিলিত হওয়ার, আড্ডা দেবার ছিল এক সুবর্ণ সুযোগ

 

মেলায় একটি কাপড়ের স্টল : ছবি : পার্থ দেব

এই বিরাট আয়োজনের উদ্যোক্তা হচ্ছেন তিনজন নারী। তারা হচ্ছেন, নুসরাত মতিন, লিজু চৌধুরী ও পুষ্প রানী। এই প্রতিবেদকের সাথে আলাপকালে নুসরাত মতিন জানান, এটা তাদের তৃতীয় মেলা, এর আগে গত ইদুল ফেতর ও ইদুল আজহায় তারা দুইবার মেলা করেছেন এবং প্রবাসী বাঙালিদের ব্যাপক সাড়া পেয়েছেন। এবার শিকাগো, নিউইয়র্ক, টেক্সাস ও কানাডা থেকে শাড়ি, জামা কাপড়সহ বিভিন্ন সামগ্রী নিয়ে বিক্রেতারা এসেছিলেন। তিনি আরো জানান, দুপুর থেকে গভীর রাত অবধি মেলায় কেনাকাটা হয়।
গতকাল রোববার ইফতারের পর মেলায় গিয়ে দেখা গেছে, সেখানে ছিল রকমারি দোকানপাট। সেসব দোকানে ছিল শাড়ি, কাপড়, গহনা, খেলনা, ঘর সাজানোর জিনিস,খাবারের দোকান। ইদ উপলক্ষ্যে দোকানগুলোতে ছিল প্রচুর জিনিসপত্র, জামা কাপড়ের আমদানি। দোকানগুলোতে বিভিন্ন ধরনের নতুন ডিজাইনের ভিন্ন ভিন্ন দামের জামা কাপড়, শাড়ি লেহেঙ্গা পাঞ্জাবী উঠেছিল। একি ছাদের নিচে রকমারি দোকান থাকায় ক্রেতারা যাচাই বাছাই করে পছন্দের জিনিসটি কিনতে পারছেন। তাছাড়া জামা, কাপড়ের দাম ছিল তুলনামূলক কম।

ইদ বাজার এর উদ্যোক্তা তিনজন নারী, পুষ্প রানী, লিজু চৌধুরী ও নুসরাত মতিন : ছবি: পার্থ দেব।

মিশিগানের হ্যামট্রাম্যাক, ডেট্রয়েট, স্টার্লিং হাইটস, ট্রয়, রুইচোষ্টার হিলস, ক্লিনটন টাউনশিপ, মেডিসন হাইটস, লেন্সিং, অ্যান আরবার, ওয়ারেনসহ বিভিন্ন শহর থেকে মানুষজন এসেছিলেন এ ইদ বাজারে। কেনাকাটা করতে ইদ বাজারে এসেছিলেন সস্ত্রীক আশিক রহমান, তিনি জানালেন, “ইদ উপলক্ষ্যে বাচ্চাদের ও স্ত্রীর জন্যে কিছু জামা কাপড় কিনবেন, এখানে আসায় অনেকের সাথে দেখা হলো, কথা হলো, তাছাড়া সুন্দর পরিবেশ, প্রচুর দোকান থাকায় যাচাই বাছাই করে কেনাকাটা করা যাচ্ছে”।

Tag :
About Author Information

ইদ বাজার

নারী উদ্যোক্তাদের উদ্যোগে মিশিগানে দুইদিনব্যাপী ইদ বাজার অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৩৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ইদ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির কনান্ট অ্যাভিনিউ এর গেইটস অব কলম্বাসে গত ২৩ ও ২৪ মার্চ (শনি ও রোববার) দুইদিনব্যাপী ইদ বাজার অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত অবধি ইদ বাজারের কার্যক্রম চলেছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবাকে নিয়ে মিশিগান প্রবাসী বাঙালিরা মিলিত হয়েছিলেন এ মিলন মেলায়। প্রতিদিনই ইফতারের পর মানুষের সমাগম হয়েছিল। ছন্দে বাধা প্রবাস জীবনের নগর ব্যস্ততায় ইদ বাজারে সবার সঙ্গে মিলিত হওয়ার, আড্ডা দেবার ছিল এক সুবর্ণ সুযোগ

 

মেলায় একটি কাপড়ের স্টল : ছবি : পার্থ দেব

এই বিরাট আয়োজনের উদ্যোক্তা হচ্ছেন তিনজন নারী। তারা হচ্ছেন, নুসরাত মতিন, লিজু চৌধুরী ও পুষ্প রানী। এই প্রতিবেদকের সাথে আলাপকালে নুসরাত মতিন জানান, এটা তাদের তৃতীয় মেলা, এর আগে গত ইদুল ফেতর ও ইদুল আজহায় তারা দুইবার মেলা করেছেন এবং প্রবাসী বাঙালিদের ব্যাপক সাড়া পেয়েছেন। এবার শিকাগো, নিউইয়র্ক, টেক্সাস ও কানাডা থেকে শাড়ি, জামা কাপড়সহ বিভিন্ন সামগ্রী নিয়ে বিক্রেতারা এসেছিলেন। তিনি আরো জানান, দুপুর থেকে গভীর রাত অবধি মেলায় কেনাকাটা হয়।
গতকাল রোববার ইফতারের পর মেলায় গিয়ে দেখা গেছে, সেখানে ছিল রকমারি দোকানপাট। সেসব দোকানে ছিল শাড়ি, কাপড়, গহনা, খেলনা, ঘর সাজানোর জিনিস,খাবারের দোকান। ইদ উপলক্ষ্যে দোকানগুলোতে ছিল প্রচুর জিনিসপত্র, জামা কাপড়ের আমদানি। দোকানগুলোতে বিভিন্ন ধরনের নতুন ডিজাইনের ভিন্ন ভিন্ন দামের জামা কাপড়, শাড়ি লেহেঙ্গা পাঞ্জাবী উঠেছিল। একি ছাদের নিচে রকমারি দোকান থাকায় ক্রেতারা যাচাই বাছাই করে পছন্দের জিনিসটি কিনতে পারছেন। তাছাড়া জামা, কাপড়ের দাম ছিল তুলনামূলক কম।

ইদ বাজার এর উদ্যোক্তা তিনজন নারী, পুষ্প রানী, লিজু চৌধুরী ও নুসরাত মতিন : ছবি: পার্থ দেব।

মিশিগানের হ্যামট্রাম্যাক, ডেট্রয়েট, স্টার্লিং হাইটস, ট্রয়, রুইচোষ্টার হিলস, ক্লিনটন টাউনশিপ, মেডিসন হাইটস, লেন্সিং, অ্যান আরবার, ওয়ারেনসহ বিভিন্ন শহর থেকে মানুষজন এসেছিলেন এ ইদ বাজারে। কেনাকাটা করতে ইদ বাজারে এসেছিলেন সস্ত্রীক আশিক রহমান, তিনি জানালেন, “ইদ উপলক্ষ্যে বাচ্চাদের ও স্ত্রীর জন্যে কিছু জামা কাপড় কিনবেন, এখানে আসায় অনেকের সাথে দেখা হলো, কথা হলো, তাছাড়া সুন্দর পরিবেশ, প্রচুর দোকান থাকায় যাচাই বাছাই করে কেনাকাটা করা যাচ্ছে”।