যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাঙালি ও বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান যথাযথ মর্যাদায় এবার মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করেছে। এ উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন তাদের অফিসে এবং রেস্টুরেন্টে অস্থায়ী শহিদ মিনার নির্মাণ করে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করেছে। কোন কোন সংগঠন সপ্তাহান্তে( আগামী শনিবার ও রোববার) আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
হ্যামট্রাম্যাক সিটির উদ্যোগে সিটি প্রাঙ্গণে অস্থায়ী শহিদ মিনারে ২১শে ফেব্রুয়ারি ভোর ১২টা ১মিনিটে ভাষা শহিদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।সিটি প্রশাসনের কর্মকর্তার এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতা ও কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। তারা হচ্ছেন যথাক্রমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান, মিশিগান স্টেট আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মিশিগান মহানগর আওয়ামী লীগ, জালালাবাদ সোসাইটি অব মিশিগান, বিয়ানীবাজার সমিতি, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ, সিলেট দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগান, বঙ্গবন্ধু পরিষদ, মিশিগান আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন কাউন্সিলম্যান মুহিত মাহমুদ। হ্যামট্রাম্যাক সিটির উদ্যোগে সিটি প্রাঙ্গণে স্থায়ী শহিদ মিনার স্থাপনের কার্যক্রম চলছে, এর বাজেট ধরা হয়েছে ৫৩ হাজার ডলার, ফান্ডের সংস্থান হলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা, ইতোমধ্যেই ফান্ডের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা শুরু হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে মেডিসন হাইটস শহরের ডিকিউন্ডার রোডে তাদের অফিসে একটি অস্থায়ী শহিদ মিনার নির্মাণ করেন। ২১শে ফেব্রুয়ারি ভোর ১২টা ১মিনিটে সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহিদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও এখানে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন মিশিগান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম), বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান, গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস্ মিশিগান, হবিগঞ্জ সদর সমিতি মিশিগান, চুনারুঘাট সমিতি মিশিগান । আলোচনায় বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি সৈয়দ মঈন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অনুষ্ঠানের আহ্বায়ক আমিনুর রসিদ চৌধুরী, অরবিন্দ চৌধুরী মৃদুল, প্রদ্যন্ন চন্দ। সঞ্চালনায় ছিলেন লুত্ফুল বারী নিয়ন । এছাড়া বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে ‘৫২’র ভাষা আন্দোলনের উপর বক্তারা বক্তব্য রাখেন। তারা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির প্রেক্ষাপট ও বিভিন্ন ঘটনাবলীর বিবরণ তুলে ধরে আলোচনা করেন।