গতকাল ১২ নভেম্বর রোববার রাত ১২.৫৩ মিনিটের সময় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির জনপ্রিয় সিনিয়র সদস্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, মাসিক ‘গৌরবানী পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক, কবি,মুক্তিযুদ্ধের সংগঠক, নানাবিধ সামাজিক কর্মযজ্ঞের সমন্বয়ক এড. কিশোরী পদ দেব শ্যামল(৬৮) মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে
মৌলভীবাজার শহরে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিগত কিছুদিন যাবৎ তিনি বিভিন্ন দুরারোগ্য রোগে ভোগছিলেন। তিনি প্রথম আলো উত্তর আমেরিকার মিশিগান প্রতিনিধি পার্থ সারথী দেব এর ভগ্নিপতি ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ ও গভীর সমবেদনা জানিয়েছেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম
চৌধুরী খোকন, বিশিষ্ট লেখক মোহাম্মদ মালিক, কবি জাফর ওবায়েদ, কবি নারায়ন গুপ্ত, কবি ও সাংবাদিক সৌমিত্র দেব, বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র সভাপতি হেলাল উদ্দিন রানা, সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস, সাংবাদিক জুয়েল খান, শফিক আহমেদ, ফয়সাল আহমেদ মুন্না, হারান সেন, সঞ্জয় দেব, ফারজানা চৌধুরী, সুফিয়ান চৌধুরী, বিজিত ধর মনি, অমল দেব, নুরুল আমীন মানিক, হাসনাত মুর্তুজা, অলক কুমার মিত্র, সাংবাদিক শামীম আকতার চৌধুরী, কামাল মুস্তফা, রানা দেব রায়, বিজয়
বিশ্বাস, সুব্রত সেন চৌধুরী, সজল সুত্রধর, চিত্ত রঞ্জন দস্তিদার, কয়সর করিম, অরবিন্দু মৃদুল চৌধুরী, নিপেশ সুত্রধর, চন্দন তরফদার, উজ্জল সুত্রধর প্রমূখ।