যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্ণ সিটির একটি ড্রাইভিং স্কুলের কার্যক্রম স্থগিত করেছে দি মিশিগান ডিপার্টম্যান্ট অব স্টেট। জানা গেছে, দি মিশিগান ডিপার্টম্যান্ট অব স্টেট তদন্ত করে ‘এপিক ড্রাইভিং এডুকেশান এলএলসি’র বিরুদ্ধে ৬ হাজার ৬৪৩টি অনিয়ম ও ভায়লেশান পেয়েছে। ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এ অনিয়মগুলো হয়েছে বলে তদন্তে বেরিয়ে এসেছে। যে বিষয়গুলি তদন্তে বেরিয়ে এসেছে সেগুলো হচ্ছে, প্রশিক্ষণের রেকর্ড, চুক্তি, জ্ঞান পরিক্ষা প্রদানে ব্যর্থতা, কোর্সে নথিভুক্ত শিক্ষার্থীদের লাইসেন্সের জন্য শারিরিক ও মানসিক প্রয়োজনীয়তা পূরণ করে তা যাচাই করতে ব্যর্থ হওয়া, সমাপ্তির শংশাপত্র ইস্যু করার আগে শিক্ষার্থীরা সফলভাবে একটি জ্ঞান পরিক্ষা পাস করেছে তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া, ড্রাইভিং শিক্ষার শংশাপত্র অথবা ড্রাইভিং
লাইসেন্সের জন্য প্রদত্ত নির্দেশের পরিমাণ ও গুণমানকে ভূলভাবে উপস্থাপন করা। চলতি মাসের ১ তারিখ থেকে উক্ত প্রতিষ্টানের ড্রাইভিং শিখানোর অনুমোদন স্থগিত করা হয়েছে এবং স্টেট এই অনুমোদন প্রত্যাহারের জন্য কাজ করছে। উক্ত প্রতিষ্টান থেকে শত শত শিক্ষার্থী ড্রাইভিং শিক্ষা গ্রহণ করেন। এখন স্টেট উক্ত প্রতিষ্টান থেকে শিক্ষার কাজে যোগদানকারী লোকদেরে তাদের শংশাপত্র বা ড্রাইভিং লাইসেন্সগুলি এখনো বৈধ কি না তা নির্ধারণের জন্য দি মিশিগান ডিপার্টম্যান্ট অব স্টেট (এমডিওএস) এর সাথে যোগাযোগ করতে বলেছে। উক্ত প্রতিষ্টানে যারা ড্রাইভিং শিক্ষা গ্রহণ করে ক্রেডিট কার্ড বা আর্থিক লেনদেন করেছেন তারা অর্থ ফেরত পাবেন বলে স্টেট জানিয়েছে। ব্যাংক বা ক্রেডিট কার্ড কোম্পানীর কাছ থেকে অর্থ ফেরত পেতে অক্ষম হলে ভোক্তারা উক্ত প্রতিষ্টানের বিরুদ্ধে আনুষ্টানিক ফৌজদারী অভিযোগ দায়ের করতে পারেন বা দেওয়ানী মামলা করতে পারেন।