১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
পার্বণ : প্রবাস

দুর্গা মন্দিরের পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলের বার্ষিক পিকনিক গত ৪ জুন রোববার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্টিত হয়। মিশিগানে এবছর এটাই বাঙ্গালি কমুউনিটির প্রথম পিকনিক বলে জানা গেছে। ওয়ারেন সিটির হলমিচ পার্কে বেলা ১১টা থেকে বিকেল ৭টা পর্যন্ত বিভিন্ন পর্বে বিভক্ত পিকনিকে বিপুল সংখ্যক লোকজন  অংশ গ্রহণ করেন। এদিন আবহাওয়া ছিল খুব সুন্দর।

দুর্গা মন্দিরের পিকনিক : ছবি : মিশিগান দর্পণ

প্রবাসের নগর ব্যস্ততায় পিকনিকের এ দিনটি মূলত সবার সঙ্গে মিলিত হওয়ার এক মাহেন্দ্রক্ষণ। বছরের এই দিনেই অনেকের সঙ্গে দেখা হয়। কথা হয়। দেশ থেকে নতুন কেউ এলে তাঁর সঙ্গে পরিচিত হওয়া যায়। বনভোজনে ছিল পুরোপুরি দেশীয় আমেজ। প্রবাসে বনভোজনও  এখন বাঙালির এক বড় পার্বণ। পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়। শুরুতে ছিল শিশুদের খেলাধূলা, জমজমাট আড্ডা, বারবিকিউ, ফুটবল,ভলিবল, হাড়িভাঙ্গা, বালিশ দৌড় খেলা। দুপুরে ছিল বিভিন্নপদের খাবার। খেলায় ও বিভিন্ন

দুর্গা মন্দিরের পিকনিকে লটারীর গাড়ীর চাবি হস্তান্তর : ছবি : মিশিগান দর্পণ

প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদেরকে পুরষ্কার প্রদান করা হয়। সবশেষে ছিল রাফেল ড্র। এতে বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার দেয়া হয়। এতে প্রথম পুরষ্কার ছিল একটি কার এছাড়াও ছিল এয়ার টিকেট, ল্যাপটপ, টিভি, এসি, টেবলেট, প্রেশার কুকার, সাইকেল, ডিনার সেট, মাইক্রোয়েভ, সোলার লাইট সেট, এয়ার ফ্রায়ারসহ আরো অনেক পুরষ্কার। লটারীর প্রথম পুরষ্কার কারটি পেয়েছেন মিথুন রায়, তাকে গাড়ীর চাবিটি হস্তান্তর করেন দেশী বাজারের সুমন দেব ও শেখর দেব,  দ্বিতীয় পুরষ্কার এয়ার টিকেট পেয়েছেন অশোক দাশ।

দুর্গা মন্দিরের পিকনিকে খেলাধূলা : ছবি : মিশিগান দর্পণ

পুরষ্কারগুলো স্পন্সর করেছেন  দেশী বাজার, নিতেশ সুত্রধর পরিবার, বিনয় সুত্রধর পরিবার, বিপ্লব চৌধুরী, সুজন বিশ্বাস, পার্থ সারথী দেব, জয়ন্ত দেব, মৃদুল রায়, সুমিত সিনহা, লিটন শীল, পারিন্দ্র চক্রবর্তী। খাবার, খেলাধূলার পুরষ্কার, বিনোদনসহ বিভিন্ন জিনিষ স্পন্সর করেছেন, বিদ্যুৎ দেব,‌আশু ছত্রী, আশীষ ধর, রবি দে, মনবেশ রায়, পিপলু, ধ্রুব, দীপ্ত, অপু, প্রতাপ, সানি, রাজন, সমরেশ দাশ,

দুর্গা মন্দিরের পিকনিকে শিশু কিশোরদের খেলাধূলা : ছবি : মিশিগান দর্পণ

মলয় পাল, অশোক দাশ, দাশ এন্টারপ্রাইজ এলএলসি, কপিল রায়, জয়দীপ চৌধুরী, রুমকি রায়, তৃশিতা দে, পঙ্কজ চক্রবর্তী, সঞ্জয় দেব, বিধান পাল, যন্টু ধর, হিমাংশু চৌধুরী, হিমেল দাশ,হেনা দাশ,কর্ণ দাশ। পিকনিকে মিশিগান প্রবাসী সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, এবার পিকনিকে প্রচুর লোক সমাগম হয়েছে। বিশেষ করে

দুর্গা মন্দিরের পিকনিকে পুরষ্কার বিতরণ : ছবি : মিশিগান দর্পণ

দেশ থেকে আসা অনেক লোকজন এতে অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণকারী সকলকে তিনি ধন্যবাদ জানান। পুরষ্কার বিতরণী ও রাফেল ড্র পর্বটি পরিচালনা করেন মন্দিরের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ চৌধুরী।

দুর্গা মন্দিরের পিকনিকে শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা : ছবি : মিশিগান দর্পণ

লেখক: পার্থ সারথী দেব (ধ্রুব)
 ‘মিশিগান দর্পণ’ পত্রিকার বিশেষ প্রতিনিধি,
প্রথম আলো, উত্তর আমেরিকার মিশিগান প্রতিনিধি।

Tag :
About Author Information

পার্বণ : প্রবাস

দুর্গা মন্দিরের পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়

আপডেট টাইম : ১০:৪১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলের বার্ষিক পিকনিক গত ৪ জুন রোববার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্টিত হয়। মিশিগানে এবছর এটাই বাঙ্গালি কমুউনিটির প্রথম পিকনিক বলে জানা গেছে। ওয়ারেন সিটির হলমিচ পার্কে বেলা ১১টা থেকে বিকেল ৭টা পর্যন্ত বিভিন্ন পর্বে বিভক্ত পিকনিকে বিপুল সংখ্যক লোকজন  অংশ গ্রহণ করেন। এদিন আবহাওয়া ছিল খুব সুন্দর।

দুর্গা মন্দিরের পিকনিক : ছবি : মিশিগান দর্পণ

প্রবাসের নগর ব্যস্ততায় পিকনিকের এ দিনটি মূলত সবার সঙ্গে মিলিত হওয়ার এক মাহেন্দ্রক্ষণ। বছরের এই দিনেই অনেকের সঙ্গে দেখা হয়। কথা হয়। দেশ থেকে নতুন কেউ এলে তাঁর সঙ্গে পরিচিত হওয়া যায়। বনভোজনে ছিল পুরোপুরি দেশীয় আমেজ। প্রবাসে বনভোজনও  এখন বাঙালির এক বড় পার্বণ। পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়। শুরুতে ছিল শিশুদের খেলাধূলা, জমজমাট আড্ডা, বারবিকিউ, ফুটবল,ভলিবল, হাড়িভাঙ্গা, বালিশ দৌড় খেলা। দুপুরে ছিল বিভিন্নপদের খাবার। খেলায় ও বিভিন্ন

দুর্গা মন্দিরের পিকনিকে লটারীর গাড়ীর চাবি হস্তান্তর : ছবি : মিশিগান দর্পণ

প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদেরকে পুরষ্কার প্রদান করা হয়। সবশেষে ছিল রাফেল ড্র। এতে বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার দেয়া হয়। এতে প্রথম পুরষ্কার ছিল একটি কার এছাড়াও ছিল এয়ার টিকেট, ল্যাপটপ, টিভি, এসি, টেবলেট, প্রেশার কুকার, সাইকেল, ডিনার সেট, মাইক্রোয়েভ, সোলার লাইট সেট, এয়ার ফ্রায়ারসহ আরো অনেক পুরষ্কার। লটারীর প্রথম পুরষ্কার কারটি পেয়েছেন মিথুন রায়, তাকে গাড়ীর চাবিটি হস্তান্তর করেন দেশী বাজারের সুমন দেব ও শেখর দেব,  দ্বিতীয় পুরষ্কার এয়ার টিকেট পেয়েছেন অশোক দাশ।

দুর্গা মন্দিরের পিকনিকে খেলাধূলা : ছবি : মিশিগান দর্পণ

পুরষ্কারগুলো স্পন্সর করেছেন  দেশী বাজার, নিতেশ সুত্রধর পরিবার, বিনয় সুত্রধর পরিবার, বিপ্লব চৌধুরী, সুজন বিশ্বাস, পার্থ সারথী দেব, জয়ন্ত দেব, মৃদুল রায়, সুমিত সিনহা, লিটন শীল, পারিন্দ্র চক্রবর্তী। খাবার, খেলাধূলার পুরষ্কার, বিনোদনসহ বিভিন্ন জিনিষ স্পন্সর করেছেন, বিদ্যুৎ দেব,‌আশু ছত্রী, আশীষ ধর, রবি দে, মনবেশ রায়, পিপলু, ধ্রুব, দীপ্ত, অপু, প্রতাপ, সানি, রাজন, সমরেশ দাশ,

দুর্গা মন্দিরের পিকনিকে শিশু কিশোরদের খেলাধূলা : ছবি : মিশিগান দর্পণ

মলয় পাল, অশোক দাশ, দাশ এন্টারপ্রাইজ এলএলসি, কপিল রায়, জয়দীপ চৌধুরী, রুমকি রায়, তৃশিতা দে, পঙ্কজ চক্রবর্তী, সঞ্জয় দেব, বিধান পাল, যন্টু ধর, হিমাংশু চৌধুরী, হিমেল দাশ,হেনা দাশ,কর্ণ দাশ। পিকনিকে মিশিগান প্রবাসী সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, এবার পিকনিকে প্রচুর লোক সমাগম হয়েছে। বিশেষ করে

দুর্গা মন্দিরের পিকনিকে পুরষ্কার বিতরণ : ছবি : মিশিগান দর্পণ

দেশ থেকে আসা অনেক লোকজন এতে অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণকারী সকলকে তিনি ধন্যবাদ জানান। পুরষ্কার বিতরণী ও রাফেল ড্র পর্বটি পরিচালনা করেন মন্দিরের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ চৌধুরী।

দুর্গা মন্দিরের পিকনিকে শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা : ছবি : মিশিগান দর্পণ

লেখক: পার্থ সারথী দেব (ধ্রুব)
 ‘মিশিগান দর্পণ’ পত্রিকার বিশেষ প্রতিনিধি,
প্রথম আলো, উত্তর আমেরিকার মিশিগান প্রতিনিধি।