১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
বাংলা সংস্কৃতি

অনেক চরাই উৎরাইয়ের পর ওয়ারেন সিটিতে মেলা হচ্ছে

মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ‘সিটি স্কয়ার’ এ ‘বাংলাদেশী আমেরিকান ফ্যাষ্টিবেল’ নিয়ে মূলধারার পত্রপত্রিকায় লেখালেখি নিয়ে মিশিগান প্রবাসী বাংলাদেশীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, মেলা হবে কি না এ নিয়ে । জনপ্রিয় বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল ২০০৯ সাল থেকে ওয়ারেন সিটি স্কোয়ারে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। জানা গেছে, গত ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ এসোশিয়েসান অব মিশিগান (বিএএম) ওয়ারেন সিটির সাথে  ‘সিটি স্কয়ার’ স্থানটি ২২ ও ২৩ জুলাই মেলার(বাংলাদেশী আমেরিকান ফ্যাষ্টিবেল) জন্য ভাড়ার চুক্তি করে এবং এক হাজার ডলার ডিপোজিট প্রদান করে। আয়োজকরা ইতিমধ্যে শিল্পীসহ বিভিন্ন ক্ষেত্রে অর্থ প্রদান করে ফেলেছেন। এপ্রিল মাসের প্রথম দিকে ওয়ারেন পার্কস ও রিক্রিয়েশান ডিরেক্টর ডিনো টারকাটো সংগঠনটিকে জানান,

ছবি: বাংলাদেশ এসোশিয়েসান অব মিশিগান এর ফেসবুক থেকে
 

ওয়ারেন সিটি স্কয়ারে কোন ‘জাতিগত’(ethnic) উসব করা যাবে না। সংগঠনের (বিএএম)  সভাপতি এক পত্রে সিটি কর্তৃপক্ষকে জানান যে, “যেখানে অন্যান্য অনুষ্ঠান নিয়মিত অনুষ্টিত হয়। কোন কারণ ছাড়াই বিনোদন অনুষ্টানটি বাতিল করা হয়েছে, এটা কি শরীরের রং দেখে করা হয়েছে? তিনি পত্রে আরো লিখেছেন, আমাদের জাতিগতভাবে বৈষম্য করা হচ্ছে, আমরা সত্যি বিচলিত, আমাদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে।”

এদিকে মে মাসের প্রথম দিকে ওয়ারেন সিটির মেয়র ফাউটস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাতিল হওয়া বাংলাদেশী আমেরিকান ফ্যাষ্টিবেল নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়েই অর্থা ২২ ও ২৩ জুলাই  অনুষ্টিত হবে। তিনি আরো জানান, ‘জাতিগত’(ethnic) উসবের জন্য এটা বাতিল করা হয়নি, বাতিল করা হয়েছিলো, একই নামের একাধিক সংগঠন একি তারিখ ও সময়ে একই ধরণের অনুষ্টান করার জন্য স্থানটি ভাড়া নিতে চেয়েছিলো এ জন্যে।

ছবি: বাংলাদেশ এসোশিয়েসান অব মিশিগান এর ফেসবুক থেকে
 

এদিকে বাংলাদেশ এসোশিয়েসান অব মিশিগান (বিএএম) জানিয়েছে, মূল পরিকল্পনাযায়ীই মেলা অনুষ্টিত হবে। তারা জানায় যে,  আমরা আনন্দিত যে বাংলাদেশী কমুউনিটি ওয়ারেন সিটির মেলায় তাদের ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরবে এবং আনন্দ উপভোগ করবে। যদিও ওয়ারেন সিটির মেয়র কার্যালয় ও ওয়ারেন পার্কস ও রিক্রিয়েশান অফিস এই উসব আয়োজনে বাধা দেয়ার চেষ্টা করেছে। এ বিজয় মানুষের, ঐতিহ্য ও সংস্কৃতির।

এখানে উল্লেখ্য ওয়ারেন সিটির জনসংখ্যর ১.৬% অর্থা ২৬০০ জন বাংলাদেশী বংশোদ্ভূত।

Tag :
About Author Information

বাংলা সংস্কৃতি

অনেক চরাই উৎরাইয়ের পর ওয়ারেন সিটিতে মেলা হচ্ছে

আপডেট টাইম : ০১:৩৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ‘সিটি স্কয়ার’ এ ‘বাংলাদেশী আমেরিকান ফ্যাষ্টিবেল’ নিয়ে মূলধারার পত্রপত্রিকায় লেখালেখি নিয়ে মিশিগান প্রবাসী বাংলাদেশীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, মেলা হবে কি না এ নিয়ে । জনপ্রিয় বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল ২০০৯ সাল থেকে ওয়ারেন সিটি স্কোয়ারে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। জানা গেছে, গত ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ এসোশিয়েসান অব মিশিগান (বিএএম) ওয়ারেন সিটির সাথে  ‘সিটি স্কয়ার’ স্থানটি ২২ ও ২৩ জুলাই মেলার(বাংলাদেশী আমেরিকান ফ্যাষ্টিবেল) জন্য ভাড়ার চুক্তি করে এবং এক হাজার ডলার ডিপোজিট প্রদান করে। আয়োজকরা ইতিমধ্যে শিল্পীসহ বিভিন্ন ক্ষেত্রে অর্থ প্রদান করে ফেলেছেন। এপ্রিল মাসের প্রথম দিকে ওয়ারেন পার্কস ও রিক্রিয়েশান ডিরেক্টর ডিনো টারকাটো সংগঠনটিকে জানান,

ছবি: বাংলাদেশ এসোশিয়েসান অব মিশিগান এর ফেসবুক থেকে
 

ওয়ারেন সিটি স্কয়ারে কোন ‘জাতিগত’(ethnic) উসব করা যাবে না। সংগঠনের (বিএএম)  সভাপতি এক পত্রে সিটি কর্তৃপক্ষকে জানান যে, “যেখানে অন্যান্য অনুষ্ঠান নিয়মিত অনুষ্টিত হয়। কোন কারণ ছাড়াই বিনোদন অনুষ্টানটি বাতিল করা হয়েছে, এটা কি শরীরের রং দেখে করা হয়েছে? তিনি পত্রে আরো লিখেছেন, আমাদের জাতিগতভাবে বৈষম্য করা হচ্ছে, আমরা সত্যি বিচলিত, আমাদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে।”

এদিকে মে মাসের প্রথম দিকে ওয়ারেন সিটির মেয়র ফাউটস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাতিল হওয়া বাংলাদেশী আমেরিকান ফ্যাষ্টিবেল নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়েই অর্থা ২২ ও ২৩ জুলাই  অনুষ্টিত হবে। তিনি আরো জানান, ‘জাতিগত’(ethnic) উসবের জন্য এটা বাতিল করা হয়নি, বাতিল করা হয়েছিলো, একই নামের একাধিক সংগঠন একি তারিখ ও সময়ে একই ধরণের অনুষ্টান করার জন্য স্থানটি ভাড়া নিতে চেয়েছিলো এ জন্যে।

ছবি: বাংলাদেশ এসোশিয়েসান অব মিশিগান এর ফেসবুক থেকে
 

এদিকে বাংলাদেশ এসোশিয়েসান অব মিশিগান (বিএএম) জানিয়েছে, মূল পরিকল্পনাযায়ীই মেলা অনুষ্টিত হবে। তারা জানায় যে,  আমরা আনন্দিত যে বাংলাদেশী কমুউনিটি ওয়ারেন সিটির মেলায় তাদের ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরবে এবং আনন্দ উপভোগ করবে। যদিও ওয়ারেন সিটির মেয়র কার্যালয় ও ওয়ারেন পার্কস ও রিক্রিয়েশান অফিস এই উসব আয়োজনে বাধা দেয়ার চেষ্টা করেছে। এ বিজয় মানুষের, ঐতিহ্য ও সংস্কৃতির।

এখানে উল্লেখ্য ওয়ারেন সিটির জনসংখ্যর ১.৬% অর্থা ২৬০০ জন বাংলাদেশী বংশোদ্ভূত।